ঢাকা, বুধবার ২৭, নভেম্বর ২০২৪ ১৯:৩৯:৪৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আয়ারল্যান্ডকে বিধ্বস্ত করে ওয়ানডেতে বড় জয় টাইগ্রেসদের জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ সব আসামিকে খালাস ভারতীয় আলু ও পেঁয়াজ আমদানি বন্ধ, বাড়ছে দাম ঢাকায় জিকা ভাইরাস শনাক্ত খালেদা জিয়ার বিদেশযাত্রা নিয়ে যে তথ্য জানা গেল টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশের মেয়েরা

খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৬ পিএম, ১৮ এপ্রিল ২০২১ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। শনিবার পর্যন্ত কোনো ধরনের জটিলতা দেখা যায়নি। এ কথা জানিয়েছেন তার চিকিৎসক দলের এক সদস্য।

এদিকে, বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, ‘রাত ৯টার পর আমরা চেয়ারপারসনের সর্বশেষ পরিস্থিতি দেখতে যাব। আমার সঙ্গে থাকবেন অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, ডা. আব্দুল শাকুর এবং মোহাম্মদ আল মামুন।

খালেদা জিয়ার ব্যক্তিগত এক স্টাফ বলেন, ‘চেয়ারপারসনসহ আমরা যারা করোনায় আক্রান্ত হয়েছি সবাই ভালো আছি। কোনো ধরনের জটিলতা দেখা দেয়নি কারওই। আগামী শুক্রবার আবার করোনার টেস্টের জন্য নমুনা দেব। আশা করছি রিপোর্ট নেগেটিভ আসবে। তিনজন ফিরোজার বাইরে নিজ নিজ বাসভবনে থেকে চিকিৎসা নিচ্ছেন।’

তিনি বলেন, ‘খালেদা জিয়াসহ ফিরোজায় অবস্থান করা তিনিসহ ৯জন করোনায় আক্রান্ত হন। খালেদা জিয়া ছাড়া বাকিদের টেস্ট গত শুক্রবার করতে দেওয়া হয়। সতর্কতার অংশ হিসেবে পরের দিন শনিবার বিএনপি চেয়ারপারসনের টেস্ট করতে দেওয়া হয়। ওই দিন রাত তিনটার দিকে খালেদা জিয়ার টেস্টের রিপোর্ট পজিটিভ আসে।’

এদিন বিএনপি নেতা এম ইলিয়াস আলীর নিখোঁজের ৯ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক ভার্চুয়াল আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘এখনো আমরা শঙ্কিত। কারণ করোনায় আক্রান্ত হওয়ার এক সপ্তাহ পার হওয়ার পর আক্রান্ত ব্যক্তির জটিলতা দেখা দেয়। সে হিসেবে চেয়ারপারসনের এখন সেই সময় চলছে। তাই শঙ্কা ও আতঙ্কের মধ্যে আছি। তবে দেশবাসীর দোয়ায় এখন পর্যন্ত তিনি ভালো আছেন।’

ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘আমরা চেয়ারপারসনকে গভীরভাবে পর্যবেক্ষণে রেখেছি। সব ধরনের প্রস্তুতি আমাদের রয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা তাকে দেওয়া হচ্ছে।’

-জেডসি