গাইবান্ধায় অসময়ে নদীভাঙনে দিশাহারা চরবাসী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩১ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০২৫ রবিবার
![সংগৃহীত ছবি সংগৃহীত ছবি](https://www.womennews24.com/media/imgAll/2019January/nodi-2502090631.jpg)
সংগৃহীত ছবি
গাইবান্ধায় অসময়ে নদীভাঙন শুরু হয়েছে। গত এক সপ্তাহ ধরে তিস্তা ও ব্রাহ্মপুত্র নদের পানি কমে যাওয়ায় ফুলছড়ি ও সদর উপজেলার চরবেষ্টিত এলাকায় নদীভাঙনে বিলীন হয়ে যাচ্ছে ঘর-বাড়িসহ ফসলি জমি। পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ও জিও টিউব ফেললেও তা দিয়ে ভাঙন রোধ সম্ভব হচ্ছে না। স্থায়ীভাবে নদীভাঙন রোধ করার দাবি স্থানীয়দের।
দেখা যায়, সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ও কাপাশিয়া ইউনিয়নে গত একমাসের মধ্যে তিস্তা নদীর ব্যাপক ভাঙনের মুখে পড়ে সম্পূর্ণ বিলীন হয়েছে পুটিমারী ও চর দরবস্তবাড়ি নামে দুইটি গ্রাম। এছাড়াও নদী তীরবর্তী ফুলমিয়ার বাজার, বাবুর বাজারসহ ৫টি গ্রামে ব্যাপক ভাঙন অব্যাহত আছে। এরইমধ্যে এসব এলাকার শত শত আবাদি জমিসহ বিলীন হয়েছে হাজারো বসতভিটা।
অন্যদিকে গাইবান্ধা সদর উপজেলার মোল্লাচর ইউনিয়নে প্রতিবছর নদীভাঙনে মানচিত্র থেকে বিলীনের পথে ইউনিয়নটি। সব হারিয়ে ভাঙন এলাকার মানুষ এখন মানবেতর জীবনযাপন করছে। ফসলি জমি, বসতভিটা হারিয়ে পথে বসেছে অনেক পরিবার।
গাইবান্ধায় অসময়ে নদীভাঙন শুরু হয়েছে। গত এক সপ্তাহ ধরে তিস্তা ও ব্রাহ্মপুত্র নদের পানি কমে
সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়নের ডাঙ্গার চর গ্রামের মো. জরিফ মিয়া বলেন, চরের প্রতিটি মানুষের বসতভিটা কমপক্ষে ৫ থেকে ৮ বার ভাঙনের শিকার হয়েছে। গত ১০ বছর ধরে সারা বছর নদীভাঙন চলমান রয়েছে। বর্তমানে উপজেলার হরিপুর, শ্রীপুর ও কাপাদসিয়া ইউনিয়নের বিভিন্ন চরে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। সরকারিভাবে ভাঙন রোধে জিও টিউব ও জিও ব্যাগ ফেলা হলেও তা দিয়ে ভাঙন রক্ষা করা সম্ভাব হচ্ছে না।
হরিপুরের কাশিম বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ.ব.ম. আব্দুল ওয়াহেদ সরকার বলেন, উজানের পলি জমে নদী ভরে তিস্তার গতিপথ পরিবর্তন হয়েছে। সেই কারণে তিস্তা অসংখ্য শাখা নদীতে রূপ নিয়েছে। যার জন্য সময়ে অসময়ে নদীভাঙন অব্যাহত রয়েছে। স্থায়ীভাবে নদীভাঙন রোধ করতে না পারলে চরের মানুষের কষ্ট কোনোদিন দূর হবে না।
গাইবান্ধায় অসময়ে নদীভাঙন শুরু হয়েছে। গত এক সপ্তাহ ধরে তিস্তা ও ব্রাহ্মপুত্র নদের পানি কমে
কাপাসিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মঞ্জু মিয়া বলেন, পানি কমলে উজানে আর পানি বাড়লে ভাটিতে ভাঙন দেখা দেয়। বর্তমানে উজানে ভাঙন অব্যাহত রয়েছে। স্থায়ীভাবে নদীভাঙন রোধে দীর্ঘদিন থেকে বিভিন্ন সংগ্রাম পরিষদ, এনজিও সংস্থা, স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, জনপ্রতিনিধি কাজ করলেও আজ পর্যন্ত কোনো প্রকার ব্যবস্থা গ্রহন করেনি সরকার। নদীভাঙনের শিকার পরিবারগুলোর কষ্টের সীমা নেই। তার ইউনিয়নের সবগুলো ওয়ার্ড নদীর চরে। চরের একটি পরিবার বছরে ৪ থেকে ৫ বার নদী ভাঙনের কবলে পড়ে থাকে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো সাহায্য সহযোগিতা করা হয় না। ভাঙনরোধে স্থায়ী ব্যবস্থা জরুরি হয়ে পড়েছে।
গাইবান্ধা সদর উপজেলার মোল্লারচর ইউনিয়নের সমাজসেবক শাহদাত হোসেন বলেন, নদী খনন, ড্রেজিং, সংরক্ষণ, মেরামত এবং শাসন ছাড়া তিস্তার ভাঙন রোধ করা সম্ভাব নয়। নদী খনন ও ড্রেজিং করে নদীর গতিপথ একমুখী করলে নদীভাঙন কমে যাবে। ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের জিও টিউব ও জিও ব্যাগ এখন কোনো কাজে আসছে না। চরের মানুষের হাহাকার দূর করতে হলে স্থায়ীভাবে ভাঙন রোধ করতে হবে। এ ব্যাপারে তিনি সরকারের ওপর মহলের নিকট জোর দাবি জানান। তা না হলে এই উপজেলার মানচিত্র পরিবর্তন হয়ে যাবে।
- অবশেষে তাহসানের বিয়ে নিয়ে মুখ খুললেন মিথিলা
- সাগর-রুনি হত্যার বিচার নিয়ে যা বললেন পরিবেশ উপদেষ্টা
- লন্ডনে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে যা জানা গেল
- যমুনা রেলসেতু দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু
- দুই বিভাগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির আভাস
- বইমেলায় তসলিমার বই নিয়ে স্টলে উত্তেজনা, যা হয়েছিল
- বৃহস্পতিবার ১৩ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- চলে গেলেন প্রখ্যাত স্থপতি লাইলুন নাহার একরাম
- আজও ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’
- দেড় লাখ ছুঁয়েছে স্বর্ণের ভরি
- বিমানের ভাড়া নিয়ে মন্ত্রণালয়ের পরিপত্র জারি
- বন্দিদের মুক্তি না দিলে গাজায় ফের যুদ্ধ শুরুর হুমকি নেতানিয়াহুর
- আশুলিয়ায় দম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার
- বইমেলার স্টলে হামলায় দোষীদের আইনের আওতায় আনার নির্দেশ
- রাজবাড়ীতে হালি পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরা
- জুরিবোর্ডে ইলিয়াস কাঞ্চন ও বাঁধন
- ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি রিভা গ্রেপ্তার
- ফেসবুকে কত ভিউ হলে কত টাকা আয় হয়?
- মূল্যস্ফীতি ৫ শতাংশের নিচে নেমে আসবে: গভর্নর
- ভয়ংকর মাদকে আসক্ত তিশা-টয়া-সাফা!
- নারী ক্রিকেটে জ্যোতির ইতিহাস
- এই শীতেও প্রতিদিন পর্যাপ্ত পানি খাচ্ছেন তো?
- বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপ নিয়ে গেল ভারত
- ক্যারিবিয়ানদের বিপক্ষে টাইগারদের সিরিজ জয়
- দেশীয় ওটিটিতে জয়া আহসান
- অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপে সুপার ফোরে বাংলাদেশ
- সংসার পাততে সপরিবারে ভারত ছাড়ছেন কোহলি
- প্রথম নারী ক্রিকেটার হিসেবে স্মৃতি মান্ধানার কীর্তি
- নগরীর অভিজাত তারকা হোটেলে ক্রিসমাস
- রাজধানীতে বুধবার যেসব এলাকার মার্কেট বন্ধ