ঢাকা, মঙ্গলবার ২৬, নভেম্বর ২০২৪ ১৯:৪৫:২২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কুমিল্লায় ট্রেনের ধাক্কায় নারীসহ ৫ অটোরিকশা যাত্রী নিহত ভারত থেকে আলু ও পেঁয়াজ আমদানি বন্ধ, বেড়েছে দাম গ্রীসে অভিবাসীদের নৌকাডুবি: ৬ শিশুর মরদেহ উদ্ধার ১৫ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে নীলফামারী বঙ্গোপসাগরে নিম্নচাপ, বন্দরগুলোতে সতর্ক সংকেত খালেদা জিয়াকে উমরাহ পালনের আমন্ত্রণ জানাল সৌদি আরব পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, তাপমাত্রা নামল ১৩ ডিগ্রিতে

চলে গেলেন আমেরিকান জনপ্রিয় অভিনেত্রী এস্টেল হ্যারিস

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২৬ এএম, ৪ এপ্রিল ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জন্ম হয়েছিল এস্টেল হ্যারিসের। তার যৌবন কেটেছে পিটসবার্গে। এই শহরেই তার বাবার চকলেটের দোকান থাকায় বেশ সময় কেটেছে তার বাবার সঙ্গে। সেই তখন থেকেই স্কুলে পড়াকালীন বিভিন্ন সময়ে বিভিন্ন নাটকে অভিনয় শুরু করেছিলেন তিনি।

ছোট্ট বয়সেই তিনি বুঝতে পারেন, কথা বলার মাধ্যমে মানুষকে তিনি হাসাতে পারছেন। এরপরই অভিনয়ের প্রতি তার ঝোক বাড়তে থাকে। ধীরে ধীরে টেলিভিশনে সুযোগ পান তিনি। এরপর পুরোদমে অভিনয় শুরু করে হয়ে উঠেন জনপ্রিয় মুখ।

সেই প্রিয় মুখের অবসান ঘটল। ৯৩ বছর বয়সে তিনি শনিবার ২ এপ্রিল সন্ধ্যায় ক্যালিফোর্নিয়ার পাম ডেসার্টে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। ১৯৮৯ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত কৌতুক টেলিভিশন সিরিজ ‘সাইনফিল্ড’-এ অভিনয় করে দর্শকের মন জয় করেছিলেন এস্টেল হ্যারিস। তার সরু, তীক্ষ্ণ গলার আওয়াজ আজও ‘সাইনফিল্ড’-প্রেমীদের কানে ভাসে।

তা ছাড়া ‘টয় স্টোরি’তে ‘মিসেস পোট্যাটো হেড’-একক চরিত্রে ডাব করেছিলেন এস্টেল। অভিনয় করেছেন আরও এক কৌতুক ঘরানার টেলিভিশন সিরিজ, ‘দ্য স্যুট লাইফ অব জ্যাক অ্যান্ড কোডি’তে। সেগুলোতেও তার কাজ প্রশংসিত হয়। এছাড়া ছোটদের জন্যও বেশ জনপ্রিয় মুখ ছিলেন তিনি।