ঢাকা, শুক্রবার ২২, নভেম্বর ২০২৪ ১৮:২৭:১৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সাতক্ষীরায় সাফজয়ী তিন নারী ফুটবলারের গণসংবর্ধনা দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে, বাড়ছে শীতের তীব্রতা পেঁয়াজ-সবজি-মুরগির দাম কমলেও আলুর দাম বাড়তি রাজধানীতে মা-মেয়েকে এসিড নিক্ষেপ করে ছিনতাই মার্কিন শ্রম প্রতিনিধি দল ঢাকা আসছে আজ

ঢাকা-সিলেটে হবে নারী টি২০ বিশ্বকাপ, বাংলাদেশের প্রতিপক্ষ যারা

স্পোর্টস ডেস্ক    | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৫ পিএম, ৬ মে ২০২৪ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সিলেট থেকে হেলিকপ্টারে উড়িয়ে আনা হয় বাংলাদেশ ও ভারত নারী দলের দুই অধিনায়ক নিগার সুলতানা ও হারমনপ্রীত কৌরকে। রোববার ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে মেয়েদের টি ২০ বিশ্বকাপের সূচি প্রকাশ অনুষ্ঠানে তাদের সঙ্গে ছিলেন যুব ও ক্রীড়ামন্ত্রী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হোসেন এবং আইসিসির প্রধান নির্বাহী জেফ অ্যালার্ডাইস। 

অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল দুপুর ১২টায়। কিন্তু দেড় ঘণ্টা দেরিতে সেটা শুরু হয় দুপুর দেড়টায়। কারণ তার আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনুষ্ঠানিকতায় যুক্ত ছিল বিশ্বকাপের ট্রফি উন্মোচন পর্ব। সেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে অনাড়ম্বর আয়োজনে ২০২৪ নারী টি ২০ বিশ্বকাপের গ্রুপিং ও সূচি প্রকাশ করে আইসিসি। বাংলাদেশের দুটি শহর সিলেটের দুটি ভেন্যু ও ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামী ৩ অক্টোবর শুরু হবে ১০ দলের এই টুর্নামেন্ট। বাংলাদেশ গ্রুপপর্বের সব ম্যাচই খেলবে মিরপুরে।

প্রধানমন্ত্রীর সঙ্গে নারী ক্রিকেটারদের সাক্ষাৎ

বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ কে সেটা এখনো নিশ্চিত হয়নি। বাছাইপর্ব পেরিয়ে আসা দলের সঙ্গে উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে স্বাগতিকরা। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়। বি-গ্রুপে থাকা বাংলাদেশের ম্যাচগুলো মিরপুরে, এ-গ্রুপের ম্যাচ হবে সিলেটে। সব মিলে ১০ দলের ২৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। নারী টি ২০ বিশ্বকাপের নবম আসর এটি। ১৮ দিনের টুর্নামেন্টের পর্দা নামবে ২০ অক্টোবর। এর আগে বাংলাদেশ ২০১৪ সালে প্রথমবারের মতো টি ২০ বিশ্বকাপ আয়োজন করেছিল। প্রথমদিনের প্রথম ম্যাচে বেলা ৩টায় ইংল্যান্ডের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। বাছাইপর্ব থেকে আসা দল ছাড়াও বাংলাদেশের গ্রুপে রয়েছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। স্বাগতিকরা নিজেদের দ্বিতীয় ম্যাচে ৫ অক্টোবর সন্ধ্যা ৭টায় ইংল্যান্ডের মুখোমুখি হবে। ৯ অক্টোবর বাংলাদেশের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচটি হবে বেলা ৩টায়। এ-গ্রুপের পাঁচ দল-অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত, পাকিস্তান ও বাছাইপর্বের চ্যাম্পিয়ন দল। ২০ অক্টোবর মিরপুরে ফাইনাল। সব মিলে সিলেটে ১১টি ও মিরপুরে ১২ ম্যাচ অনুষ্ঠিত হবে। ২৭ সেপ্টেম্বর থেকে বিকেএসপিতে শুরু হবে প্রস্তুতি পর্ব।

সিলেটে ভারত ও বাংলাদেশের টি ২০ সিরিজ চলার কারণে অনুষ্ঠান শেষেই সিলেটে ফিরে যান দুই অধিনায়ক। আগের চার বিশ্বকাপের ব্যর্থতা ভুলে ভালো কিছু করতে চায় স্বাগতিকরা। নিগার সুলতানা বলেন, ‘প্রত্যেক খেলোয়াড়ের স্বপ্ন থাকে নিজের দেশে বিশ্বকাপ খেলার। খুব কম সংখ্যক খেলোয়াড় এটা খেলতে পারে। আমাদের দলে যারা আছে কমবেশি হয়তো এখান থেকে সবাই খেলবেন। যারা খেলবে তারা অনেক বেশি সৌভাগ্যবান যে বাংলাদেশের মাটিতে আমরা বড় টুর্নামেন্টে বাংলাদেশের জার্সি গায়ে প্রতিনিধিত্ব করতে পারব।’ 

তিনি বলেন, ‘আমরা অনেক বেশি রোমাঞ্চিত আবার একটু টেনশনও কাজ করছে। দেশের সমর্থকরা থাকবে। সবাই চাইবে আমরা ভালো করি। আমরা এখন কঠিন সময় পার করছি। আমরা শেষ চারটা বিশ্বকাপ খেলেছি, ২০১৪ ছাড়া আর কোনোটিতে ম্যাচ জিততে পারিনি। আমাদের ফোকাস প্রথমে থাকবে যেন আমরা ম্যাচ জিততে পারি বাস্তবসম্মতভাবে। সবাই যদি সেরাটা দিয়ে চেষ্টা করতে পারি, বিশ্বকাপ হয়তো আমরা রঙিন করে রাখতে পারব।’

উন্মাদনা বাড়াতে শিক্ষার্থীদের জন্য ফ্রি টিকিট থাকবে কি না জানতে চাইলে নাজমুল হাসান বলেন, ‘শিক্ষার্থীদের ফ্রি ম্যাচ দেখানোর চেষ্টা করব। বোর্ড নিজের উদ্যোগে চেষ্টা করবে ওদেরকে মাঠে আনার জন্য। সেটার জন্য যদি পেমেন্ট করতে হয়, বোর্ড করবে। বিশ্বকাপের কোনো টিকিটই কিন্তু ফ্রি থাকে না।’

২০২৪ নারী টি ২০ বিশ্বকাপের ১০ দল

গ্রুপ ‘এ’

অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড পাকিস্তান, বাছাই চ্যাম্পিয়ন

গ্রুপ ‘বি’

বাংলাদেশ, দ. আফ্রিকা, ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ, বাছাই রানার্সআপ