ঢাকা, মঙ্গলবার ২৬, নভেম্বর ২০২৪ ১৯:২২:২০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কুমিল্লায় ট্রেনের ধাক্কায় নারীসহ ৫ অটোরিকশা যাত্রী নিহত ভারত থেকে আলু ও পেঁয়াজ আমদানি বন্ধ, বেড়েছে দাম গ্রীসে অভিবাসীদের নৌকাডুবি: ৬ শিশুর মরদেহ উদ্ধার ১৫ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে নীলফামারী বঙ্গোপসাগরে নিম্নচাপ, বন্দরগুলোতে সতর্ক সংকেত খালেদা জিয়াকে উমরাহ পালনের আমন্ত্রণ জানাল সৌদি আরব পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, তাপমাত্রা নামল ১৩ ডিগ্রিতে

চিন্তাধারাকে সরাসরি কথায় রূপান্তরের গবেষণায় সফলতা

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৪ পিএম, ৩০ জানুয়ারি ২০১৯ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

মানুষের চিন্তাধারাকে সরাসরি কথায় রূপান্তর করার পদ্ধতি বের হয়েছে। এ পদ্ধতি কেবল চিকিৎসা নয় বরং যোগাযোগের ক্ষেত্রেও বৈপ্লবিক পরিবর্তন আনবে বলে ধারণা করা হচ্ছে।

নিউ ইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের স্নায়ু-প্রকৌশলী বা নিউরো-ইঞ্জিনিয়াররা এ পদ্ধতি বের করেছেন। এ জন্য তারা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই’র সহায়তা নিতে হয়েছে।

কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের মরটিমার বি. জুকেরম্যান মাইন্ড ব্রেইন বিহেভিয়ার ইন্সটিটিউটে এ গবেষণা চালানো হয়। গবেষণায় অংশগ্রহণকারী ব্যক্তির মস্তিষ্কের তৎপরতা পর্যবেক্ষণ করা হয়েছে এবং এর ভিত্তিকে এআইকে অর্থবহ বাক্য তৈরির প্রশিক্ষণ দেয়া হয়েছে। এ সংক্রান্ত গবেষণা-পত্র প্রকাশ করেছে সায়েন্টিফিক জার্নাল।

গবেষকরা আশাবাদ ব্যক্ত করেছেন যে রোগ বা আঘাতজনিত কারণে সে সব রোগীর বাক-সক্ষমতা বাধাগ্রস্ত হয়েছে এ গবেষণার প্রথম সুফল পাবেন তারা।

এ গবেষণা-পত্র তৈরির সঙ্গে জড়িত ড. নিমা মেসগারানি বলেন, যথাযথ প্রযুক্তির মাধ্যমে এ ধরণের রোগীদের চিন্তাধারাকে কথায় প্রকাশ করা যাবে এবং যে কোনো শ্রোতা সে কথা শুনে বুঝতে পারবেন। এ গবেষণায় ভোকোডার নামে পরিচিত কম্পিউটার অ্যালগরিদম ব্যবহার করা হয়েছে। কথা বলার জন্য কম্পিউটার এ অ্যালগরিদমের সহায়তায় নেয়।

অ্যামাজন ইকো এবং অ্যাপেল সিরি একই প্রযুক্তি ব্যবহার করে আমাদের প্রশ্নের জবাব দেয়।

এ গবেষণায় অন্যতম সহায়তাকারী ছিলেন লং আইল্যান্ডের নর্থওয়েল হেলথ নিউরোসায়েন্স ইন্সটিটিউটের নিউরোসার্জন ডা. অশেষ দিনেশ মেহতা। গবেষণা-পত্রের সহকারী লেখকও তিনি।

এ ক্ষেত্রে আগের যে কোনো গবেষণা থেকে কলাম্বিয়ার গবেষণা অনেক বেশি সফল হয়েছে। একে আরো উন্নত করার চেষ্টায় মেতে উঠেছেন গবেষকরা। সূত্র : পার্সটুডে

-জেডসি