কলকাতা ফিল্মফেয়ারে ছক্কা হাঁকিয়েছেন ঢাকাই অভিনেত্রীরা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৭ পিএম, ২৬ মার্চ ২০২৪ মঙ্গলবার
সংগৃহীত ছবি
এবার কলকাতার ফিল্মফেয়ারে ছক্কা হাঁকিয়েছেন ঢাকাই শিল্পীরা। এবার অনেকটাই বাজিমাত করে দিয়েছেন ঢাকাই অভিনেত্রী জয়া আহসান, অপি করিম এবং তাসনিয়া ফারিন। যদিও জয়া এখন টলিউডের প্রথম সারির অভিনেত্রী হয়ে উঠেছেন। তবে, নতুন সংযোজন করলো অফি এবং ফারিন। এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।
স্থানীয় সময় গতকাল সোমবার (২৫ মার্চ) সন্ধ্যায় ফিল্মফেয়ার পুরস্কারের (বাংলা) ২০২৪ আসরের চূড়ান্ত মনোনয়ন তালিকা প্রকাশ করা হয়েছে। আর তখনই চমকপ্রদ এ খবর পাওয়া যায়।
গেলো বছর টলিউডের সবচেয়ে সফল দুই ছবির মুখ্য অভিনেত্রী জয়া আহসান। সেই সুবাদে ফিল্মফেয়ার মনোনয়নেও তার দাপট অব্যাহত। সৃজিত মুখার্জি নির্মিত ‘দশম অবতার’র জন্য সেরা অভিনেত্রী এবং কৌশিক গাঙ্গুলির ‘অর্ধাঙ্গিনী’ ছবির জন্য সেরা পার্শ্ব চরিত্রের অভিনেত্রী হিসেবে মনোনয়ন পেয়েছেন জয়া। এছাড়া প্রায় সব বিভাগেই মনোনয়ন পেয়েছে জয়া অভিনীত ছবি দুটি। অন্যদিকে ‘আরো এক পৃথিবী’ দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছে তাসনিয়া ফারিণের। শুরুটাই টলিউড দিয়ে। আর সেই সূচনা যে দারুণ হয়েছে, তা ফিল্মফেয়ার মনোনয়নে বুঝিয়ে দিলেন অভিনেত্রী। সেরা অভিনেত্রী (সমালোচক) এবং সেরা নবাগত অভিনেত্রী দুটি বিভাগে নমিনেশন পেয়েছেন ফারিণ।
এদিকে, বিষয়টি নিয়ে ভীষণ উচ্ছ্বসিত তাসনিয়া ফারিণ। সোশ্যাল হ্যান্ডেলে দোয়া চেয়ে বললেন, “আমি অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করছি যে অতনু ঘোষ পরিচালিত এবং এসকে মুভিজ প্রযোজিত আমার অভিষেক চলচ্চিত্র ‘আরো এক পৃথিবী’র জন্য আমি ফিল্মফেয়ারে জোড়া মনোনয়ন পেয়েছি। সবাই আমার জন্য দোয়া করবেন।”
ঢাকার আরও এক অভিনেত্রীকে পাওয়া গেলো এবারের ফিল্মফেয়ার মনোনয়ন তালিকায়। তিনি অপি করিম। ইন্দ্রনীল রায় চৌধুরী নির্মিত ‘মায়ার জঞ্জাল’-এ অভিনয় করে সেরা অভিনেত্রী (সমালোচক) বিভাগে মনোনয়ন পেয়েছেন তিনি। একই ছবিতে অভিনয় করে মুগ্ধতা ছড়িয়েছেন ঢাকার তরুণ সোহেল মণ্ডল। সেরা পার্শ্ব চরিত্রের অভিনেতা হিসেবে মনোনয়ন পেয়েছেন তিনিও।
শুধু অভিনয়ই নয়, ঢাকার একটি তরুণ কণ্ঠও কলকাতাবাসীর মনে জায়গা করে নিয়েছে। যার নাম মাহতিম শাকিব। ‘চিনি ২’ সিনেমায় তিনি ‘তুমি জানতেই পারো না’ শিরোনামের একটি গান গেয়েছেন। এর জন্য সেরা গায়ক ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন তিনি।
ফিল্মফেয়ার ম্যাগাজিনের তথ্য অনুসারে, আগামী ২৯ মার্চ কলকাতার আইসিটি রয়্যাল বেঙ্গলে জমকালো আয়োজনে এই পুরস্কার দেয়া হবে।
উল্লেখ্য, এর আগে জয়া আহসান তিনবার ফিল্মফেয়ারে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন। তিনিই ঢাকার একমাত্র অভিনেত্রী, যিনি ভারতের এই সম্মানজনক পুরস্কার অর্জন করেছেন। এবার হয়তো তার সঙ্গে যুক্ত হতে পারে ফারিণ-অপিদের নামও। আপাতত তাই ২৯ মার্চের অপেক্ষা।
- বেগম রোকেয়াকে কি প্রতিপক্ষ হিসাবে দাঁড় করানো হচ্ছে?
- ঢাকায় আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল
- হাসপাতাল ছাড়াই যশোর মেডিকেল কলেজ ১৪ বছর পেরিয়েছে
- সাতক্ষীরায় সাফজয়ী তিন নারী ফুটবলারের গণসংবর্ধনা
- পদ্মা সেতু হয়ে ঢাকা-বেনাপোল ট্রেন চলবে যেদিন থেকে
- অ্যাটর্নি জেনারেল হিসেবে পাম বন্ডিকে বেছে নিলেন ট্রাম্প
- লালমনিরহাটে আগাম আলু চাষে ব্যস্ত কৃষকরা
- দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে, বাড়ছে শীতের তীব্রতা
- ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার পেছনে সৌদি, বুশরার দাবি
- অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে বাঁচলেন পূজা চেরি
- খেজুর আমদানিতে আগাম কর প্রত্যাহার, কমলো শুল্কও
- চীনে বিশাল স্বর্ণখনির সন্ধান
- যে কারণে দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম
- ৯৯ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিলো ঢাকা বিশ্ববিদ্যালয়
- পেঁয়াজ-সবজি-মুরগির দাম কমলেও আলুর দাম বাড়তি
- জেনে নিন বিমানবন্দর নেই যে সব দেশে
- ঘুরে আসুন পানামসহ না.গঞ্জের পাঁচটি পর্যটন স্পট
- ড.ইউনুসকে তসলিমা নাসরিনের খোলা চিঠি
- বিশ্ব হার্ট দিবস আজ
- আজ পহেলা অগ্রহায়ণ, হেমন্তকাল শুরু
- হেমন্তে ছাতিম ফুল সুগন্ধ ছড়িয়ে যায়
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন আজ
- শান্তিতে নোবেল পেল জাপানের মানবাধিকার সংস্থা নিহন হিদানকিও
- স্নাতক পাসে চাকরি দেবে আড়ং
- ‘রিমান্ড’-এ মম
- পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে ঘুরে দাঁড়াল ভারতের মেয়েরা
- সৈয়দ শামসুল হকের ৮ম মৃত্যুবার্ষিকী আজ
- রাজু ভাস্কর্যের নারী প্রতিকৃতিতে হিজাব, যা জানা গেলে
- নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১১২
- যানজটে দৈনিক ৮২ লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে