ঢাকা, সোমবার ২১, এপ্রিল ২০২৫ ২০:৩৮:৪০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রধান উপদেষ্টা কাতার যাচ্ছেন আজ গাজায় ইসরাইলি হামলায় প্রাণ গেল ৩৩ ফিলিস্তিনির প্রথম বারের মতো কাবাডি টেস্ট সিরিজে বাংলাদেশ নারী দল উখিয়ায় চাকমা নারীকে ধ*র্ষ*ণচেষ্টা, রোহিঙ্গা যুবক আটক ঢাকাসহ ১৪ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস গাজায় ইসরাইলি হামলায় প্রাণ গেল ৩৩ ফিলিস্তিনির রাজধানীতে দম্পতির মর*দেহ উদ্ধার, পাশেই পড়ে ছিল চিরকুট

কিরগিজস্তানে নিকাব নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৫ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০২৫ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নিকাব নিষিদ্ধ করা হয়েছে মধ্য এশিয়ার মুসলিমপ্রধান দেশ কিরগিজস্তানে। দেশটিতে গত ১ ফেব্রুয়ারি থেকে এই আইন কার্যকর হয়েছে। রেডিও ফ্রি এশিয়ার অনলাইন প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

রেডিও ফ্রি এশিয়া জানিয়েছে, এই আইন ভঙ্গ করলে ২৩০ ডলার জরিমানা গুণতে হবে। ৯০ ভাগ মুসলমানের দেশ কিরগিজস্তানের আইনপ্রণেতারা বলেছেন, নিরাপত্তার জন্য নিকাব পরিধান নিষিদ্ধ করা হয়েছে- যেন প্রকাশ্যে মানুষের মুখ দেখা যায় এবং তাদের চিহ্নিত করা যায়।
তবে দেশটির বিরোধীরা এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। তাদের মতে, এই আইনের ফলে নারীরা কী পরবে- তাদের এই স্বাধীনতা খর্ব হবে।

গত কয়েক বছর ধরে দেশটিতে নিকাব নিয়ে ব্যাপক বিতর্ক চলছিল। তবে শেষমেশ দেশটিতে নিকাব নিষিদ্ধ হলো। এর আগে মধ্য এশিয়ার একমাত্র দেশ হিসেবে কিরগিজস্তানে স্কুল ও সরকারি ভবনে নিকাব পরিধানে কোনো বিধিনিষেধ ছিল না।

রেডিও ফ্রি এশিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, কিরগিজস্তান ছাড়াও মধ্য এশিয়ার তাজিকিস্তান, উজবেকিস্তান, কাজাখস্তানে স্কুল, অফিস ও সরকারি ভবনে হিজাব পরিধান নিষিদ্ধ করা হয়েছে।