ঢাকা, রবিবার ১৭, নভেম্বর ২০২৪ ১১:৫১:৩৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাড়ছে শীতের প্রকোপ, ১৬ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে নারীসহ দগ্ধ ৪ মওলানা ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী আজ মহাকাশচারীদের নিয়ে উপন্যাস ‘অরবিটাল’ লিখে বুকার জিতলেন হার্ভে জাতীয় সংসদে কোনো সংরক্ষিত নারী আসন থাকবে না রাষ্ট্র সংস্কারই এই সরকারের প্রধান চ্যালেঞ্জ: প্রধান উপদেষ্টা

দেশের বিভিন্ন আঞ্চলে চৈত্রের ভোরে মাঘের কুয়াশা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০১ পিএম, ২৩ মার্চ ২০২২ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

চৈত্র মাসের ৯ম দিন। রাতে ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিলেন জাহিদুল ইসলাম। তার প্রাইভেটকার যখন সীতাকুণ্ডে পৌঁছাল তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে। কিন্তু মনে হচ্ছে এ যেন শীতের মধ্য মাঘ। ঘন কুয়াশায় ঢেকে আছে চারপাশ। সামনে কিছুই প্রায় দেখা যাচ্ছে না। গাড়ির হেডলাইট জ্বেলে এগোতে হচ্ছে সতর্কতার সঙ্গে।

এমন কুয়াশার বিষয়ে কথা বলেছেন আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা। বুধবার (২৩ মার্চ) তিনি বলেন, শুধু চট্টগ্রাম নয়, দেশের অনেক এলাকাতেই ভোরে কুয়াশা দেখা যাচ্ছে। এটি অস্বাভাবিক নয়। চৈত্র পেড়িয়ে বৈশাখের ভোরেও প্রতিবছর এমন কুয়াশা দেখা যায়। সাধারণভাবে একে কুয়াশা বলা হলেও এটি আসলে পুরোপুরি কুয়াশা নয়। একে হেজি-ভাব বলা যায়।

বিশ্বের সবচেয়ে দূষিত দেশের তকমা এখন বাংলাদেশের। এই ধরনের মেঘের পেছনে বায়ুদূষণের ভূমিকা আছে কি না জানতে চাইলে আফরোজা সুলতানা বলেন, কখনো কখনো মেঘের কারণে এই হেজিভাব হতে পারে। আনুষঙ্গিক আরও কিছু কারণেও এমনটি হতে পারে। সরাসরি বায়ুদূষণের কোনো ভূমিকা নেই। তবে বায়ুমণ্ডলে ধুলাবালি বেশি থাকলে দৃষ্টিসীমায় হেজিভাব আসতে পারে। 
তাপমাত্রা বিষয়ে এই আবহাওয়াবিদ জানান, আজ (বুধবার) দিনের তাপমাত্রা অপরিবর্তিত এবং রাতে তাপমাত্রা কিছুটা কমতে পারে।আগামী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছেন আফরোজা সুলতানা। তিনি বলেন, দেশের অন্যান্য অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

তিনি জানান, উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে যে গভীর নিম্নচাপটি ছিল তা উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে মিয়ানমার অতিক্রম করে দুর্বল হয়ে পড়ছে। লঘুচাপটির বর্ধিতাংশ এখন হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে যে ১ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছিল তা উঠিয়ে নেওয়া হয়েছে।

বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাঙামাটি ও রাজশাহী জেলাসহ সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

বুধবার ঢাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সকালে ঢাকায় তাপমাত্রা ছিল ২৪.৯ ডিগ্রি সেলসিয়াস, আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ। বিকেলের আর্দ্রতা থাকবে ২০ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.১ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় বায়ুচাপ ১০০৮ দশমিক ৬ হেক্টো প্যাসকেলস (এইচপিএ)।বুধবার ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১১ মিনিটে। আগামীকাল (বৃহস্পতিবার) ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৫টা ৫৯ মিনিটে।