দুর্গম চরে পরীক্ষামূলক সূর্যমুখীর চাষে সফলতা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩২ পিএম, ৪ এপ্রিল ২০২২ সোমবার
ফাইল ছবি
ভোলার দুর্গম কলাতলীর চরে লবণাক্ত পতিত জমিতে প্রথম বারের মত পরীক্ষামূলক সূর্যমুখী ফুলের চাষে সফলতা এসেছে। এই এলাকার জমিতে লবণাক্ততার কারণে আমন মৌসুমের পর জমিগুলো অনাবাদি পড়ে থাকতো।
সেখারে সূর্যমুখী ফুলের ভালো ফসল হওয়ায় খুশী কৃষক। স্বল্প খরচে অধিক ফলন দেখে এলাকার অন্যান্য কৃষকদের মাঝে সূর্যমুখী চাষে আগ্রহ দেখা দিয়েছে। এতে অনাবাদী জমির পরিমাণ কমার পাশাপাশি স্থানীয়ভাবে ভোজ্য তেলের চাহিদা পূরণ হবে বলছে কৃষি বিভাগ। কলাতলী চরে চারদিকে ফাকা মাঠ মাঝখানে ফুটে আছে হলুদ সূর্যমুখী ফুল। সূর্য যখন যেদিকে হেলছে, সূর্যমুখী ফুলও সেদিকে হেলে পড়ছে। সবুজের মধ্যে হলুদ ফুলগুলো অপরূপ সৌন্দর্যের উৎস হয়ে দাঁড়িয়ে। এর সৌন্দর্যে মুগ্ধ হয়ে মৌমাছির দল যেমন ছুটে আসছে তেমনি প্রকৃতিপ্রেমীরা আসছেন দল বেঁধে।
ফুলের সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি ছবিও তুলতে আসছেন তারা। কিন্তু কয়েক বছর আগেও দ্বীপ জেলা ভোলার মনপুরা উপজেলার দুর্গম এই কলাতলীর চরে আমন মৌসুমে ধান কাটার পর জমিগুলো অনাবাদি পড়ে থাকতো বলে জানান স্থানীয়রা।
তারা আরও জানান, এ বছর প্রথমবারের মতো লবণাক্ত জমিতে উচ্চমূল্যের ফসল চাষের মাধ্যমে উদ্যোক্তাদের আয় বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি লক্ষ্যে পিকেএসএফের পেজ প্রকল্পের আওতায় বেসরকারি এনজিও গ্রামীণ জন উন্নয়ন সংস্থা পরীক্ষা মূলকভাবে সূর্যমুখী ফুলের আবাদ শুরু করে। সংস্থাটির কাছ থেকে বিনামূল্যে বীজ, জৈব সার এবং প্রশিক্ষণ নিয়ে স্থানীয় কৃষক শাহ জালাল তার ৬০ শতাংশ জমিতে সূর্যমুখী ফুলের আবাদ করেন। প্রথমবারেই জমিতে সূর্যমুখীর বাম্পার ফলনে তিনি বেজায় খুশি।
ভোলার মনপুরার কলাতলী চরে কৃষক শাহ জালাল জানান, নদীর লবণাক্ত পানি কলাতলী চরে প্রবেশ করায় এ চরে গত কয়েক বছর ধরে তেমন কোন ফসল হচ্ছিলনা। ফলে অনাবাদি ছিল তার জমি। চলতি মৌসুমে স্থানীয় এনজিও গ্রামীণ জন উন্নয়ন সংস্থা থেকে বিনামূল্যে বীজ ও জৈব সার এবং প্রশিক্ষণ নিয়ে সূর্যমুখীর আবাদ করেছেন। ফলনও হয়েছে ভালো। শেষ পর্যন্ত আবহাওয়া অনুকুলে থাকলে ও বাজারে সূর্যমুখীর দাম ভালো পেলে লাভবান হতে পারবেন বলে মনে করছেন স্থানীয় এ চাষি।
তার সাফল্য দেখে স্থানীয় অর্ধ শতাধিক কৃষক সূর্যমুখী চাষে উদ্বুদ্ব হয়েছেন। আগামীতে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা সহায়তা ও পরামর্শ নিয়ে সূর্যমুখীর চাষ করবেন বলে জানান তারা।
স্থানীয় কৃষক সিরাজুল ইসলামের স্ত্রী মনোয়ারা বেগম ও শাহীন মোল্লার স্ত্রী হাজেরা বেগম বলেন, পাশ্ববর্তী চাষী শাহ জালালের সূর্যমুখী চাষের সাফল্য দেখে তাদেরও এ চাষে আগ্রহ বেড়েছে। আগামীতে তারাও গ্রামীণ জন উন্নয়ন সংস্থা থেকে বীজ, সার ও প্রশিক্ষণ নিয়ে সূর্যমুখীর চাষ করবে বলে জানান তারা।
