ঢাকা, সোমবার ২৫, নভেম্বর ২০২৪ ১৬:৫০:১১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, তাপমাত্রা নামল ১৩ ডিগ্রিতে ব্রাজিলে বাস খাদে পড়ে ২৩ জনের প্রাণহানী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে গেজেট প্রকাশ পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব জব্দ ১০ সাংবাদিকের ব্যাংক হিসাব জব্দ মিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৭ ইসরায়েলি হামলায় গাজায় ৩৮, লেবাননে ৩৩ প্রাণহানী

গণতন্ত্রের স্বার্থে বার বার হুংকার দেবো: শামা ওবায়েদ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৫৯ পিএম, ১ আগস্ট ২০২৩ মঙ্গলবার

নিক্সন চৌধুরী ও শামা ওবায়েদ রিংকু।  ফাইল ছবি

নিক্সন চৌধুরী ও শামা ওবায়েদ রিংকু। ফাইল ছবি

বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, গণতন্ত্রের স্বার্থে প্রয়োজনে বার বার হুংকার দেবো। কারো কোনো কথায় আমি ভয় পাই না।

ফরিদপুরে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদকে অবাঞ্ছিত ঘোষণার হুমকি দিয়েছেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরী। সোমবার ফরিদপুরের সালথা উপজেলা যুবলীগের ত্রিবার্ষিকী সম্মেলনে এই হুমকি দেন তিনি। 

নিক্সন চৌধুরীর সেই বক্তব্য গণমাধ্যমে প্রকাশের পর শামা ওবায়েদ বলেছেন, ‘নিক্সন চৌধুরী যে ধরনের ভাষা ব্যবহার করেন, শামা ওবায়েদ তা আশা করে না। বেয়াদব কে বাংলাদেশে, কোন দল বেয়াদব, সে কথা বাংলাদেশের মানুষ ভালোভাবে জানে।’

আজ মঙ্গলবার গণমাধ্যমকে শামা ওবায়েদ বলেন, ‘ওনার (নিক্সন চৌধুরীর) প্রার্থী যখন জেলা পরিষদ নির্বাচনে দাঁড়ান, তার পক্ষে তদবির করতে উনি শামা ওবায়েদকে ফোন করেন। ওনার নির্বাচনের সময় উনি আমাকে ফোন করছেন। এ ধরনের কুরুচিপূর্ণ ভাষা শুধু দল ও নেত্রীকে খুশি করার জন্য দিয়েছেন।’

তিনি বলেন, ‘নিক্সনের অকথ্য ভাষায় শামা ওবায়েদ ভয় পায় না। গণতন্ত্রের স্বার্থে যতবার হুংকার ছাড়তে হয়, ততবার হুংকার ছেড়ে যাব। এ রকম কুরুচিপূর্ণ কথাবার্তা আমার পছন্দ নয়।’

দক্ষিণবঙ্গে শামা ওবায়েদকে অবাঞ্ছিত ঘোষণা করার নিক্সন চৌধুরীকে প্রশ্ন রেখে শামা বলেন, ‘দক্ষিণবঙ্গে ১৯৭১ সালে আমার বাবা মুক্তিযুদ্ধে সংগঠকের ভূমিকায় ছিলেন। তিনি এ দেশের গণতন্ত্রের স্বার্থে, এ দেশের স্বার্থে, স্বাধীনতা রক্ষার স্বার্থে, এ দেশের মানুষের ভোটাধিকার রক্ষার স্বার্থে, বহুবার হুংকার ছেড়েছেন। ওনার সন্তান হিসেবে এ দেশের গণতন্ত্র রক্ষার জন্য শুধু একবার কেন, যদি ১০০ বার হুংকার ছাড়তে হয়, শামা ওবায়েদ সেটা ছাড়বে।’