টাঙ্গাইলে সরকারি দপ্তর সামলাচ্ছেন ৭০ নারী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৮ এএম, ১০ এপ্রিল ২০২৫ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি
নানা প্রতিকূলতা ও বাধা-বিপত্তি পেরিয়ে অগ্রযাত্রার পথে এগিয়ে যাচ্ছেন নারীরা। সারাদেশের ন্যায় টাঙ্গাইলেও নারীরা কর্মক্ষেত্রে পিছিয়ে নেই। বিশেষ করে জেলায় সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ সামলাচ্ছেন তারা।
জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ বিভাগ, শিক্ষা অফিস, স্বাস্থ্য বিভাগ, কৃষি অফিস, নির্বাচন অফিস, ইউএনও, এসিল্যান্ডসহ গুরুত্বপূর্ণ পদে ৭০ জন নারী দায়িত্ব পালন করছেন। সরকার পরিবর্তনের পর এসব কর্তকর্তাদের দায়িত্ব আরও বেড়ে গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে ডিসিসহ সাতজন নারী কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। তারা হলেন জেলা প্রশাসক শরীফা হক, সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (এলএ ও এসএ শাখা) ফারজানা আক্তার, সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (রেকর্ডরুম, প্রবাসী কল্যাণ শাখা, জেনারেল সার্টিফিকেট শাখা এবং ফরমস অ্যান্ড স্টেশনারি শাখা) প্রীতিলতা বর্মন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (লাইব্রেরি শাখা, শিক্ষানবিশ) জান্নাতুল নাঈম বিনতে আজিজ, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমীন সুলতানা, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমনা আকতার এবং প্রশাসনিক কর্মকর্তা (এসএ শাখা) রিতা সুলতানা।
১২ উপজেলায় তিনজন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদে দায়িত্ব পালন করছেন। তারা হলেন টাঙ্গাইল সদরে নাহিদা আক্তার, ভূঞাপুরে পপি খাতুন এবং বাসাইলে আকলিমা বেগম।
সহকারী কমিশনার (ভূমি) পদে দায়িত্ব পালন করছেন তিনজন নারী। তারা হলেন ঘাটাইলে সাবরিন আক্তার, মধুপুরে রিফাত আনজুম পিয়া এবং সখীপুরে নাজমুস সামা।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পদে ১০ জন দায়িত্ব পালন করছেন। তারা হলেন দেলদুয়ার উপজেলায় দেওয়ান খায়রুন নাহার, নাগরপুরে শাহীন রুবা আক্তার, মির্জাপুরে শারমিন সিদ্দিকা, গোপালপুরে মাহমুদা খাতুন, মধুপুরে শারমিন সুলতানা সুমি, ঘাটাইলে তাপসী শীল, ভূঞাপুরে আমেনা বেগম, কালিহাতীতে শিল্পী দে, সখীপুর উপজেলায় ফিরোজা আক্তার এবং বাসাইলে কনিকা মল্লিক।
জেলায় শিক্ষা বিভাগেও রয়েছেন সাতজন নারী। তারা হলেন জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা, শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক বীথি খান, মির্জাপুর উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার শাহনাজ পারভীন, ভূঞাপুরে উপজেলা একাডেমিক সুপারভাইজার তাহমিনা আক্তার, গোপালপুরে উপজেলা একাডেমিক সুপারভাইজার কামরুন নাহার, দেলদুয়ারে উপজেলা একাডেমিক সুপারভাইজার মোসাম্মৎ খাদিজা এবং কালিহাতীতে উপজেলা একাডেমিক সুপারভাইজার জুলিয়া আক্তার।
জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসারের দায়িত্ব পালন করছেন তাসলীমা জান্নাত। স্বাস্থ্য বিভাগের বাসাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পদে রয়েছেন শার্লী হামিদ।
প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে ছয়জন নারী দায়িত্ব পালন করছেন। তারা হলেন ইন্সট্রাক্টর (সাধারণ) রাজিয়া সুলতানা, ইন্সট্রাক্টর (কৃষি) নূসরাত শারমিন, ইন্সট্রাক্টর (সাধারণ) কনিকা আক্তার, পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষক শারমিন ইসলাম, পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষক লিজা মনি এবং পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষক সোহরাত মাশরুর।
