ঢাকা, শুক্রবার ২৯, নভেম্বর ২০২৪ ১৭:৫৪:০৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
অস্ট্রেলিয়ায় কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা ৩ বিভাগে হতে পারে বৃষ্টি, ৪ সমুদ্রবন্দরে সতর্কতা সংকেত পর্যটক সংকট, সেন্ট মার্টিনে যাচ্ছে না জাহাজ তীব্র শীতে কাঁপছে উত্তরের জনপদ সাইফুল হত্যার প্রতিবাদ ও চিন্ময়ের মুক্তি দাবি হাসিনার দুই বছর পর ওয়ানডে দলে দিলারা আকতার সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন প্রিয়াঙ্কা

খালেদা জিয়ার মনোনয়নপত্র কেনা হবে কাল

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:০৬ পিএম, ১১ নভেম্বর ২০১৮ রবিবার

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামীকাল সোমবার মনোনয়নপত্র কিনবেন। তার পক্ষে প্রথম মনোনয়নপত্রটি কিনবেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। দলনেতার মনোনয়নপত্র কেনার মাধ্যমেই বিএনপির মনোনয়নপত্র বিক্রি শুরু হবে কাল।

 

দলের সিদ্ধান্ত অনুযায়ি ফেনী-১ আসন থেকে নির্বাচন করবেন খালেদা জিয়া।

 

বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন, ‘আগামীকাল সোমবার সকাল সাড়ে ১০টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে দেশনেত্রী খালেদা জিয়াকে দিয়ে মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে।’

 

জানা গেছে, খালেদা জিয়ার মনোনয়নপত্র কেনার সময় তার নির্বাচনী এলাকা ফেনী-১ আসনের বিপুল সংখ্যক নেতাকর্মীও উপস্থিত থাকবেন।

 

এর আগে আজ রোববার বিএনপির পক্ষ থেকে জানানো হয়, আগামীকাল সোমবার থেকে দলীয় মনোনয়নপত্র বিক্রি শুরু হবে। সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র কেনা ও জমা দেওয়া যাবে।

 

পাঁচ হাজার টাকায় কেনা যাবে মনোনয়নপত্র। তবে জমা দেয়ার সময় ফেরতযোগ্য ২৫ হাজার টাকা জমা দিতে হবে। মোট ৩০ হাজার টাকা লাগবে মনোনয়নপত্র কেনা ও জমা দিতে।