ঢাকা, শুক্রবার ১৮, এপ্রিল ২০২৫ ২২:৩৭:৪৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ত্রিদেশীয় সিরিজ খেলবে নারী ফুটবলাররা ড. ইউনূস বাংলাদেশকে বের করে আনছেন: হিলারি ক্লিনটন সেই টিপকাণ্ড নিয়ে মামলার আবেদন ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে গুলিতে হতাহত ৮ কাতারে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী ৪ নারী ক্রীড়াবিদ সংঘর্ষে ছাদ উড়ে গেলেও বাস চালিয়ে গেলেন চালক! বেড়েছে তেল, পেঁয়াজ ও সবজির দাম, কমেছে মুরগির হবিগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নারীসহ নিহত ৪

ধর্ষণের পর কঙ্গোর কারাগারে কয়েক’শ নারীকে পুড়িয়ে হত্যা!

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৪ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০২৫ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কঙ্গোর গোমা শহরে হামলার সময় শত শত নারীকে ধর্ষণের পর আগুনে জীবন্ত পুড়িয়ে হত্যার অভিযোগ উঠছে।বুধবার (৫ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

জাতিসংঘের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, বিদ্রোহীদের হামলার সময় গোমার একটি কারাগারে বন্দি নারীদের ওপর নারকীয় অত্যাচার চালানো হয়। পালিয়ে যায় কারাগারে থাকা হাজার হাজার পুরুষ বন্দি।

জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর উপপ্রধান ভিভিয়ান ভ্যান ডি পেরে জানিয়েছেন, ঘটনার সময় কারাগার থেকে প্রায় চার হাজার পুরুষ বন্দি পালিয়ে যেতে সক্ষম হলেও, নারীদের অংশটিতে আগুন ধরিয়ে দেয়া হয়।

তিনি বলেন, ‘কারাগারে থাকা শত শত নারীকে ধর্ষণ করা হয়, এরপর তাদের কক্ষগুলোতে আগুন লাগিয়ে পুড়িয়ে মারা হয়।’

রুয়ান্ডা-সমর্থিত এম২৩ বিদ্রোহীরা গত ২৭ জানুয়ারি গোমার কেন্দ্রস্থলে পৌঁছানোর পরপরই সেখানে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়।

তবে কারাগারে কী ঘটেছে, সে সম্পর্কে বিস্তারিত জানা সম্ভব হয়নি। কারণ জাতিসংঘের তদন্তকারী দলকে সেখানে প্রবেশ করতে দিচ্ছে না এম ২৩ বিদ্রোহীরা। ফলে এই নৃশংসতার মূল পরিকল্পনাকারীদের সঠিক পরিচয়ও এখনো নিশ্চিত হওয়া যায়নি।

জাতিসংঘের মানবাধিকার দফতর সতর্ক করেছে, গোমায় বিদ্রোহী দলগুলো সংঘাতের অস্ত্র হিসেবে যৌন সহিংসতা চালাচ্ছে। গোমার পরিস্থিতি এতটাই গুরুতর যে, ১০ লাখের বেশি মানুষের শহরটি এখন পুরোপুরি এম২৩ বাহিনীর দখলে রয়েছে। তবে গেল সোমবার হঠাৎ করেই বিদ্রোহীরা একতরফা যুদ্ধবিরতির ঘোষণা দেয়।