জলবায়ু পরিবর্তন : কিছু কথা
ফরিদা আখতার | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৭ এএম, ১১ নভেম্বর ২০১৯ সোমবার
ফরিদা আখতার
ক্লাইমেট চেঞ্জ, বাংলায় জলবায়ু পরিবর্তন কোনটাই সহজভাবে বোঝার বিষয় নয় বলেই বিশেষজ্ঞরা একটা ভাব করে থাকেন। বুঝবে বিশেষজ্ঞরা আর ভুগবে সাধারণ মানুষ। অন্যদের দোষ দেব না, আমি নিজেও ক্লাইমেট চেঞ্জ বুঝতে গিয়ে গুগল ঘাঁটাঘাটি কম করি নি। অবশ্য, বিশেষজ্ঞ পর্যায়ের সিদ্ধান্তগুলো সম্পর্কে খবর রাখতেই হয়। তাই সেগুলো পড়েছি। কিন্তু তবুও আমার জানার দরকার আমাদের মানুষ ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তন কেমন করে বোঝে। তারই দুএকটি উদাহরণ দিচ্ছি:
মৌসুমি এখনো পড়াশোনা করছে। টাঙ্গাইলের গ্রামেই বড় হয়েছে, এখন অনার্স পড়ছে, চাকুরিও করছে। তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা জলবায়ু পরিবর্তন প্রথম কবে শুনেছো? দ্রুত উত্তর দিল, আপনাদের কাছে। আমি বললাম না, সেটা জানতে চাই নি। আগে কি কখনো ঋতু পরিবর্তন বা শীত-গরম কম বেশি হওয়া টের পেয়েছো? আবারও ঝটপট উত্তর। ‘আমরা যে ছয়টা ঋতুর কথা পড়েছি তা এখন আর নাই। বর্ষার পর শীত আসার আগে যে একটা মৌসুম ছিল তা এখন কেমন জানি হারিয়ে গেছে। মনে হয় ঋতু চারটা হয়ে যাবে, নাকি তিনটা হবে। সেই চিন্তা করি’। আমি তবু তাকে আর একটু জিজ্ঞেস করি। এমন কোন ঘটনা মনে পড়ে যাতে তুমি বুঝেছিলে যে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে? এবার সে একটু নড়েচড়ে বসলো। একটু লাজুক হাসি দিয়ে বললো। সে যখন ক্লাস ফাইভে পড়ে তখন স্কুলে বার্ষিক পরীক্ষা (নভেম্বর মাসে) দিতে যাবার সময় একটা নীচু জায়গা পার হতে হয়েছিল হাঁটুর ওপর জামা তুলে। অথচ এর আগের বছর তা করতে হয় নি। সেবার তার খুব মন খারাপ হয়েছিল। কেন এখানে এতো পানি ছিল, কেন এই সময় বৃষ্টি হোল, কেন তাকে জামা তুলে হাটতে হোল যা তার এই বয়সে সে দেখেনি। এই প্রশ্ন সে তার শিক্ষককে করেছিল। শিক্ষক তাকে বুঝিয়ে ছিলেন এখন আবহাওয়ার পরিবর্তন হচ্ছে এবং আরও হবে।
চুমকি কুষ্টিয়ার দৌলতপুরের মেয়ে, গ্রাজুয়েট। তাকেও একই প্রশ্ন করলাম। সে বললো তাদের বাড়ী মাথাভাঙ্গা নদী নদীর পাড়ে; পদ্মা নদীর সাথে যুক্ত। ছোট বেলা থেকে দেখে আসছে বন্যার সময় এই নদীর পানি ঘোলা হয়ে যায়, আবার বন্যা চলে গেলে নদীর পানি একেবারে স্বচ্ছ হয়ে যায়। পানি দেখতে খুব সুন্দর তখন সবাই আনন্দ করে নদীর পানিতে গোসল করে। কিন্তু একবার দেখলো বন্যা শেষ হয়েছে, পানিও স্বচ্ছ হয়ে গেছে। কিন্তু হঠাৎ করেই আবার পানি ঘোলা হয়ে গেল। তাদের আর গোসল করা হোল না। মন খারাপ করে স্কুলের শিক্ষকের কাছে জানতে চাইল নদীর পানি আবার ঘোলা হোল কেন? তখন শিক্ষক জানালেন ভারতে বন্যা হয়েছে তাই ফারাক্কা বাঁধ খুলে দিয়েছে। তাই আমাদের নদীতে পানি বেড়ে গেছে, বন্যার মতো। পানিও ঘোলা হয়েছে। চুমকি বুঝলো আগে প্রাকৃতিকভাবে পানি ঘোলা হোত এখন মানুষের সিদ্ধান্তে নদীর পানি ঘোলা হয়েছে। সে আরও বুঝলো কোথাও আবহাওয়ার এদিক ওদিক হলে আমাদের ওপর তার রেশ এসে পড়ে।
