ঢাকা, মঙ্গলবার ২৪, ডিসেম্বর ২০২৪ ৭:০১:০৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পদ্মাসেতু দিয়ে ঢাকা-খুলনা ট্রেন উদ্বোধন আগামীকাল শেখ হাসিনাকে ফেরাতে ঢাকার চিঠি গ্রহণ করলো দিল্লি স্বামীসহ সাবেক এমপি হেনরীর বিরুদ্ধে মামলা ৪ বিভাগে বৃষ্টির আভাস, কমবে রাতের তাপমাত্রা নারী ক্রিকেটে জ্যোতির ইতিহাস মেয়াদোত্তীর্ণ ভিসা নিয়ে দেশে ৩০ হাজার বিদেশি গাজীপুরে বোতাম কারখানায় আগুন: নিহত বেড়ে ৩ আজ রাজধানীতে যান চলাচলে ডিএমপির নির্দেশনা ব্রিটেনে টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ

গাজীপুরে বোতাম কারখানায় আগুন: নিহত বেড়ে ৩

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০২ পিএম, ২৩ ডিসেম্বর ২০২৪ সোমবার

ছবিঃ সংগৃহীত।

ছবিঃ সংগৃহীত।

বোতাম তৈরি কারখানায় গাজীপুরের শ্রীপুরে আগুনে নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। আজ সোমবার সকালে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার সকালে কারখানা থেকে একজনের মরদেহ উদ্ধারের তথ্য জানানো হয়। তাৎক্ষণিকভাবে শ্রীপুর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

নিহত তিনজনের মধ্যে একজনের পরিচয় জানিয়েছেন ওসি। তিনি বলেন, আগুনে নিহত তিনজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম মজলুম মিয়া, বাড়ি লালমনিরহাট জেলায়। বাবার নাম বাবলু মিয়া।

এদিকে, রোববার রাতে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন দুইজনের মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করে জানিয়েছিলেন, রোববার রাত পর্যন্ত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে করা হয়েছে। মরদেহ দুটি আগুনে পুড়ে বিকৃত হয়ে গেছে।

তাই মরদেহ দুটোর পরিচয় নিশ্চিত করা যাচ্ছে না। ধারণা করছি প্রথম দিকে যে বিস্ফোরণ হয়েছে তখনই তাদের মৃত্যু হতে পারে।