ঢাকা, শুক্রবার ২৯, নভেম্বর ২০২৪ ১৯:২৯:৪৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তেল-আলু-পেঁয়াজে স্বস্তি নেই, মাছের বাজার চড়া ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ফেনজাল’ অস্ট্রেলিয়ায় কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা ৩ বিভাগে হতে পারে বৃষ্টি, ৪ সমুদ্রবন্দরে সতর্কতা সংকেত পর্যটক সংকট, সেন্ট মার্টিনে যাচ্ছে না জাহাজ তীব্র শীতে কাঁপছে উত্তরের জনপদ

ঢাকা-১৪ আসনে জোর প্রচারণায় সাবিনা আক্তার তুহিন

সালেহীন বাবু | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৫:৫৯ পিএম, ২১ অক্টোবর ২০১৮ রবিবার

ঢাকা-১৪ আসনে বড় দুই দল আওয়ামী লীগ ও বিএনপির মনোনয়ন নিয়ে প্রতিযোগিতা রয়েছে নেতাদের মধ্যে। ক্ষমতাসীন দলের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিন এবার সরাসরি নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার জোর চেষ্টা চালাচ্ছেন। অন্যদিকে এ আসনের বর্তমান সংসদ সদস্য ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহসভাপতি আসলামুল হক আগামী নির্বাচনেও প্রার্থী হওয়ার চেষ্টায় আছেন। 


দলীয় মনোনয়নের আশায় মাঠ গোছানোর চেষ্টা করছেন দারুস সালাম থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ফরিদুল হক হ্যাপিও। অন্যদিকে বিএনপির সাবেক সংসদ সদস্য এস এ খালেক বার্ধক্যজনিত কারণে নিজে প্রার্থী না হয়ে ছেলে এস এ সিদ্দিক সাজুকে প্রার্থী করতে চাইছেন। এ ছাড়া মনোনয়নের শক্ত দাবিদার ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বজলুল বাসিত আঞ্জুও।

 

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মিরপুর, শাহআলী ও দারুসসালাম থানা এবং রূপনগর থানার আংশিক ও সাভার উপজেলার কাউন্দিয়া ইউনিয়ন নিয়ে ঢাকা-১৪ নির্বাচনী এলাকা। এলাকাগুলো ১৯৯১ থেকে ২০০৮ সালের নির্বাচনের আগ পর্যন্ত ঢাকা-১১ আসনের অন্তর্ভুক্ত ছিল। ২০০৮ সালে নির্বাচনের আগে আসন পুনর্বিন্যাসের ফলে ঢাকা-১১ আসনের এলাকাগুলো নিয়ে ঢাকা-১৪, ঢাকা-১৫, ঢাকা-১৬ এই তিনটি আসন গঠন করা হয়। সেই নির্বাচনে ঢাকা-১৪ আসনে বিএনপির প্রার্থী এস এ খালেককে হারিয়ে নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী আসলামুল হক।

 

বসে নেই দলে তার মূল প্রতিদ্বন্দ্বী সাবিনা আক্তার তুহিনও। ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক তুহিন চারদলীয় জোট সরকারের আমলে রাজপথে সাহসী ভূমিকা রাখায় তুহিন আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের অনেক নেতারও প্রিয়ভাজন। এলাকায় তার অনুসারী নেতাকর্মীরা নিজেদের সংগঠিত করছেন।

 

সর্বশেষ রোববার বর্তমান সরকারের নানামুখী উন্নয়নচিত্র সাধারণ জনগণের মাঝে তুলে ধরা ও মুন্সীগঞ্জের মাওয়ায় পদ্মা সেতুর নামফলক উন্মোচন উপলক্ষে রাজধানীর মিরপুরে বর্ণাঢ্য মোটর শোভাযাত্রার আয়োজন করেন সাবিনা আক্তার তুহিন ।


শোভাযাত্রা শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিন বলেন, সারাবিশ্ব আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসায় পঞ্চমুখ। ১০ লাখ রোহিঙ্গার আশ্রয় দিয়ে তিনি আজ বিশ্ব মানবতার বাতিঘর। উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির ধারা অব্যাহত রাখতে হলে শেখ হাসিনার সরকার আবারও দরকার।


তুহিন আরও বলেন, শেখ হাসিনা এবং উন্নয়ন এ দুটি শব্দ এখন একাকার হয়ে গেছে। শুধু দেশে নয়, বিশ্বের প্রভাবশালী দেশের নেতারাও এখন শেখ হাসিনাকে সামনে রেখে কথা বলেন। অনুকরণ করেন।

 

আগামীতে রাজধানীর মিরপুরকে আরও আধুনিকভাবে গড়ে তোলা হবে জানিয়ে তিনি বলেন, বিএনপি-জামায়াতের শাসনামলে এই মিরপুর সন্ত্রাসী ও মাদককের আখড়া ছিল। আমরা ক্ষমতায় এসে সেগুলো নির্মূল করেছি। হাসপাতাল, কমিউনিটি সেন্টার, স্কুল-কলেজ, রাস্তাঘাট আধুনিকায়ন করেছি। আগামীতে নির্বাচিত হলে মিরপুরবাসীকে গুলশান-বনানী যেতে হবে না, মিরপুর হবে গুলশান-বনানীর মতোই আধুনিক।