এ ব্যাপারে গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন জানান, লবণাক্ত জমিতে উচ্চমূল্যের ফসল চাষের মাধ্যমে উদ্যোক্তাদের আয় বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি লক্ষ্যে পিকেএসএফের পেজ প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা দুর্গম কলাতলীর চরে পরীক্ষা মূলকভাবে একজন কৃষকের মাধ্যমে সূর্যমুখীর আবাদ শুরু করে। লবণাক্ত জমিতে ফলনও হয়েছে ভালো। তার দেখাদেখি অন্যান্য কৃষকদেরও সূর্যমুখী চাষে আগ্রহ বেড়েছে। আগামীতে এ প্রকল্পের আওতায় ওই চরে আরও বেশি কৃষক তৈরির পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা রয়েছে সংস্থাটির।
তিনি আরও জানান, মনপুরার কলাতলীর চর ছাড়াও ভোলা সদর, চরফ্যাশন, দৌলতখান, বরিশাল জেলার বাখেরগঞ্জ, বাবুগঞ্জ, পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় এ প্রকল্পের আওতায় ৭২ হেক্টর জমিতে ১ হাজার ১০০ কৃষক এবছর সূর্যমুখীর আবাদ করেছে। এ বিষয়ে মনপুরা উপজেলার কৃষি কর্মকর্তা আকাশ বৈরাগী বলেন, কলাতলীর চরের চারিদিকে কোন বেড়িবাঁধ না থাকায় জোয়ারের লবণাক্ত পানি ভেতরে ঢুকে। ফলে আমনের মৌসুমে শুধু আমন ধান ছাড়া কোন ফসল হয়না। ওই চরে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা কৃষকদের উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম শুরু করেছে। উপকূলের লবণাক্ত এসব জমিতে সূর্যমুখীর উৎপাদন বাড়াতে পারলে একদিকে যেমন অনাবাদি জমির পরিমাণ কমবে, অন্যদিকে দেশে ভোজ্য তেলের আমদানি নির্ভরতা অনেকাংশে হ্রাস পাবে বলে মনে করেন এই কর্মকর্তা।
- গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে নারীসহ দগ্ধ ৪
- ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’
- মওলানা ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী আজ
- মহাকাশচারীদের নিয়ে উপন্যাস ‘অরবিটাল’ লিখে বুকার জিতলেন হার্ভে
- সাতক্ষীরায় জনপ্রিয় হচ্ছে পানিফল চাষ, বাড়ছে কর্মসংস্থান
- নিখোঁজের ২৫ বছর পর মাকে ফিরে পেলেন সন্তানেরা
- হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হচ্ছেন ২৭ বছর বয়সী ক্যারোলিন
- জাতীয় সংসদে কোনো সংরক্ষিত নারী আসন থাকবে না
- শুরু হলো নবান্ন উৎসব
- রাষ্ট্র সংস্কারই এই সরকারের প্রধান চ্যালেঞ্জ: প্রধান উপদেষ্টা
- দিনাজপুরে তাপমাত্রা ১৬ দশমিক ৮, বাড়ছে শীতের প্রকোপ
- তাপমাত্রা ও কুয়াশা নিয়ে আবহাওয়ার নতুন বার্তা
- খালেদা জিয়ার সঙ্গে তারেক রহমানের উপদেষ্টার সাক্ষাৎ
- ঘন কুয়াশায় উড়োজাহাজ ওঠানামায় বিঘ্ন
- আন্তর্জাতিক ভূরাজনৈতিক সম্মেলনে ভাষণ দেবেন ড. ইউনূস
- জেনে নিন বিমানবন্দর নেই যে সব দেশে
- অফিসে ‘গোপন কক্ষ’ নিয়ে মুখ খুললেন মালা খান
- ঘুরে আসুন পানামসহ না.গঞ্জের পাঁচটি পর্যটন স্পট
- ড.ইউনুসকে তসলিমা নাসরিনের খোলা চিঠি
- বিশ্ব হার্ট দিবস আজ
- আজ পহেলা অগ্রহায়ণ, হেমন্তকাল শুরু
- হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু
- হারিয়ে যাচ্ছে কদম ফুল
- নারী বিশ্বকাপের জন্য দল ঘোষণা বাংলাদেশের
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন আজ
- হেমন্তে ছাতিম ফুল সুগন্ধ ছড়িয়ে যায়
- ‘রিমান্ড’-এ মম
- শান্তিতে নোবেল পেল জাপানের মানবাধিকার সংস্থা নিহন হিদানকিও
- সালমান শাহ এক অকৃত্রিম ভালোবাসার নাম: শাবনূর
- যানজটে দৈনিক ৮২ লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে