ঢাকা, শুক্রবার ২৯, নভেম্বর ২০২৪ ১৯:২৩:০৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তেল-আলু-পেঁয়াজে স্বস্তি নেই, মাছের বাজার চড়া ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ফেনজাল’ অস্ট্রেলিয়ায় কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা ৩ বিভাগে হতে পারে বৃষ্টি, ৪ সমুদ্রবন্দরে সতর্কতা সংকেত পর্যটক সংকট, সেন্ট মার্টিনে যাচ্ছে না জাহাজ তীব্র শীতে কাঁপছে উত্তরের জনপদ

ক্যালিফোর্নিয়ায় আঘাত হেনেছে হিলারি

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০০ এএম, ২১ আগস্ট ২০২৩ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মেক্সিকোয় তাণ্ডব চালানোর পর এবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আঘাত হেনেছে গ্রীষ্মমন্ডলীয় ঘূর্ণিঝড় হিলারি। ঘণ্টায় ৮০ মাইল গতিতে আছড়ে পড়েছে ঝড়টি। এর প্রভাবে প্রদেশটিতে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। সেখান বন্যা হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তবে ক্রমেই শক্তি হারাচ্ছে ঝড়টি। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

বর্তমানে ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে ঘূর্ণিঝড় হিলারি। সান ডিয়েগোতে তাণ্ডব চালানোর পর লস এঞ্জেলসে আঘাত হানবে ঘূর্ণিঝড়টি। সোমবার শহর দুটির সব স্কুল বন্ধ রাখা হয়েছে।

'হিলারি' ক্যালিফোর্নিয়ার পর নেভাডায় আঘাত হানবে হিলারি। ঘূর্ণিঝড়ের কারণে যুক্তরাষ্ট্রে ১ হাজারের বেশি ফ্লাইট বাতিল এবং ৪ হাজারের বেশি ফ্লাইটের সময়সূচী পেছানো হয়েছে।

মেক্সিকান সীমান্তের ঠিক উত্তরে সান দিয়েগো কাউন্টিতে প্রথম রেকর্ডকৃত এই গ্রীষ্মমন্ডলীয় ঝড় হয়। উপদ্বীপে আকস্মিক বন্যার ফলে মেক্সিকোতে একজনের মৃত্যু হয়েছে। অ্যারিজোনা, নেভাদা এবং উটাহের কিছু অংশে টর্নেডো সম্ভাবনা আছে।


হিলারির প্রভাবে এখন বাতাস বইছে প্রতি ঘণ্টায় ১১৯ কিলোমিটার বেগে। মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়া উপদ্বীপে আঘাত হানার পর একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ওই ব্যক্তি ঝড়ের সময় গাড়িতে করে একটি শাখা নদী পাড় হওয়ার চেষ্টা করছিলেন।


এদিকে, ‘হারিকেন’ হিসেবে মর্যাদা পাওয়া এই ঝড়টির প্রভাবে জীবনের জন্য হুমকি হয়ে ওঠার মতো বন্যার পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিজ্ঞানীরা। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের অস্বাভাবিক আবহাওয়ার লক্ষণ শুরু হয়েছে মানবসৃষ্ট কারণে জলবায়ু পরিবর্তনের প্রভাবে।

যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন সেন্টার পূর্বাভাস দিয়েছে যে, আগামী কয়েক ঘণ্টায় ঘূর্ণিঝড়টি স্থলভাগের দিকে আরও সরে আসতে পারে।

এদিকে হিলারির প্রভাবে লস এঞ্জেলেসে চলছে একটানা বৃষ্টি। তবে শহরের মেয়র কারেন বাস সাংবাদিকদের জানান, ‘সবাই তৈরি আছে। আজকের দিনের পরিষ্কার বার্তা হলো নিরাপদে থাকুন, ঘরে থাকুন এবং যোগাযোগ রক্ষা করুন।’ শহরের মেয়র আরও বলেন, ‘এটি একটি নজিরবিহীন আবহাওয়ার ঘটনা। কিন্তু ভূমিকম্প হোক বা দাবানল হোক এ ধরনের দুর্যোগ মোকাবিলা করার অভিজ্ঞতা রয়েছে লস এঞ্জেলেসের।’ কারেন বাস আরও জানান, শহরটির সব ধরনের সেবা কার্যক্রম ঝড়ের মধ্যেও চালু থাকবে।


অন্যদিকে, মেক্সিকোতে ঘূর্ণিঝড় হিলারি আঘাত হানতে শুরু করার পর ক্ষয়ক্ষতির হিসাব দিতে গিয়ে দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেজ ম্যানুয়েল লোপেজ ওব্রাডর বলেন, ‘ভাগ্য ভালো যে বেশি ক্ষতি হয়নি।’ এক টুইট বার্তায় তিনি আরও জানান, কর্তৃপক্ষ বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতে ও ঝড়ের কারণে বিপদে পড়া মানুষকে সাহায্য করতে কাজ চালিয়ে যাবে।

হিলারি মেক্সিকোর উত্তরাঞ্চলীয় বাজা ক্যালিফোর্নিয়া উপদ্বীপে আঘাত হেনেছে এবং তা দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দিকে এগিয়ে যাচ্ছে।

এদিকে, ঘূর্ণিঝড় হিলারি আঘাত হানার আগে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে আঘাত হেনেছে ভূমিকম্প। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ বিভাগ জানিয়েছে, ৫.১ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল লস এঞ্জেলেসের উত্তর-পশ্চিমে ভূ-পৃষ্ঠের ৪.৮ কিলোমিটার গভীরে। ভূকম্পন অনূভূত হলেও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

////////////////////