ঢাকা, রবিবার ২৪, নভেম্বর ২০২৪ ৭:৩৭:২৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সাময়িক বন্ধের পর খুললো যমুনা ফিউচার পার্ক ডেঙ্গুতে আরও ১০ জনের প্রাণ গেল ডেঙ্গুতে এ বছরেই ৫১ শিশুর প্রাণহানি মাকে হত্যা করে থানায় হাজির ছেলে আমদানির সাড়ে তিনগুণ দামে বাজারে বিক্রি হচ্ছে আলু ঢাকায় আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল সাতক্ষীরায় সাফজয়ী তিন নারী ফুটবলারের গণসংবর্ধনা

গুগল আপনার সব কথা শুনছে নাতো?

প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৫৯ পিএম, ২ মে ২০২৩ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

অ্যান্ড্রয়েড নির্মাতা গুগল তাদের সফ্টওয়্যার চালিত সমস্ত ফোনেই নিজস্ব সমস্ত পরিষেবা প্রদান করে। এক্ষেত্রে স্মার্টফোনে বিভিন্ন গুগল প্লে পরিষেবাগুলোর সাথে বাই-ডিফল্ট অ্যাক্টিভেট থাকে গুগল অ্যাসিসটেন্ট ফিচারও, যা ইউজারদের ভয়েস কমান্ডের মাধ্যমে বিভিন্ন কাজ করতে দেয়। কিন্তু এই ফিচারের অনেক সুবিধা থাকলেও, অনেকেই এটি ব্যবহার করেন না। আবার অনেক ইউজার দাবি করেন যে, এই গুগল অ্যাসিসটেন্টের মাধ্যমে সংস্থা তাদের কথোপকথনে শুনতে পায় আর সেইসব কথার (পড়ুন ডেটা) ওপর ভিত্তি করে বিজ্ঞাপন দেখায়।

তা ছাড়া এই ফিচারের কারণে মাইক্রোফোন সবসময় সক্রিয় থাকে। এই সমস্ত কারণ মিলিয়ে স্বাভাবিকভাবেই এই ফিচারটি অফ করে রাখার প্রসঙ্গ চলে আসে। সেক্ষেত্রে আপনিও যদি নিজের অ্যান্ড্রয়েড হ্যান্ডসেটে গুগল অ্যাসিসটেন্ট ফিচার বন্ধ রাখার কথা ভাবেন, তাহলে এমনটা করতেই পারেন–আর সেটা খুব সহজ উপায়েই।


এই সহজ ধাপগুলো অনুসরণ করে অ্যাসিসটেন্ট-এ বন্ধ রাখুন গুগল অ্যাসিসটেন্ট ফিচার-

আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে গুগল অ্যাসিস্ট্যান্ট ফিচার ডিস্যাবেল রাখতে প্রথমে ফোন/ট্যাবলেটে গুগল অ্যাপটি খুলুন।
এরপর ওপরের ডানদিকে প্রোফাইল পিকচার আইকনে ক্লিক করুন এবং পরবর্তী মেনু থেকে ‘সেটিংস’ (Settings) অপশনে যান।
এখানে প্রদত্ত ‘গুগল অ্যাসিস্ট্যান্ট’ অপশনে ক্লিক করুন।
এই সেকশনের সাব-মেনু থেকে ‘জেনারেল’ (General) অপশন নির্বাচন করুন এবং প্রদর্শিত টগলটি বন্ধ করুন। এতে করে গুগল অ্যাসিস্ট্যান্ট বন্ধ হয়ে যাবে।
উল্লেখ্য, এই ফিচার বন্ধ করার পাশাপাশি আপনি এর পুরোনো ডেটা বা অ্যাসিস্ট্যান্ট হিস্ট্রি চাইলে মুছে ফেলতে পারবেন। এর জন্য আপনাকে myactivity.google.com ওয়েবসাইটটির সাহায্য নিতে হবে। তবে মনে রাখবেন, একবার আপনি ফোনে বা ডিভাইসে গুগল অ্যাসিস্ট্যান্ট বন্ধ করলে, তা পুনরায় সক্রিয় না করা অবধি কিন্তু ভয়েস সার্চ জাতীয় পরিষেবাগুলো ব্যবহার করতে পারবেন না। এ ছাড়া ব্যবহার করা যাবে না অ্যাম্বিয়েন্ট মোড এবং স্ন্যাপশটের মত বৈশিষ্ট্যগুলোও৷