ঢাকা, বৃহস্পতিবার ২৩, জানুয়ারি ২০২৫ ৪:১৬:৫৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাড়ল স্বর্ণের দাম বিশ্ব সরকার সম্মেলনে আমন্ত্রণ পেলেন ড. ইউনূস স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের সুপার সিক্সে টাইগ্রেসরা ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বিশ্বকাপের দৌড়ে টিকে রইল বাংলাদেশ জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ নিজে নিজে হাঁটতে পারছেন খালেদা জিয়া

গৃহকর্মীদের জন্য অগ্নি নির্বাপণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৫৪ পিএম, ২২ জানুয়ারি ২০২৫ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আজ রাজধানীর কড়াইল আনসার ক্যাম্প সংলগ্ন মাঠে ২০০ জন গৃহকর্মীর উপস্থিতিতে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 
ডিএসকে পরিচালিত সুনীতি প্রকল্পের উদ্যোগে আয়োজিত এ সভাটি বাড্ডা হাব আয়োজিত হয়। সভার মূল উদ্দেশ্য ছিল গৃহকর্মীদের অধিকার, সুরক্ষা ও মর্যাদা রক্ষা এবং অগ্নি নির্বাপণ প্রস্তুতির গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্কের সমন্বয়ক আবুল হোসেন, ফায়ার সার্ভিস ইনচার্জ সৈয়দ মনিরুল ইসলাম, বনানী থানার প্রতিনিধি নাজমুল ইসলাম, এবং অক্সফ্যামের প্রকল্প সমন্বয়ক তারেক আজিজ।

স্বাগত বক্তব্য ও গৃহকর্মীদের নীতিমালা বাস্তবায়ন এবং আইন অন্তর্ভুক্তির বিষয়ে গুরুত্বারোপ করেন। সুনীতি প্রকল্পের কার্যক্রম এবং লক্ষ্য নিয়ে আলোচনা করেন প্রকল্প ব্যবস্থাপক আফরিন আক্তার সুনীতি প্রকল্প,ডিএসকে সুনীতি প্রকল্প।

ফায়ার সার্ভিস ইনচার্জ সৈয়দ মনিরুল ইসলাম অগ্নিকাণ্ডের কারণ এবং প্রতিরোধ কৌশল নিয়ে বিশদ আলোচনা করেন।

গৃহকর্মী আইরিন ও মোর্শেদা আক্তার জানান, সুনীতি প্রকল্পের জীবন দক্ষতা প্রশিক্ষণের মাধ্যমে তারা অধিকার ও মর্যাদা সম্পর্কে সচেতন হয়েছেন।

শ্রম সংশোধনীতে গৃহকর্মীদের আইনে অন্তর্ভুক্তির প্রস্তাবের বিষয়ে বক্তব্য দেন বাংলাদেশ ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক ইদ্রিস আলী।

সভায় বিশেষ অতিথি তারেক আজিজ বলেন, “৪০ লক্ষ গৃহকর্মীর মাধ্যমে ৪০ লক্ষ পরিবার সুরক্ষিত থাকবে, এটি আমাদের সম্মিলিত প্রয়াসের লক্ষ্য।”

অন্তিমে, একটি অগ্নি নির্বাপণ মহড়া আয়োজনের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।