ঢাকা, সোমবার ২৫, নভেম্বর ২০২৪ ১০:৫৪:৫৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, তাপমাত্রা নামল ১৩ ডিগ্রিতে ব্রাজিলে বাস খাদে পড়ে ২৩ জনের প্রাণহানী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে গেজেট প্রকাশ পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব জব্দ ১০ সাংবাদিকের ব্যাংক হিসাব জব্দ মিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৭ ইসরায়েলি হামলায় গাজায় ৩৮, লেবাননে ৩৩ প্রাণহানী

দিল্লিতে রেড অ্যালার্ট জারি

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪০ পিএম, ২৯ ডিসেম্বর ২০২৩ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দিল্লিসহ উত্তর ভারতের বেশ কিছু রাজ্য কুয়াশায় ঢাকা পড়েছে। এতে এসব এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। রাজধানী দিল্লিতে ফের ফ্লাইট বিলম্বেরও হিড়িক পড়েছে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দিল্লি বিমানবন্দরে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক মিলিয়ে মোট ১৩৪টি ফ্লাইট বিলম্বিত হয়। এরপর আরও ৭১টি ফ্লাইট বিলম্বিত হয়েছে।

একই চিত্র দেখা গেছে দিল্লি রেলওয়ে স্টেশনে। সেখানে অন্তত ২২টি ট্রেন ছাড়তে দেরি করেছে। এতে দুর্ভোগে পড়েন শত শত যাত্রী।


এর আগে বুধবারও দিল্লি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ মিলিয়ে মোট ১১৫টি প্লেনের ওঠানামায় দেরি হয়। প্রভাব পড়ে দূরপাল্লার ট্রেনগুলোর ওপর।

এয়ার কোয়ালিটি ইনডেক্সে দেখা গেছে দিল্লির স্কোর ৩৫৬, যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আগামী দুই দিনে এই অবস্থার আরও অবনতি হতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।


বাতাসের মান ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে তাকে ক্ষতিকর বলে ধরা হয়। ৩০১ থেকে ৪০০ এর মধ্যে বাতাসের মান থাকলে তা অত্যন্ত ক্ষতিকর এবং ৪০১ থেকে ৫০০ এর মধ্যে থাকলে পরিস্থিতি গুরুতর বলে ধরা হয়।