ঢাকা, বৃহস্পতিবার ২৮, নভেম্বর ২০২৪ ১:৩১:৪৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আয়ারল্যান্ডকে বিধ্বস্ত করে ওয়ানডেতে বড় জয় টাইগ্রেসদের জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ সব আসামিকে খালাস ভারতীয় আলু ও পেঁয়াজ আমদানি বন্ধ, বাড়ছে দাম ঢাকায় জিকা ভাইরাস শনাক্ত খালেদা জিয়ার বিদেশযাত্রা নিয়ে যে তথ্য জানা গেল টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশের মেয়েরা

ঢাকার জনসংখ্যা সাড়ে ৪ কোটি

নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৪৮ পিএম, ৯ এপ্রিল ২০২৩ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সবশেষ জনশুমারি অনুযায়ী দেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন। এর মধ্যে ঢাকায় রয়েছে ৪ কোটি ৫৬ লাখ ৪৩ হাজার ৯৯৫ জন, যা মোট সমন্বয়কৃত জনসংখ্যার ২৬.৮৮ শতাংশ।

রোববার (৯ এপ্রিল) দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলন।

সংবাদ সম্মেলনে জনশুমারি ও গৃহগণনা-২০২২ এর প্রকল্প পরিচালক মো. দিলদার হোসেন শুমারিতে গণনাকৃত ও পিইসির মাধ্যমে সমন্বয়কৃত মোট জনসংখ্যার তুলনামূলক চিত্র উপস্থাপন করেন।

এর আগের বিভাগভিত্তিক জনসংখ্যা পর্যালোচনা করে দেখা যায়, ঢাকা বিভাগের গণনাকৃত জনসংখ্যা ছিল ৪ কোটি ৪২ লাখ ১৫ হাজার ১০৭ জন। পিইসি জরিপের আলোকে জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর সমন্বয়কৃত জনসংখ্যা প্রকাশ করার ফলে ঢাকায় সমন্বয়কৃত জনসংখ্যা বেড়ে দাঁড়ায় ৪ কোটি ৫৬ লাখ ৪৩ হাজার ৯৯৫ জন।
 
সবচেয়ে কম জনসংখ্যা বরিশাল বিভাগে। গণনাকৃত জনসংখ্যা ছিল ৯১ লাখ ১০২ জন। যার সমন্বয়কৃত জনসংখ্যা দাঁড়ায় ৯৩ লাখ ২৫ হাজার ৮১৮ জন। যা মোট সমন্বয়কৃত জনসংখ্যার ৫.৪৯ শতাংশ।
 
চট্টগ্রাম বিভাগে গণনাকৃত জনসংখ্যা ছিল ৩ কোটি ৩২ লাখ ২ হাজার ৩২৬ জন। যার সমন্বয়কৃত জনসংখ্যা দাঁড়ায় ৩ কোটি ৪১ লাখ ৭৮ হাজার ৫৮১ জন। যা মোট সমন্বয়কৃত জনসংখ্যার ২০.১৩ শতাংশ।
 
খুলনা বিভাগে গণনাকৃত জনসংখ্যা ছিল ১ কোটি ৭৪ লাখ ১৬ হাজার ৬৪৫ জন। যার সমন্বয়কৃত জনসংখ্যা দাঁড়ায় ১ কোটি ৭৮ লাখ ১৩ হাজার ৯৫৭ জন। যা মোট সমন্বয়কৃত জনসংখ্যার ১০.৪৯ শতাংশ।

ময়মনসিংহ বিভাগে গণনাকৃত জনসংখ্যা ছিল ১ কোটি ২২ লাখ ২৫ হাজার ৪৯৮ জন। যার সমন্বয়কৃত জনসংখ্যা দাঁড়ায় ১ কোটি ২৬ লাখ ৩৭ হাজার ৫২৪ জন। যা মোট সমন্বয়কৃত জনসংখ্যার ৭.৪৪ শতাংশ।
 
রাজশাহী বিভাগে গণনাকৃত জনসংখ্যা ছিল ২ কোটি ৩ লাখ ৫৩ হাজার ১১৯ জন। যার সমন্বয়কৃত জনসংখ্যা দাঁড়ায় ২ কোটি ৭ লাখ ৯৪ হাজার ২৩ জন। যা মোট সমন্বয়কৃত জনসংখ্যার ১২.২৪ শতাংশ।
 
রংপুর বিভাগে গণনাকৃত জনসংখ্যা ছিল ১ কোটি ৭৬ লাখ ১০ হাজার ৯৫৬ জন। যার সমন্বয়কৃত জনসংখ্যা দাঁড়ায় ১ কোটি ৮০ লাখ ২০ হাজার ৭৩ জন। যা মোট সমন্বয়কৃত জনসংখ্যার ১০.৬১ শতাংশ।
 
সিলেট বিভাগে গণনাকৃত জনসংখ্যা ছিল ১ কোটি ১০ লাখ ৩৪ হাজার ৮৬৩ জন। যার সমন্বয়কৃত জনসংখ্যা দাঁড়ায় ১ কোটি ১৪ লাখ ১৫ হাজার ২১ জন। যা মোট সমন্বয়কৃত জনসংখ্যার ০৬.৭২ শতাংশ।
 
সব বিভাগ মিলে দেশের সমন্বয়কৃত মোট জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন। যার মধ্যে ৬৮.৩৪ শতাংশ গ্রামে এবং ৩১.৬৬ শতাংশ শহরে বাস করে।