ঢাকা, সোমবার ২৫, নভেম্বর ২০২৪ ৪:৩৪:২০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব জব্দ ১০ সাংবাদিকের ব্যাংক হিসাব জব্দ মিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৭ ইসরায়েলি হামলায় গাজায় ৩৮, লেবাননে ৩৩ প্রাণহানী প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই প্রিয়াঙ্কার বাজিমাত বাংলাদেশ সফরে আসতে পারেন ব্রিটিশ রাজা চার্লস

নামিবিয়ার প্রেসিডেন্ট হেগে জিঙ্গোব মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০৯ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০২৪ রবিবার

নামিবিয়ার প্রেসিডেন্ট হেগে গেইঙ্গোব।  ফাইল ছবি।

নামিবিয়ার প্রেসিডেন্ট হেগে গেইঙ্গোব। ফাইল ছবি।

নামিবিয়ার প্রেসিডেন্ট হেগে গেইঙ্গোব আজ রোববার ভোরে মারা গেছেন। রাজধানী উইন্ডহোকের একটি হাসপাতালে তিনি মারা যান। প্রেসিডেন্টের কার্যালয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম একস-এ এক বিবৃতিতে এ তথ্য জানায়। 

ভাইস প্রেসিডেন্ট নাঙ্গোলো এমবুম্বা আজ ভোরে গেইনগবের মৃত্যুর খবর জানান।

তার বয়স হয়েছিল ৮২ বছর। 

নাঙ্গোলো এমবুম্বা স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, অত্যন্ত  শোক ও দুঃখের সাথে জানাচ্ছি যে, নামিবিয়া প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট আমাদের প্রিয় ডা. হেজ জি জিঙ্গোব আজ, রোববার ৪ ফেব্রুয়ারি ২০২৪ ভোর ৪ টার কাছাকাছি সময়ে লেডি পোহাম্বা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

এমবুম্বা বিবৃতিতে বলেন, প্রেসিডেন্ট গেইনগবের মৃত্যুর সময় স্ত্রী মনিকা গেইনগোস ও সন্তানেরা তাঁর পাশে ছিলেন।
খবর এএফপি’র।

৮২ বছর বয়সী নেতা গেইনগব ক্যানসারে আক্রান্ত ছিলেন। গত মাসে জনসাধারণের কাছে তিনি তাঁর রোগের কথা জানান।

প্রেসিডেন্ট কার্যালয় থেকে ঘোষণা করা হয়েছিল, গেইনগব চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যাবেন এবং ২ ফেব্রুয়ারি দেশে ফিরবেন।

২০১৫ সালে দ্বিতীয় ও চূড়ান্ত মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন গেইনগব। গত বছর তাঁর একটি অস্ত্রোপচার হয়েছিল। ২০১৪ সালে এ নেতা জানান, তিনি প্রোস্টেট ক্যানসার থেকে সেরে উঠেছেন।
নামিবিয়ায় আগামী নভেম্বরে প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচন হওয়ার কথা।

১৯৯০ সাল থেকে ক্ষমতায় থাকা সোয়াপো দল তাদের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে নান্দি-এনদাইতওয়াহকে বেছে নিয়েছে। তিনি বর্তমানে উপপ্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।