পুলিশ প্রশাসনে মধুপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছেন ফৌজিয়া হাবিব খান।
কৃষি বিভাগে উপজেলা কৃষি অফিসার পদ সামলাচ্ছেন ছয়জন নারী। তারা হলেন গোপালপুরে শামিমা আক্তার, সদরে রুমানা আক্তার, সখীপুরে নিয়ন্তা বর্মণ, ঘাটাইলে বিলশাদ জাহান, কালিহাতী ফারাহানা মামুন এবং মির্জাপুরে মাহমুদা খাতুন।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সরেজমিন গবেষণা বিভাগের দুজন নারী দায়িত্ব পালন করছেন। তারা হলেন ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা কাকলী রায় এবং বৈজ্ঞানিক কর্মকর্তা তাহেরা তাসমিমা।
জেলার মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট আঞ্চলিক কার্যালয়ে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন সাদিয়া হাসান।
মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের আঞ্চলিক গবেষণাগার কার্যালয়ে তিনজন নারী দায়িত্ব পালন করছেন। তারা হলেন ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা আইরিন সুলতানা, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা আর্জিনা হক এবং বৈজ্ঞানিক কর্মকর্তা ইফফাত জাহান।
টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ইন্সট্রাক্টর অফিসে দুজন নারী দায়িত্ব পালন করছেন। তারা হলেন সিনিয়র ইন্সট্রাক্টর সুলতানা এবং ইন্সট্রাক্টর লায়লা আক্তার।
যুব উন্নয়ন অধিপ্তরের উপপরিচালক পদে রয়েছেন ফাতেমা বেগম। বিসিক জেলা কার্যালয়ে দায়িত্ব পালন করছেন চারজন নারী। তারা হলেন ভারপ্রাপ্ত সহকারী মহাব্যবস্থাপক শাহনাজ বেগম, প্রমোশন কর্মকর্তা রুমানা রশিদ, ভারপ্রাপ্ত জরিপ ও তথ্য কর্মকর্তা আছমা আকতার এবং কারিগরি কর্মকর্তা আন্তিয়ারা খাতুন।
উপজেলা নির্বাচন অফিসারের দায়িত্ব পালন করছেন তিননারী। তারা হলেন মির্জাপুরে শাহনাজ আক্তার, দেলদুয়ারে নাজমা সুলতানা এবং মধুপুরে ফারহানা শিরিন। এছাড়া দেলদয়ারে সহকারী উপজেলা নির্বাচন অফিসার সাব্রিনা মমতাজ এবং নাগরপুরে সহকারী উপজেলা নির্বাচন অফিসার সাব্রিনা সুলতানা।
জেলা সঞ্চয় অফিসের সহকারী পরিচালক ফারহানা পারভীন, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রে থেরিওজেনোলজিস্ট ডা. সূচনা সরকার, জেলা মৎস্য অফিসের সহকারী পরিচালক জান্নাতুন শাহীন, সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তার কার্যালয়ের সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) ফারজানা খান, বিএডিসি (ক্ষুদ্র সেচ) অফিসের টাঙ্গাইল সদর ইউনিটের উপসহকারী প্রকৌশলী আসমা আক্তার, সরকারি শিশু পরিবার (বালিকা) উপতত্ত্বাবধায়ক তানিয়া আক্তার এবং পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক পদে জেবুন্নাহার পারভীন দায়িত্ব পালন করছেন।
উপজেলার নারী কর্মকর্তারা জানান, মাঠ প্রশাসনের কাজের সমন্বয় ও তদারকি, জেলার সঙ্গে সমন্বয় করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন করছেন তারা। নিজ নিজ উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির দেখভালও করতে হয় তাদের। তারা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের তদারকি এবং বাস্তবায়নে ভূমিকা রাখছেন। ইউনিয়ন পরিষদের মাধ্যমে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন, সরকারের স্থায়ী আশ্রয়ণ, আদর্শ গ্রাম, আবাসন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন এবং অসহায় ও সুস্থ মানুষদের সহায়তায় কাজ করেন। একইসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন তারা।
দেলদুয়ার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দেওয়ান খায়রুন নাহার বলেন, ‘একদিকে সংসারের দায়িত্ব পালন করতে হয়, অন্যদিকে সঠিকভাবে যথাসময়ে অফিসের দায়িত্বও পালন করছি। বিশেষ করে বাল্যবিয়ে প্রতিরোধ, যৌতুক, নারী ও শিশু নির্যাতন এবং শিশু ও নারী পাচার সংক্রান্ত বিষয়ে আমাদের কাজ করতে হয়। চ্যালেঞ্জ নিয়ে আমরা কাজ করছি।’
জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা বলেন, ‘বর্তমানে শিক্ষাক্ষেত্রে নারীদের অনেক অবদান রয়েছে। আমরা পরিবেশ পরিস্থিতি অনুয়ায়ী সব বাধা-বিপত্তি মোকাবিলা করে কাজ করছি। পুরুষ সহকর্মীরা আমাদের সার্বিক সহযোগিতা করছেন।’
ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পপি খাতুন বলেন, ‘আরেরমরা সরকা অর্পিত দায়িত্ব পালন করছি। আমাদের কাজগুলো অনেক চ্যালেঞ্জের। সব কিছু মোকাবিলা করেই আমরা কাজ করছি।’
তিনি আরও বলেন, ‘নারী হিসেবে কাজ করতে এখন পর্যন্ত কোনো প্রতিবন্ধকতা দেখতে পাইনি। সহকর্মীরা আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করছেন। অনেক সময় দিনের পাশাপাশি রাতেও আমাদের দায়িত্ব পালন করতে হয়। সাধারণ মানুষ আমাদের ওপর আস্থাশীল।’
কথা হয় গোপালপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খানের সঙ্গে। তিনি জাগো নিউজকে বলেন, ‘নারী সদস্য হিসেবে আমাদের কাজের ধরন আলাদা। প্রতিবন্ধকতা নিয়েই আমি মাঠে কাজ করছি। বিশেষ করে আমার দায়িত্বরত এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাকে সার্বক্ষণিক কাজ করতে হচ্ছে। আমি চ্যালেঞ্জ নিয়েই কাজ করতে পছন্দ করি।’
এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্যাহ আল মামুন বলেন, ‘নারীরা দক্ষতার সঙ্গে কর্মক্ষেত্রে এগিয়ে যাচ্ছেন। আমাদের জেলা প্রশাসকও একজন নারী। উপজেলা পর্যায়ে ইউএনও, এসিল্যান্ডসহ অনেক নারীই সরকারি দপ্তরের কাজ করছেন। তারা যথাযথ দক্ষতা এবং পেশাগত জ্ঞান নিয়ে জনসেবামূলক কাজ করে যাচ্ছেন।’
- কুয়েট ভিসির অপসারণের দাবিতে আমরণ অনশনে ৩২ শিক্ষার্থী
- চটপট বানিয়ে ফেলুন কাঁচা আমের শরবত
- সাংবাদিক নিয়োগ দেবে এনটিভি
- আগুনে পুড়ে গেছে সাগর-রুনি হত্যা মামলার নথি
- ভুল নিয়মে ক্যালসিয়ামের ওষুধ খাচ্ছেন না তো?
- অল্পের জন্য রক্ষা পেলেন ৩০০ বিমানযাত্রী
- ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
- ‘বিয়েটা করেই ফেললাম’ নিয়ে যা বললেন প্রভা
- পরীক্ষার হলে দুই ছাত্রীকে যৌন হয়রানি, শিক্ষকের কারাদণ্ড
- যুক্তরাষ্ট্রে `সার্টিফিকেট অব রেকগনিশন` পেলেন রয়া চৌধুরী
- যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড় বইতে পারে
- গাজায় ইসরায়েলি হামলায় আরও ৩৯ ফিলিস্তিনি নিহত
- কাতারে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা, লাল গালিচা সংবর্ধনা
- ভেঙে ফেলা হবে ঢাকার ৩৩৮২ ভবন
- আল্লাহ না চাইলে বিশ্বকাপের টিকিট পেতাম না: জ্যোতি
- ‘উইমেন ফর উইমেন,এ রিসার্চ এন্ড স্টাডি গ্রুপ’এর বার্ষিক সভা
- জাতীয় নাগরিক পার্টির ২১৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন
- দেশ ও জাতির স্বার্থে কাজ করতে হবে: খালেদা জিয়া
- নারীদের অবদানকে সম্মান জানিয়ে প্রকাশিত হলো ‘তুমি যেমন’
- খালেদা জিয়ার খালাসের বিরুদ্ধে আপিলের শুনানি ২ মার্চ
- খালেদা জিয়া আগের তুলনায় অনেকটাই সুস্থ: ডা. জাহিদ
- যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- চবি ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিল স্থানীয় লোকজন
- নারীর নিরাপত্তা রক্ষায় সরকারকে আরও তৎপর হতে হবে
- যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় হামলা, নিহত বেড়ে ২০০
- বাটলারের ‘নতুন’ বাংলাদেশের হারে শুরু আমিরাত সফর
- আমিও আল্লাহর ভক্ত, আজানের শব্দ গায়ে কাঁটা দেয়: সৌমিতৃষা
- খালেদা জিয়া ঈদ করবেন লন্ডনে
- সততা আমার সফলতার মূল: মাম্পি ঘোষ
- নারী আইপিএল: লড়াই শেষে চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স