ঢাকা, বৃহস্পতিবার ২৮, নভেম্বর ২০২৪ ১১:৪৪:৪১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা শুরু হবে ওমরাহ পালনের পর তীব্র শীতে কাঁপছে তেঁতুলিয়া, তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রিতে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা হবে: ড. ইউনূস আয়ারল্যান্ডকে বিধ্বস্ত করে ওয়ানডেতে বড় জয় টাইগ্রেসদের জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ সব আসামিকে খালাস ভারতীয় আলু ও পেঁয়াজ আমদানি বন্ধ, বাড়ছে দাম

ঢামেক হাসপাতালে অগ্নিকাণ্ড, হুড়োহুড়িতে রোগীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৩২ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০২৩ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনে এসি বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ড হয়েছে। এতে হুড়োহুড়ি করে বের হওয়ার সময় এক রোগীর মৃত্যু হয়েছে।

রোববার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে নতুন ভবনের চারতলায় এ ঘটনা ঘটে।

এ সময় ইউনিটটির ভেতরে রোগীদের ডায়ালাইসিস চলছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেই আগুন নিয়ন্ত্রণে আনেন। ঢামেক সূত্রে জানা গেছে, এ ঘটনায় মারা যাওয়া রোগীর নাম জসিম উদ্দিন (৬১)। তার বাড়ি কুমিল্লার তিতাস উপজেলার উত্তর শ্রী নারায়ণকান্দিতে।

জসিম উদ্দিনের ছেলে মফিজ সংবাদমাধ্যমকে বলেন, শনিবার রাতে নিউমোনিয়া আক্রান্ত বাবাকে ঢামেক হাসপাতালের নতুন ভবনের ৬০১ নম্বর ওয়ার্ডের ৪৭ নম্বর বেডে ভর্তি করা হয়েছিল। কিন্তু আগুন লাগলে প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হয়। এ সময় বাবাকে হুড়োহুড়ি করে সিঁড়ি দিয়ে নিচে নামান দুলাভাই। এরপর বাবার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের উপসহকারী পরিচালক মো. বজলুর রশিদ বলেন, বিকেল ৩টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যদের পাঠানো হয়। আগুন লাগার পর তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করেন হাসপাতালের কর্মচারীরা। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন পুরো নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, নতুন ভবনে কিডনি বিভাগে এসি বিস্ফোরণ হলে আগুন লেগে যায়। পরে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।