গ্রামীণ নারীদের স্বাবলম্বী হতে সহায়তা করবে মহিলা বিষয়ক অধিদপ্তর
নাসিমা মীর, বগুড়া প্রতিনিধি | উইমেননিউজ২৪.কমআপডেট: ১২:১৭ পিএম, ১ নভেম্বর ২০১৭ বুধবার
প্রত্যন্ত গ্রামীণ নারীদের স্বাবলম্বী করার উদ্যোগ নিয়েছে মহিলা বিষয়ক অধিদপ্তর।
আগামী ১ নভেম্বর থেকে নারীদের বিভিন্ন আয় বর্ধক প্রশিক্ষণ দিতে যাচ্ছে মন্ত্রনালয়।
গ্রামের নারীদের জন্য ‘উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক প্রশিক্ষণ’ শীর্ষক প্রকল্পের কার্যক্রমের জন্য ইতোমধ্যে বিভিন্ন প্রস্তুতিও গ্রহণ করা হয়েছে।
মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিকল্পনা শাখা থেকে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তাদের কাছে পাঠানো ওই চিঠিতে বলা হয়, ১৬ থেকে ৪৫ বছর বয়সী নারীরা তিন মাস মেয়াদী এই প্রশিক্ষণ নিতে পারবেন। দেশের ৪২৬ উপজেলায় তিন বছরে ২ লাখ ৪ হাজার ৪৮০ জন নারীকে এই প্রশিক্ষণ দেওয়া হবে। উপজেলাগুলোতে প্রতি ব্যাচে ৪০ জন করে তিন বছরে ৪৮০ জন নারীকে এই প্রশিক্ষণগুলো দেওয়া হবে। উপজেলা নারী ভাইস চেয়ারম্যান এই প্রশিক্ষনার্থীদের বাছাই করে প্রশিক্ষনের জন্য মনোনীত করবেন। আর প্রশিক্ষক নির্বাচন করার জন্য ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি থাকবে।
ওই কমিটির মনোনীত প্রার্থীর ঢাকায় নাম মহিলা অধিদপ্তরে পাঠানো হলে সেখান থেকে নিয়োগ দেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
এছাড়া চিঠিতে আরও জানানো হয়, ১৪টি ট্রেডে প্রশিক্ষণগুলো অনুষ্ঠিত হবে। ট্রেডগুলোর মধ্যে রয়েছে ইলেকট্রনিক ইকুপমেন্ট ট্রেনিং, ফ্রন্টডেস্ক ম্যানেজমেন্ট, মোটর ড্রাইভিং ট্রেনিং, ট্যুরিস্ট গাইড ট্রেনিং, ফ্যাশন ডিজাইনার, সেলস্ম্যানশিপ, ভারমিন কম্পোজ ট্রেনিং, বিউটিফিকেশন, মোবাইল সার্ভিসিং এন্ড রিপেয়ারিং ট্রেনিং, ব্লক-বাটিক, টেইলারিং, শতরঞ্জি- ক্রিস্টাল শোপিস- ডেকোরেটেড মোমবাতি তৈরির ট্রেনিং, উলের পোশাক-মাশরুম- মৌমাছি পালনের ট্রেনিং এবং হাউস কিপিং। ১৪টি ট্রেড থাকলেও প্রতিটি উপজেলা ২টি করে ট্রেড বেছে নিয়ে এই প্রশিক্ষণ দেবে।
বগুড়ার ১২টি উপজেলার মধ্যে সদর ছাড়া ১১টি উপজেলায় এই কার্যক্রম শুরু হতে যাচ্ছে।
এ বিষয়ে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শহীদুল ইসলাম উইমেননিউজকে জানান, বগুড়ার ১১টি উপজেলার জন্য ৭৭ লাখ ৯২ হাজার ৮শ’ টাকার বাজেট ধরা হয়েছে। বাড়িভাড়া, আসবাবপত্র এং প্রশিক্ষণের সরঞ্জামাদিসহ উপজেলাগুলো থেকেই পৃথকভাবে এই বাজেটগুলো পাঠানো হয়েছে।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক প্রশিক্ষণ প্রকল্পের প্রকল্প পরিচালক মিজানুর রহমান জানান, আগামী মাসের ১ তারিখ থেকে এই প্রকল্প শুরু হওয়ার কথা থাকলেও ২-১ দিন হয়তো আগে পরে হতে পারে।
তিনি বলেন, এই প্রকল্পেরর জন্য প্রশিক্ষকও নিয়োগ দেওয়া হবে অস্থায়ী ভাবে। ১ বছরের মধ্যে তারা যদি ভালো কাজ দেখাতে পারেন, তবে পরবর্তী বছরগুলোর জন্য তাদের রাখা হবে।
- লঘুচাপটি নিম্নচাপে পরিণত, যেমন থাকবে আবহাওয়া
- ২০ লাখ অ্যাকাউন্ট বন্ধ করলো মেটা
- সর্দি-জ্বরে বেহাল দশা? স্বস্তি মিলবে ঘরোয়া উপায়ে
- পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, তাপমাত্রা নামল ১৩ ডিগ্রিতে
- শীতে ত্বক ভালো রাখবেন যেভাবে
- ‘সাগরের তীর থেকে’ খ্যাত গানের শিল্পী জীনাত রেহানা হাসপাতালে
- ব্রাজিলে বাস খাদে পড়ে ২৩ জনের প্রাণহানী
- বগুড়ায় আগাম জাতের আলু চাষ
- ঢাকার বাতাস আজ ‘ঝুঁকিপূর্ণ’
- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে গেজেট প্রকাশ
- হাসপাতালে ওষুধ কোম্পানির প্রতিনিধিরা আর ঢুকতে পারবে না
- ‘মেগা মানডে’ ঘোষণা, ঢাকা কলেজের সব ক্লাস বন্ধ
- স্কলাসটিকায় ঠাকুর’মার ঝুলির নাটক মঞ্চস্থ
- পাবনায় শিমের ভালো ফলনে কৃষকের ঘুরে দাঁড়ানোর চেষ্টা
- পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব জব্দ
- জেনে নিন বিমানবন্দর নেই যে সব দেশে
- ঘুরে আসুন পানামসহ না.গঞ্জের পাঁচটি পর্যটন স্পট
- আজ পহেলা অগ্রহায়ণ, হেমন্তকাল শুরু
- বিশ্ব হার্ট দিবস আজ
- হেমন্তে ছাতিম ফুল সুগন্ধ ছড়িয়ে যায়
- শান্তিতে নোবেল পেল জাপানের মানবাধিকার সংস্থা নিহন হিদানকিও
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন আজ
- ‘রিমান্ড’-এ মম
- রাজু ভাস্কর্যের নারী প্রতিকৃতিতে হিজাব, যা জানা গেলে
- পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে ঘুরে দাঁড়াল ভারতের মেয়েরা
- সৈয়দ শামসুল হকের ৮ম মৃত্যুবার্ষিকী আজ
- নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১১২
- জীবনে প্রেম এসেছে ৬ বার: স্বস্তিকা
- পঞ্চগড় থেকে দেখে আসুন কাঞ্চনজঙ্ঘা
- গৃহশ্রমিক মেয়েদের দিন কষ্টে কাটে