ঢাকা, সোমবার ২৫, নভেম্বর ২০২৪ ১২:২৬:৪৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, তাপমাত্রা নামল ১৩ ডিগ্রিতে ব্রাজিলে বাস খাদে পড়ে ২৩ জনের প্রাণহানী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে গেজেট প্রকাশ পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব জব্দ ১০ সাংবাদিকের ব্যাংক হিসাব জব্দ মিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৭ ইসরায়েলি হামলায় গাজায় ৩৮, লেবাননে ৩৩ প্রাণহানী

ঘূর্ণিঝড় মিগজাউম:চেন্নাইয়ে ৫জনের প্রাণহানী, স্কুল-কলেজ বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫৭ এএম, ৫ ডিসেম্বর ২০২৩ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

শক্তিশালী ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে ভারতের চেন্নাইয়ে অন্তত পাঁচজন প্রাণ হারিয়েছেন। এছাড়াও ভারি বৃষ্টিতে রাজ্যের বিভিন্ন এলাকা তলিয়ে যাওয়ায় স্কুল-কলেজ ও সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে। ইতোমধ্যে মঙ্গলবার (৫ ডিসেম্বর) ঘূর্ণিঝড়টি স্থলভাগে আঘাত হেনেছে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শক্তিশালী ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে ভারতের তামিলনাড়ু রাজ্যের চেন্নাই, কাঞ্চিপুরামসহ বিভিন্ন জেলায় প্রবল বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। শহরগুলোর বেশিরভাগ অংশ পানিতে তলিয়ে গেছে। এছাড়াও অনেক জায়গায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। ভারি বৃষ্টিপাতের প্রভাবে এরইমধ্যে চেন্নাইয়ে পাঁচজনের প্রাণহানি হয়েছে।এছাড়াও  চেন্নাই, চেঙ্গালপট্টু, কাঞ্চিপুরম, নাগাপত্তনম, কুড্ডালোর, তিরুবাল্লুর জেলায় ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 

চেন্নাই পুলিশ জানিয়েছে, ভারি বৃষ্টিতে শহরে পাঁচজনের মৃত্যুর খবর পেয়েছে তারা।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ মঙ্গলবার অন্ধ্রপ্রদেশের নেল্লোর এবং মছলিপত্তনমের মাঝখান দিয়ে স্থলভাগে আছড়ে পড়বে মিগজাউম। তখন তার গতি ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার হতে পারে। ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকতে পারে ১১০ কিলোমিটার।


 এদিকে, কর্মীরা যাতে বাড়ি বসে কাজ করতে পারেন, বেসরকারি সংস্থাকে সেই অনুমতি দিতে বলেছে রাজ্য সরকার। উপকূলবর্তী এলাকায় পাঁচ হাজার ত্রাণ শিবির খোলা হয়েছে। মুখ্যমন্ত্রী এমকে স্টালিন পরিস্থিতির উপর নজর রাখছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে ফোন করে সবধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন।