ঢাকা, মঙ্গলবার ২৬, নভেম্বর ২০২৪ ৪:৫৩:৫৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, তাপমাত্রা নামল ১৩ ডিগ্রিতে ব্রাজিলে বাস খাদে পড়ে ২৩ জনের প্রাণহানী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে গেজেট প্রকাশ পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব জব্দ ১০ সাংবাদিকের ব্যাংক হিসাব জব্দ মিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৭ ইসরায়েলি হামলায় গাজায় ৩৮, লেবাননে ৩৩ প্রাণহানী

জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে উঠছে ফেসবুক

ডেস্ক রিপোর্ট | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩৭ এএম, ২০ আগস্ট ২০২০ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

গত এক বছরে মানুষ ৩৮০ কোটি বার ফেসবুকে ভুল তথ্য দেখেছে এবং এটি চরমে পৌঁছেছে কোভিড-১৯ মহামারির সবচেয়ে সংকটজনক সময়ে।

আভায নামের একটি সংগঠন এই সমীক্ষা রিপোর্ট তৈরি করেছে। তারা বলছে, ফেসবুক জনস্বাস্থ্যের জন্য এক বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।

ডাক্তাররা হুঁশিয়ারি দিচ্ছেন, সোশ্যাল মিডিয়ায় টিকা সম্পর্কে যেসব অপপ্রচার চালানো হচ্ছে তার ফলে যখন করোনাভাইরাসের টিকা খুঁজে পাওয়া যাবে, তখন হয়তো অনেক মানুষ এই টিকা নিতে চাইবে না।

তবে ফেসবুক কর্তৃপক্ষ বলছে, তারা যেসব পদক্ষেপ নিয়েছে, তা এই রিপোর্টে প্রতিফলিত হয়নি।

এক বিবৃতিতে ফেসবুক বলেছে, “অপপ্রচার রুখতে আভাযের এই লক্ষ্যের সঙ্গে আমরাও একমত। কিন্তু গত এপ্রিল হতে জুন পর্যন্ত আমরা কোভিড-১৯ এর ব্যাপারে ভুল তথ্য সম্বলিত ৯ কোটি ৮০ লাখ পোস্টের বিরুদ্ধে সতর্কবাণী দিয়েছি এবং ৭০ লাখ পোস্ট সরিয়ে নিয়েছি। এটা করা হয়েছে বিশ্বজুড়ে আমাদের ‘ফ্যাক্ট চেকার্স’ বা তথ্য যাচাইকারীদের নেটওয়ার্কের মাধ্যমে।”

-জেডসি