ঢাকা, বুধবার ০৮, জানুয়ারি ২০২৫ ২১:২৬:২৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া নতুন ছড়ানো এইচএমপি ভাইরাসে বাংলাদেশ কি ঝুঁকিতে? আজও ‘খুব অস্বাস্থ্যকর’ ঢাকা শহরের বাতাস আজ বিকেলে লন্ডন পৌঁছাবেন খালেদা জিয়া শীত আরও বাড়বে, সেই সঙ্গে বৃষ্টির পূর্বাভাস তিব্বতে ভয়াবহ ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ১২৬ শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়াল দিল্লি তিব্বতে শক্তিশালী ভূমিকম্প, নিহত বেড়ে ৫৩

খালেদা জিয়ার লন্ডনযাত্রা: সড়কে জনদুর্ভোগ এড়াতে নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১১ এএম, ৭ জানুয়ারি ২০২৫ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

উন্নত চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন আজ। মঙ্গলবার (৭ জানুয়ারি) তাকে বিদায় জানানোর সময় সড়কে পথচারী ও যান চলাচল নির্বিঘ্ন রাখতে ঢাকা মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিশেষ নির্দেশনা দিয়েছে দলটি।

সোমবার (৬ জানুয়ারি) দিনগত রাত ১২টায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়েছে।

এতে বলা হয়েছে, বেগম খালেদা জিয়া মঙ্গলবার রাত ৮টায় তার গুলশানের বাসা থেকে ঢাকার হযরত শাহ্‌জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রওয়ানা দিবেন। রাত ৯টায় তিনি বিমানবন্দরে পৌঁছাবেন। রাত ১০টায় কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে যুক্তরাজ্যের উদ্দেশে তিনি ঢাকা ছেড়ে যাবেন।

এ উপলক্ষে ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) বিএনপি এবং সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে রাস্তার ফুটপাতে দাঁড়িয়ে দেশনেত্রীকে বিদায় জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। যাতে রাস্তায় যানবাহন ও পথচারী চলাচলে কোনো বিঘ্ন না ঘটে। এ বিষয়ে নেতাকর্মীদের যথাযথভাবে নির্দেশনা মেনে চলতে অনুরোধ করা হয়েছে।