নয়াকৃষির কৃষকরা তাদের ফসলের ভাল মন্দ দিয়ে জলবায়ু পরিবর্তন বোঝে। রিনা বেগম, শাহানাজ ও মন্টু মিয়া একটি সভায় জলবায়ু প্রসঙ্গে বলেন, গত বছরের (২০১৮) শীতের শুরুতে আবহাওয়া ভালো ছিল। অন্য বছরে কার্তিক মাসের শেষে থেকে পুরো অগ্রহায়ন মাস কুয়াশায় ঢাকা থাকে। এবছর কুয়াশা নাই। রসুন, খেশারী ও গমের জন্য অনেক ভালো সময়। এই ফসল গুলো বুনার সময় যদি বেশি কুয়াশা থাকে তাহলে ফসল গজাতে অনেক সমস্যা হয়। গাছ গজানোর পর বেশি কুয়াশা হলে সমস্যা হয়, গাছের মাথা লাল হয়ে যায়। এবছর এরকম কোন সমস্যা নাই। তাই রসুন চাষী হিশেবে তারা খুশি।
কৃষক শ্যামল বলেন অন্যকথা। কুয়াশা নাই এটা ঠিক আছে। কিন্তু এ সময় যে শীত পড়া দরকার তা পড়েনি। খেশারী ও রসুনের জন্য অনেক ঠাণ্ডা দরকার। ঠাণ্ডা পড়লে গাছের মাথা মোটা হয়। অন্য কৃষকরা বলেন এই কথাটা ঠিক। শীতের সময়ে ফসলের জন্য শীত দরকার আছে।
ক্লাইমেট চেঞ্জ বড় বড় কথা দিয়ে নয়, সাধারণ মানুষের জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে বোঝার চেষ্টা করতে হবে। তারই একটি ক্ষুদ্র চেষ্টা মাত্র।
ফরিদা আখতার : উবিনীগের প্রধান
- সাময়িক বন্ধের পর খুললো যমুনা ফিউচার পার্ক
- ডেঙ্গুতে আরও ১০ জনের প্রাণ গেল
- ৫৭ বয়সেও মাধুরী দীক্ষিত যেন পঁচিশের তরুণী!
- জেনে নিন ভাপা পিঠার সহজ রেসিপি
- প্রথমবার দুঃসাহসিক অভিযানে ইহুদি মেয়েরা
- রোববার গ্যাস থাকবে না যেসব এলাকায়
- ডেঙ্গুতে এ বছরেই ৫১ শিশুর প্রাণহানি
- রাজাপুরের বধ্যভূমি আজো অরক্ষিত
- বিশ্বের সবচেয়ে খাটো দম্পতির গিনেস রেকর্ড
- সাগরে আরেকটি লঘুচাপ, যা জানাল আবহাওয়া অধিদপ্তর
- সম্পদের হিসাব জমা না দিলে শাস্তি হতে পারে সরকারি চাকরিজীবীদের
- ‘নারীরা লড়াই করেছেন সমানতালে, এখন কেন আড়ালে’
- ঢাকার বাতাস আজও ‘খুব অস্বাস্থ্যকর’
- সড়ক দুর্ঘটনায় পরীমণির প্রথম স্বামী নিহত
- এক ইলিশের দাম ৬ হাজার টাকা!
- জেনে নিন বিমানবন্দর নেই যে সব দেশে
- ঘুরে আসুন পানামসহ না.গঞ্জের পাঁচটি পর্যটন স্পট
- আজ পহেলা অগ্রহায়ণ, হেমন্তকাল শুরু
- ড.ইউনুসকে তসলিমা নাসরিনের খোলা চিঠি
- বিশ্ব হার্ট দিবস আজ
- হেমন্তে ছাতিম ফুল সুগন্ধ ছড়িয়ে যায়
- শান্তিতে নোবেল পেল জাপানের মানবাধিকার সংস্থা নিহন হিদানকিও
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন আজ
- স্নাতক পাসে চাকরি দেবে আড়ং
- পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে ঘুরে দাঁড়াল ভারতের মেয়েরা
- ‘রিমান্ড’-এ মম
- রাজু ভাস্কর্যের নারী প্রতিকৃতিতে হিজাব, যা জানা গেলে
- সৈয়দ শামসুল হকের ৮ম মৃত্যুবার্ষিকী আজ
- নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১১২
- পঞ্চগড় থেকে দেখে আসুন কাঞ্চনজঙ্ঘা