ঢাকা, রবিবার ২২, ডিসেম্বর ২০২৪ ১৬:৪৭:০১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
গাজীপুরে গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ নারীর মৃত্যু আবারও মেট্রোরেলের এককযাত্রার টিকিট বিক্রি শুরু পঞ্চগড়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৯.৮ ডিগ্রি ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ১০ যানবাহনের, বহু হতাহতের শঙ্কা রাশিয়ায় বহুতল ভবনে ৯/১১ স্টাইলে ড্রোন হামলা

গাজীপুরে গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪২ এএম, ২২ ডিসেম্বর ২০২৪ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার ভাংনাহাটি গ্রামে গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ শামসুন নাহার নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকার জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শামসুন নাহারের চাচা মো. নইমুদ্দিন ফকির। একই ঘটনায় নিহতের ছেলে মো. সানোয়ার হোসেন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতের চাচা মো. নইমুদ্দিন ফকির বলেন, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চিকিৎসক শামসুন নাহারকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ বাড়িতে নেয়ার প্রস্তুতি চলছে।

এর আগে, শনিবার সকালে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে ভাংনাহাটি গ্রামের আবুল হোসেনের বাড়িতে আগুন ধরে যায়। এতে তার স্ত্রী শামসুন নাহার (৩৫) ও ছেলে মো. সানোয়ার হোসেন (১৬) দগ্ধ হন। পরে গুরুতর অবস্থায় তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল বলেন, বাসায় গ্যাস সিলিন্ডার থেকে আগুনে মা ও ছেলে দ্গ্ধ হলে তাদেরকে উদ্ধার করে ঢাকায় নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শামসুন নাহার মারা গেছেন বলে শুনেছি।