ঢাকা, সোমবার ২৫, নভেম্বর ২০২৪ ২১:১৫:৫০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, তাপমাত্রা নামল ১৩ ডিগ্রিতে ব্রাজিলে বাস খাদে পড়ে ২৩ জনের প্রাণহানী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে গেজেট প্রকাশ পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব জব্দ ১০ সাংবাদিকের ব্যাংক হিসাব জব্দ মিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৭ ইসরায়েলি হামলায় গাজায় ৩৮, লেবাননে ৩৩ প্রাণহানী

কুড়িগ্রামে পানিবন্দি প্রায় ৫ হাজার মানুষ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:১৮ পিএম, ১৫ আগস্ট ২০২৩ মঙ্গলবার

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ভারী বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামে তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র, দুধকুমারসহ সবগুলো নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানি বৃদ্ধি পাওয়ায় প্রায় শতাধিক চরাঞ্চল প্লাবিত হয়েছে।

এদিকে পানি বৃদ্ধিতে প্লাবিত হয়েছে জেলার নদ-নদীর অববাহিকায় নিম্নাঞ্চলগুলো। তিস্তা নদীর অববাহিকায় রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নে প্রায় দুই হাজারের বেশি মানুষ, বিদ্যানন্দ ইউনিয়নে প্রায় এক হাজার মানুষ এবং উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নে প্রায় দুই হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। উজানের ঢল ও ভারী বৃষ্টিতে জেলার ৩৩৫ হেক্টর রোপা আমন ধান ও ৫০ হেক্টর জমির সবজি খেত পানিতে তলিয়ে যাওয়ার পাশাপাশি গো-চারণ ভূমিগুলো পানির নিচে রয়েছে। 

মঙ্গলবার (১৫ অগস্ট) বিকেল ৩টার দিকে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) দেওয়া তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদের পানি নুন খাওয়া পয়েন্টে ৯ সে.মি. বেড়ে বিপৎসীমার ৫৪ সে.মি, চিলমারী পয়েন্টে ১৩ সে.মি বেড়ে বিপৎসীমার ৪২ সে.মি, ধরলা নদীর পানি সেতু পয়েন্টে ২২ সে.মি বেড়ে বিপৎসীমার ৪০ সে.মি, পাটেশ্বরী পয়েন্টে ৩৯ সে.মি. বেড়ে বিপৎসীমার ৪৪ সে.মি. নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে তিস্তার পানি কাউনিয়া পয়েন্টে ৮৭ সে.মি. বেড়ে বিপৎসীমার ১১৩ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলাম বলেন, তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে চর নাকেন্দা, গতিয়াশাম, খিতাবখাঁ, চর খিতাব খাঁ এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে প্রায় পাঁচ শতাধিক পরিবারের দুই হাজারের বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। পানি দীর্ঘদিন স্থায়ী হলে এসব চরাঞ্চলের বাসিন্দারা গবাদি পশুর খাদ্য সংকটে পড়তে পারে।

উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান বলেন, কয়েকদিন থেকে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে তিস্তা তীরবর্তী জুয়ান সতরা, চর নিয়াশা, চর গোড়াইপিয়ার প্রায় দুই হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নদী তীরবর্তী কুমারপাড়া এলাকায় ভাঙন দেখা দিয়েছে। ইতোমধ্যে ৬০টি পরিবার নদীগর্ভে বিলীন হয়েছে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বলেন, তিস্তা নদীর পানি গতকাল যেভাবে বৃদ্ধি পেয়েছিল। আজ সকাল থেকে পানি কমলেও তা বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ৭২ ঘণ্টার ভিতর সবগুলো নদ-নদীর পানি অনেকটা কমে আসবে।

জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ বলেন, কুড়িগ্রামে উজানের ঢলে নদ-নদীর পানি বেড়ে যাওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বন্যার্তদের জন্য ১৮টি স্থায়ী ও ৩৬১টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। বন্যার্তদের জন্য জেলার নয় উপজেলায় ৭৬ মে. টন চাল ও নগদ টাকা ও শুকনো খাবার মজুদ রাখা হয়েছে। এছাড়াও জেলায় ৩৮৭ মে.টন চাল, ১০ লাখ ৫০ হাজার নগদ টাকা ও ৩ হাজার ৭০০ প্যাকেট শুকনো খাবার, শিশু খাদ্য বাবদ ২ লাখ ও গো খাদ্য ক্রয় বাবদ পাঁচ লাখ টাকা নগদ মজুত রয়েছে।