জীবন বাজি রেখে সম্মুখযুদ্ধ করেন মুক্তিযোদ্ধা সালেহা
অনু সরকার | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪৩ পিএম, ৭ এপ্রিল ২০২১ বুধবার

জীবন বাজি রেখে সম্মুখযুদ্ধ করেন মুক্তিযোদ্ধা সালেহা বেগম
অস্ত্র লুট, বোমা বানানো, বোমা পরীক্ষা থেকে শুরু করে সরাসরি সম্মুখ যুদ্ধ করেছেন যশোরের বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সালেহা বেগম৷ মাতৃভূমির মুক্তির জন্য প্রতিশ্রুতিবদ্ধ সালেহা নিজেকে তৈরি করেন একজন সৈনিক হিসেবে৷
সালেহা বেগমের বাবা মোহাম্মদ আব্দুল জব্বার৷ মা মমতাজ আরা বেগম৷ জন্ম ১৯৫৩ সালের ৪ মার্চ ৷ মুক্তিযুদ্ধ শুরুর সময় যশোর মহিলা কলেজে স্নাতক প্রথম বর্ষের ছাত্রী সালেহা ছিলেন৷
ছাত্র জীবন থেকেই বাম ধারার রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন সালেহা। মুক্তিযুদ্ধ শুরুর আগেই ১৯৬৯ সালে নিউক্লিয়াস নামে একটি সংগঠন হয়। এই সংগঠনের সদস্য ছিলেন সালেহা৷ নিউক্লিয়াসের উদ্দেশ্য ছিল দেশ স্বাধীন করা৷ সমাজতান্ত্রিক শোষণমুক্ত সাম্রাজ্যবাদমুক্ত একটা দেশ গড়া৷ আর এই মনোভাব নিয়েই সালেহাসহ এ সংগঠনের সদস্যরা সংগঠিত হতে থাকেন৷ গড়ে তোলেন প্রশিক্ষণ কেন্দ্র৷
১৯৭০ সালের ডিসেম্বর মাস থেকে তাদের সামরিক প্রশিক্ষণ শুরু হয়৷ সেখানে প্রায় ২০০ ছেলে এবং পাঁচজন মেয়েকে প্রশিক্ষণ দেওয়া হয়৷ এই প্রশিক্ষণের মধ্যে ছিল অস্ত্র চালনা, বোমা তৈরি, বোমা নিষ্ক্রিয় করা প্রভৃতি৷
এরপর ১৯৭১ সালে ২৫ মার্চ কালরাতে রাজধানী ঢাকাসহ সারাদেশে নিরস্ত্র-নিরীহ বাঙালির ওপর পাকসেনারা অতর্কিতে ঝাঁপিয়ে পড়ে। ঠিক এসময় দেশকে বাঁচাতে নিজের জীবন বাজি রেখে সরাসরি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন সালেহা এবং তার দল৷
যশোরের বিভিন্ন জায়গায় সম্মুখ যুদ্ধে অংশ নেন সালেহা৷ কিছু দিন পর ওয়ারলেস এবং গেরিলা হামলার মতো আরো উন্নত প্রশিক্ষণের জন্য ভারতে চলে যান৷ ভারতের দত্তফুলিয়া এবং এপারে মহেশপুর অঞ্চলে দীর্ঘ সময় কাজ করেছেন তিনি৷
এক একান্ত সাক্ষাৎকারে মুক্তিযুদ্ধের কিছু ঘটনার কথা জানান সালেহা বেগম৷
তিনি বলেন, ‘আমি একদিন যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি৷ এটা ছিল যশোরের বাহাদুরপুর অঞ্চল৷ প্রায় সব প্রস্তুতি শেষ৷ বাহিনীর অন্যান্য সবাই বিভিন্ন জায়গা থেকে এসে একত্রিত হয়৷ এসময় আমার কাছে ছোট্ট একটা চিরকুট আসে৷ এতে লেখা, ‘আমরা না বলা পর্যন্ত আপনি বেরুবেন না’৷ এটা থানা কমান্ড থেকে আমার কাছে নির্দেশ হিসেবে পাঠানো হয়৷ ফলে আমি ভাবলাম, এটা আমার মেনে চলা উচিত৷ হয়তো মারাত্মক কোন ঘটনা ঘটেছে৷ আমি আর সেখানে গেলাম না৷’
তিনি আরও বলেন, পরে জানতে পারি, সেখানে আমাদের মুক্তিযোদ্ধা ছেলেরা পাকসেনারা চারপাশ দিয়ে ঘেরাও করে ফেলেছিলো৷ প্রচণ্ড যুদ্ধ হয়৷ আমাদের মাত্র ৫/৬ জন মুক্তিযোদ্ধা ছিল৷ অথচ তারা কেউ পিছু হটেনি৷ তাদের কি অদম্য দেশপ্রেম! নিজেদের শেষ রক্তবিন্দু দিয়ে তারা পাকসেনাদের সাথে যুদ্ধ করে শহীদ হয়ে যান৷ আমি সেখানে গেলে আমিও সেদিন মারা যেতাম৷ সেজন্যই আমাকে চিরকুট পাঠানো হয়েছিল৷’
নিয়মিত মুক্তিবাহিনীর সদস্য হিসেবে অনেকগুলো সম্মুখযুদ্ধে যোগ দিয়েছেন সালেহা বেগম৷ অধিকাংশ ক্ষেত্রেই পাকসেনাদের গুলি করে মেরেছেন৷ খুব কাছে থেকে পাকসেনাদের উপর হামলা চালিয়েছেন৷ তবে পাকসেনাদের ধরে আনার ঘটনা ঘটেছে মাত্র একবারই৷ অন্যান্য সময় পাকসেনারা নিহত হলেও তারা নিহত সেনাদের লাশ নিয়ে পালিয়ে যেতো৷ ফলে পাকসেনাদের লাশ পাওয়া যেতো না, বলে জানান এই বীর মুক্তিযোদ্ধা৷
