ঢাকা, মঙ্গলবার ২৬, নভেম্বর ২০২৪ ৫:৩২:১৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, তাপমাত্রা নামল ১৩ ডিগ্রিতে ব্রাজিলে বাস খাদে পড়ে ২৩ জনের প্রাণহানী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে গেজেট প্রকাশ পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব জব্দ ১০ সাংবাদিকের ব্যাংক হিসাব জব্দ মিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৭ ইসরায়েলি হামলায় গাজায় ৩৮, লেবাননে ৩৩ প্রাণহানী

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৩ পিএম, ২৬ জুন ২০২৩ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঈদুল আজহা উপলক্ষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। ইতোমধ্যে বাস কাউন্টারগুলোতে দালালদের দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে পড়েছে যাত্রীরা।

সোমবার (২৬ জুন) সকালে সরেজমিনে এই দৃশ্য দেখা যায়।

জানা গেছে, নানান জটিলতার কারণে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্বপার পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার রাস্তাটি এখনও চার লেনে উন্নীত হয়নি। ফলে মহাসড়কের ৭০ কিলোমিটার এলাকার সুফল মিললেও দুর্ভোগ পিছু ছাড়েননি উত্তরবঙ্গের ২৩ জেলার মানুষের। গত ঈদের তুলনায় এবার আসন্ন ঈদ আজহায় বৃষ্টি, পশুবাহী গাড়ি, ফিটনেস বিহীন গাড়ি এবং সড়কের পাশে অস্থায়ী পশুর হাট, যত্রতত্রভাবে গাড়ি পার্কিং, সড়কের দুই পাশে রয়েছে শতাধিক বাস কাউন্টার। এসব বাস কাউন্টার দালালদের দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে পড়েছে যাত্রীরা। যার ফলে এর প্রভাব পড়বে চন্দ্রা এলাকা জুড়ে। এতে মহাসড়কে যানজটের আশঙ্কা করছেন চালক ও যাত্রীরা।

চন্দ্রা থেকে বগুড়াগামী এক যাত্রী মমতাজ বেগম বলেন, ‘গত ঈদে ৬০০ টাকা ভাড়া দিয়ে বাড়িতে গেছি। আজ এক হাজার টাকা ভাড়া চাচ্ছে।’

নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, এবার ঈদে মহাসড়কে গাড়ির চাপ থাকবে। মহাসড়কের যানজট নিয়ন্ত্রণে প্রতিটি পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। ঘরমুখো মানুষের এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে অতিরিক্ত পুলিশ কাজ করছে। পশুবাহী গাড়িতে কেউ যেন চাঁদাবাজি না করতে পারেন, তার জন্য হাইওয়ে পুলিশের নজরদারি থাকবেন।