ঢাকা, শুক্রবার ২৮, ফেব্রুয়ারি ২০২৫ ১৪:১৫:৫১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রোজা শুরুর আগেই বেড়েছে বেশ কিছু পণ্যের দাম গাজায় ধ্বংসস্তূপে মিলল আরও ১৭ লাশ তরুণ প্রজন্ম দেশ গঠনে ভূমিকা রাখতে পারে: সেনাপ্রধান মধ্যরাতে ভূমিকম্পে ফের কেঁপে উঠলো উত্তরাঞ্চল দরিদ্র নারীদের দক্ষতা উন্নয়নে উদ্যোগ গ্রহণের আহ্বান

জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ নিয়ে ইউএসএআইডির কর্মশালা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৮ পিএম, ৭ ডিসেম্বর ২০২১ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সির (ইউএসএআইডি) উদ্যোগে  রোববার গুলশানের একটি হোটেলে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে বিশ্বব্যাপী ১৬ দিনের কার্যক্রমের অংশ হিসাবে ‘সাংবাদিকতায় নারীর সমৃদ্ধি’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ কর্মশালায় উইমেন জার্নালিস্ট নেটওয়ার্ক বাংলাদেশের (ডব্লিউজেএনবি) সদস্যরা অংশ  নেন। 


সমাপনী সেশনে ইউএসএআইডি মিশন ডিরেক্টর ক্যাথরিন স্টিভেনস বলেন, আমরা ডব্লিউজেএনবির মতো বিভিন্ন সংগঠনকে জেন্ডার বৈষম্য প্রতিরোধে কাজ করতে দেখে আশাবাদী। সবাই একসঙ্গে কাজ করলেই আমাদের মা, বোন, মেয়েসহ প্রতিটি নারী ও মেয়েশিশু সমান সুযোগ পেয়ে  বেড়ে উঠবে। 

সমৃদ্ধ জীবন গড়তে পারবে। কোভিড-১৯ এর বাস্তবতার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, করোনাকালে বিশ্বজুড়েই নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য  বেড়ে  গেছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে সবাইকে সহিংসতামুক্ত ও সমতার সমাজগঠনে একসঙ্গে কাজ করতে হবে।
 
প্রশিক্ষণ  সেশনে  গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম  নেটওয়ার্কের সম্পাদক মিরাজ আহমেদ চৌধুরী ডিজিটাল নিরাপত্তা, তথ্য সুরক্ষা, ফ্যাক্ট  চেকিং এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত  ফেরদৌস জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে মিডিয়ার ভূমিকা নিয়ে আলোচনা করেন। আলোচনায় উঠে আসে মিডিয়া ও সাংবাদিক সংগঠনের  নেতৃত্বে নারীর ক্ষমতায়ন, নারী সাংবাদিকদের চ্যালেঞ্জ ও তা উত্তরণে করণীয়সহ দক্ষতা বৃদ্ধি ও নেটওয়ার্কিং এর বিষয়ও।