গুপ্ত হামলা, গোয়েন্দাগিরি কিংবা অস্ত্র সরবরাহের কাজও করেছেন এই বীর নারী।
আরেকদিনের এক ভয়ংকর ঘটনার কথা জানিয়ে সালেহা বেগম বলেন, ‘প্রথমদিকের ঘটনা এটি৷ আমরা প্রশিক্ষণ নিলেও সবাইতো আর এক রকমভাবে প্রশিক্ষিত কিংবা যুদ্ধে অভিজ্ঞ ছিলাম না৷ এ অবস্থায় একদিন বারান্দিপাড়ায় আমরা যুদ্ধের জন্য অবস্থান নিয়েছি৷ নিজেদের অবস্থানের জন্য প্রয়োজন মতো মাটি খুঁড়ে ট্রেঞ্চ তৈরি করা হয়েছিল৷ সেসব ট্রেঞ্চে শুয়ে সেখান থেকে গুলি করতে হবে৷ তবে সবাই ট্রেঞ্চে অবস্থান নিতে না পারায়, অনেকে যে যেখানে জায়গা পেয়েছে শুয়ে অবস্থান নিয়েছে৷ গোলাগুলি শুরু হয়ে গেছে৷ সামনে পাকসেনাদের লক্ষ্য করে আমরা গুলি ছুঁড়ছি৷ কিন্তু হঠাৎ করে দেখা গেল পেছন থেকে কয়েকটি গুলি আসল৷ আমাদের একেবারে কানের পাশ দিয়ে চলে গেল৷ তবে ভাগ্যিস হেলমেট পরা ছিলাম৷ ফলে আমরা কেউ আহত হইনি৷ কিন্তু আমরা তো সবাই হতবাক৷ পাকসেনারা তো সামনে আছে৷ পেছনে তো পাকসেনা নেই৷ তাহলে গুলি আসল কোথা থেকে? পরে খোঁজ নিয়ে জানা গেল, পেছন থেকে আমাদের মুক্তিযোদ্ধাদেরই কেউ গুলি ছুঁড়েছে৷ বিষয়টা বোঝার সাথে সাথে তাদের থামানো হলো৷ অবশ্য পরে আর এমন ঘটনা ঘটেনি৷'
- ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
- সততা আমার সফলতার মূল: মাম্পি ঘোষ
- হাসিনার প্রত্যর্পণসহ যেসব বিষয় আলোচনা হলো ড. ইউনূস-মোদির
- এবার ফ্ল্যাট বিক্রি করলেন শাহরুখ-গৌরী দম্পতি
- ঈদে খাবার খেয়ে বদহজম হলে কী করবেন?
- ব্যাংককে বৈঠকে ড. ইউনূস-নরেন্দ্র মোদি
- ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ
- ছুটির দিনেও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস
- গাজার তিন স্কুলে ইসরায়েলি হামলা, ১৮ শিশুসহ নিহত ৩৩
- গরম নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস
- রাজধানীতে অটোরিকশার ধাক্কায় নারী নিহ*ত
- সংস্কার শেষে অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করাই প্রধান লক্ষ্য
- আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যুর ইতিবাচক সমাধান হবে: ড.ইউনুস
- দেশে ফিরেছে জুলাই অভ্যুত্থানে গুলিবিদ্ধ শিশু মুসা
- ‘উইমেন ফর উইমেন,এ রিসার্চ এন্ড স্টাডি গ্রুপ’এর বার্ষিক সভা
- অমর একুশে বইমেলা: অতীত থেকে বর্তমান
- বইমেলায় আইরীন নিয়াজী মান্নার ছড়ার বই ‘টুটুলের কাছে চিঠি’
- মিষ্টি আলুর হালুয়া রেসিপি
- খালেদা জিয়ার ৮ মামলা বাতিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
- তোফায়েল আহমেদের বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ
- অভিনেত্রী শাওন ও সাবাকে ছেড়ে দিয়েছে ডিবি
- মাতৃত্বের জন্য বিরতি, ফের কোর্টে ফিরছেন কিতোভা
- খাদে পড়ে মৃত্যু হয়েছে নোরা ফতেহির!
- বনানীতে শেখ সেলিমের বাসায় আগুন
- লন্ডনে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে যা জানা গেল
- নিরুপায় বাফুফে, ঘোর সংকটে নারী ফুটবল
- ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন ২০২৫ উদ্বোধন
- রোজার ঈদের পর দেশে ফিরবেন খালেদা জিয়া
- শেখ হাসিনাকে প্রধান আসামি করে ট্রাইব্যুনালে বিএনপির অভিযোগ