ঢাকা, সোমবার ১০, মার্চ ২০২৫ ১৪:০১:১৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঈদে চলবে ৫ জোড়া বিশেষ ট্রেন মাগুরার সেই শিশুটির অবস্থা এখনও আশঙ্কাজনক মাগুরায় শিশু ধর্ষণ: মধ্যরাতে শুনানি, চার আসামি রিমান্ডে ধর্ষণের প্রতিবাদে ঢাবিতে মশাল মিছিল, স্লোগানে উত্তাল চবি রাজধানীতে গাড়িচাপায় প্রাণ গেল ২ নারীর, সড়ক অবরোধ ধর্ষণ-নির্যাতনের অভিযোগ জানাতে খোলা হচ্ছে হটলাইন

তেঁতুলিয়ায় টিউলিপ ছড়াচ্ছে মুগ্ধতা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৩ পিএম, ২ ফেব্রুয়ারি ২০২৫ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নেদারল্যান্ডসের রাজসিক সৌন্দর্যের ফুল টিউলিপ চতুর্থবারের মতো চাষ হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। সূর্যের আলো ও তাপ নিয়ন্ত্রণ করা বিশেষ ছাউনির নিচে সারি সারি টিউলিপ ফুটছে।

রাজসিক সৌন্দর্যের এ ফুল ছড়াচ্ছে মুগ্ধতা। ইতোমধ্যে পুরো বাগানজুড়ে ফুল ফোটা বাকি থাকলেও শীতের দেশের এই ফুল দেখতে দর্শনার্থীরা ছুটে যাচ্ছেন সেখানে। কেউ ছুঁয়ে দেখছেন, কেউ ছবি তুলছেন।

জানা গেছে, চলতি শীত মৌসুমে নয় প্রজাতির ২০ হাজার বাল্ব রোপণ করা হলে, ২০ দিনের মাথায় ফুটেছে ২ থেকে ৩ প্রজাতির প্রায় ২ হাজার ফুল। উদ্যোক্তারা বলছেন আগামী এক সপ্তাহের মধ্যে পুরো বাগানজুড়ে ফুটবে এই ফুল।

এদিকে নতুন মৌসুমে পর্যটক বরণসহ ফুল বিক্রিতে অধিক লাভের আশায় শেষ সময়ে ব্যস্ত সময় পার করছেন উদ্যোক্তারা।

২০২২ সালে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় প্রথমবারের মতো পাইলট প্রকল্প হিসেবে শারিয়ালজোত ও দর্জিপাড়া গ্রামের আট নারী উদ্যোক্তা চাষির মাধ্যমে, প্রথমবারের মতো শীতপ্রধান দেশের টিউলিপ চাষ শুরু হয়। বর্তমানে দর্জিপাড়ায় চতুর্থবারের মতো এই টিউলিপ চাষ করছে ১৩  নারী উদ্যোক্তা। জানুয়ারির শুরুর দিকে প্রায় তিন বিঘা জমিতে নয় প্রজাতির ২০ হাজার বাল্ব রোপণ করা হলেও ২০ দিনের মাথায় ২ থেকে ৩ প্রজাতির প্রায় দুই হাজার টিউলিপ ফুটেছে।  

এদিকে উদ্যোক্তারা বলছেন কয়েকদিনের মাথায় পুরো বাগানে ফুটবে ফুল টিউলিপ। একইসঙ্গে নতুন বছরের সাথে সাথে এবার অধিক লাভের আশা করছেন তারা।

উদ্যোক্তারা সাহিদা সুলতানা ও মুক্তা পারভীন বলেন, ইএসডিওর সহায়তায় আমরা ফুলের বাল্ব সংগ্রহ করে ফুল চাষ করছি। এই ফুলের বাগান করে মৌসুমে ৪০ থেকে ৫০ টাকা আয় হচ্ছে। প্রতিটি ফুল আমরা ১৫০ টাকায় বিক্রি করি। বাড়ির কাজের পাশাপাশি এই আয়ে সুন্দরভাবে পরিবার নিয়ে চলতে পারছি আমরা।

এদিকে বাগান পরিদর্শনে আসা আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক  বলেন, তেঁতুলিয়ার মাটিতে ভিনদেশি ফুল টিউলিপ চাষ একটি ভিন্ন উদ্যোগ। খুব ভালো লাগছে এখানে এসে। আমি মনে করি, টিউলিপ ফুল চাষে যেমন কাজের সুযোগ পাচ্ছেন নারী উদ্যোক্তারা, তেমনি সাবলম্বী হচ্ছেন তারা।

তেঁতুলিয়ায় আগেও অন্য অনেক কিছু নিয়ে পরিচিতি থাকলেও এটা ভিন্ন। আর আমাদের এই প্রকল্প ইকো-ট্যুরিজমের উদ্দেশ্যে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

জানা গেছে, পল্লীকর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) আর্থিক সহায়তায় চতুর্থবারের মতো টিউলিপ ফুল চাষের এই উদ্যোগ নিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)।