ঢাকা, রবিবার ২৭, এপ্রিল ২০২৫ ১৫:৫৭:৩৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
এ মাসেই দেশে ফিরছেন খালেদা জিয়া নির্বাসিত কবি দাউদ হায়দার মারা গেছেন হঠাৎ কালবৈশাখী ঝড়, লন্ডভন্ড রংপুর ফোনে প্রেম অতঃপর বিয়ে, দুদিন পর ঝুলন্ত মর*দে*হ উদ্ধার মঙ্গলবার থেকে শুরু হজ ফ্লাইট প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন কার্ডিনাল প্রিফেক্ট কুভাকাড ফের ইউআইইউ ভিসি-ডিন-বিভাগীয় প্রধানরা অবরুদ্ধ ধ*র্ষ*ণের শিকার জুলাই-শহীদকন্যা লামিয়ার আত্ম*হ*ত্যা

জাতীয় সংগীতের মধ্যদিয়ে শেষ হলো বটমূলের বর্ষবরণ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১৮ এএম, ১৪ এপ্রিল ২০২৫ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কণ্ঠে কণ্ঠে মিলিয়ে জাতীয় সংগীতের মধ্যদিয়ে শেষ হলো রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণের আয়োজন। সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে শেষ হয় এবারের আয়োজন।

এদিন সকাল ৬টা ১৫ মিনিটে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে রমনার বটমূলের ভৈরবীতে রাগালাপ দিয়ে বর্ষবরণ অনুষ্ঠানের সূচনা হয়। এবারের আয়োজনে বটমূলে মোট ২৪টি পরিবেশনা ছিল। এর মধ্যে ৯টি সম্মেলক গান, ১২টি একক কণ্ঠের গান ও তিনটি পাঠ ছিল। নববর্ষের কথন পাঠ করেন ছায়ানটের নির্বাহী সভাপতি সারওয়ার আলী।

প্রভাতে কণ্ঠ ও যন্ত্রশিল্পী মিলে প্রায় দেড়শজনের সুরবাণীতে নতুন বছরকে আবাহন জানানো শুরু হয়। সকাল ৭টা নাগাদ ঢল নামে সাধারণ মানুষের। ধর্ম-বর্ণ নির্বিশেষে জাতি ভেদাভেদ ভুলে নতুন বছরকে স্বাগত জানাতে রঙিন পোশাকে রমনার বটমূলে আসেন সব শ্রেণিপেশার মানুষ। ফলে বৈশাখের এ আয়োজন রূপ নেয় বর্ণাঢ্য মহোৎসবে।

দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংস্থা ছায়ানট ১৯৬৭ সাল থেকে রমনার বটমূলে পহেলা বৈশাখে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করে আসছে। এবছরও বটমূলে ১৪৩২ বঙ্গাব্দকে বরণ করা হলো সুর আর সংগীতের মূর্ছনায়।