তুলাসার বাওরের অতিথি পাখিরা মুগ্ধ করছে পাখিপ্রেমীদের
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৩ এএম, ১৮ জানুয়ারি ২০২৪ বৃহস্পতিবার
শীতের পাখির কাকলিতে মুখর তুলাসার বাওর।
শরীয়তপুর সদর উপজেলার তুলাসার বাওরসহ আরও অন্তত ২০টি জলাশয়ে শীতের শুরুতেই আসতে থাকে ঝাঁকে ঝাঁকে পাখি। এক শতাব্দীরও বেশি সময় ধরে এসব শীতের পাখি আসছে। প্রায় ২৫ প্রজাতির পরিযায়ী পাখির দেখা মেলা এ অঞ্চলে।
পাখিদের কলরবের সুধা ও সৌন্দর্যে সকাল বিকেল মুগ্ধতায় আচ্ছন্ন হয়ে বিমোহিত হয় দর্শণার্থীসহ এলকাবাসী। তবে আশপাশের কিছু অসেচতন মানুষের বাওর দূষণ ও ভরাটের কারণে দিনে দিনে কমছে অতিথি পাখির সংখ্যা। তাই সংশ্লিষ্ট দপ্তর এবং সরকারি বেসরকারি বিভাগসহ সকলকে সাথে নিয়ে সহায়ক পরিবেশ নিশ্চিত করে জীববৈচিত্র রক্ষা করে পরিবেশকে সমৃদ্ধ করার দাবি জানিয়েছেন এলাকাবাসীসহ সচেতন মহল।
তুলাসার গ্রামের মোতালেব ঢালী (৬৫) বলেন, প্রায় ১২ একর এলাকা জুড়ে এ বাওরে অতিথি পাখিদের আগমনই জানান দিত শীতের বার্তা। শীত বাড়ার সাথে সাথে বাড়তে থাকে পাখিদের আগমন। তবে পৌষ ও মাঘ মাসে এখানে দেখা মিলে সর্বোচ্চ সংখ্যক পাখি। এসময় সকাল সন্ধ্যা পাখিদের কিচিরমিচির শব্দ শুনতে প্রকৃতি প্রেমী মানুষের ভিড় জমে।
তিনি বলেন, আবার চৈত্র মাসের শেষের দিকে পাখিরা এখান থেকে সুদূরে নিজ গন্তব্যে ফিরে যায়। আমি বুঝতে শেখার পর থেকেই দেখে আসছি এ অতিথি পাখিদের মিলন মেলা। তবে ইদানিং শিকারীদের কোন দৌরাত্ম না থাকলেও আশপাশের মানুষের অসচেতনতার ফলে দূষণ ও ভরাটের কারণে বিনষ্ট হচ্ছে বাওরের পরিবেশ।
তিনি বলেন, এ কারণে ধীরে ধীরে কমছে পাখির সংখ্যাও। তাই অভয়াশ্রম নিশ্চিত করে পাখিদের সহায়ক পরিবেশ তৈরি করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানাচ্ছি।
শরীয়তপুর বিশিষ্ট কবি মির্জা হযরত সাইজি বলেন, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি তুলাসরের এ বাওরটি। শীতের সময় সাইবেরিয়া থেকে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে প্রকৃতির বন্ধু এ পাখি বাওরে এসে আমাদের শুধু আনন্দ বিলাসেই ভাসায় না জীববৈচিত্রের মিলনমেলায় নান্দনিক সৌন্দর্য ও কিচিরমিচির আওয়াজে মুখরিত করে পরিবেশকে করে তুলত সমৃদ্ধ।
তিনি বলেন, আশপাশের কিছু অসেচতন মানুষের পরিবেশ দূষণ ও ভরাটের কারণে বছরে বছরে কমছে পাখির সংখ্যা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি কার্যকরি পদক্ষেপ গ্রহণ করে তাহলে পরিযায়ী বন্ধু পাখি যেমন আমাদের সৌন্দর্যের ক্ষুধা মিটাবে তেমনি পরিবেশও হয়ে উঠত নির্মল।
শরীয়তপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার বলেন, শীশ মৌসুমে তুলাসার বাওরসহ বিভিন্ন জায়গায় পরিবেশের বন্ধু অতিথি পাখিদের কলরব ও অবগাহন শৈলী সৌন্দর্য পিপাসুদের মন ভরিয়ে তোলে।
তিনি বলেন, পাখিরা শুধু আমাদের আনন্দেই ভাসায় না পরিবেশ প্রতিবেশ রক্ষায় সহায়ক ভূমিকা পালন করে। তাই পরিযায়ী পাখিদের আগমন ও অবস্থান নিরাপদ রাখতে আমরা সকলে মিলেমিশে কাজ করব। সকল সীমাবদ্ধতা দূর করে আবার তুলাসার বাওরসহ জেলার বিভিন্ন স্থানে আবার পরিযায়ী পাখিদের মিলনমেলায় আমাদেরকে সমৃদ্ধ করবে।
জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ বলেন, তুলাসার বাওরটি আমাদের জেলার জন্য একটি সুন্দর ও মনোরম স্থান। বাওর দূষণ কিছু জায়গা ভরাট হয়ে যাওয়ায় অতিথি পাখির সংখ্যা কিছুটা কমেছে। এ বিষয়ে আমরা ইতিমধ্যে আইনী জটিলতা দূর করে দখলমুক্ত ও দূষণমুক্ত করতে পদক্ষেপ গ্রহণ শুরু করেছি।
তিনি বলেন, এ ছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে এ স্থানটিকে কেন্দ্র করে একটি আর্ষণীয় পর্যটন কেন্দ্র করার পরিকল্পনা গ্রহণ করেছি। আশা করছি আগামী দু-এক বছরের মধ্যে পর্যটকদের জন্য এটিকে একটি নান্দনিক পরিবেশ উপহার দিতে পারব।
শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ইকবাল হোসেন অপু বলেন, জলবায়ুর অভিঘাত মোকাবেলায় জীববৈচিত্র অত্যন্ত সহায়ক ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তুলাসার বাওরসহ জেলার অন্তত ২০টি স্থানে শীতের অতিথি পাখিরা কলকালীতে মুখরিত করে জেলাবাসীকে শত ব্যস্ততার মধ্যেও এনে দেয় প্রাকৃতিক প্রশান্তি।
তিনি আরও বলেন, এ জেলার সকল সম্ভাবনাকে কাজে লাগিয়ে সমন্বিতভাবে ভরাট বন্ধ ও দূষণমুক্ত করে পরিযায়ী পাখিদের অভয়াশ্রম নিশ্চিতে যা যা প্রয়োজন তাই করব।
- ব্রাজিলে বাস খাদে পড়ে ২৩ জনের প্রাণহানী
- বগুড়ায় আগাম জাতের আলু চাষ
- ঢাকার বাতাস আজ ‘ঝুঁকিপূর্ণ’
- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে গেজেট প্রকাশ
- হাসপাতালে ওষুধ কোম্পানির প্রতিনিধিরা আর ঢুকতে পারবে না
- ‘মেগা মানডে’ ঘোষণা, ঢাকা কলেজের সব ক্লাস বন্ধ
- স্কলাসটিকায় ঠাকুর’মার ঝুলির নাটক মঞ্চস্থ
- পাবনায় শিমের ভালো ফলনে কৃষকের ঘুরে দাঁড়ানোর চেষ্টা
- পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব জব্দ
- নব আলো সাহিত্য সংহতির ঢাকা বিভাগীয় কমিটির অভিষেক হলো
- ১০ সাংবাদিকের ব্যাংক হিসাব জব্দ
- আমাদের শেষ দেখাও হলো না: পরীমণি
- শিশুর পুষ্টির ঘাটতি মেটায় যে ৫ ফল
- শত চেষ্টা করেও ওজন কমাতে পারছেন না যে কারণে
- যেমন থাকবে আজকের আবহাওয়া
- জেনে নিন বিমানবন্দর নেই যে সব দেশে
- ঘুরে আসুন পানামসহ না.গঞ্জের পাঁচটি পর্যটন স্পট
- আজ পহেলা অগ্রহায়ণ, হেমন্তকাল শুরু
- বিশ্ব হার্ট দিবস আজ
- হেমন্তে ছাতিম ফুল সুগন্ধ ছড়িয়ে যায়
- শান্তিতে নোবেল পেল জাপানের মানবাধিকার সংস্থা নিহন হিদানকিও
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন আজ
- ‘রিমান্ড’-এ মম
- রাজু ভাস্কর্যের নারী প্রতিকৃতিতে হিজাব, যা জানা গেলে
- পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে ঘুরে দাঁড়াল ভারতের মেয়েরা
- সৈয়দ শামসুল হকের ৮ম মৃত্যুবার্ষিকী আজ
- নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১১২
- জীবনে প্রেম এসেছে ৬ বার: স্বস্তিকা
- পঞ্চগড় থেকে দেখে আসুন কাঞ্চনজঙ্ঘা
- গৃহশ্রমিক মেয়েদের দিন কষ্টে কাটে