ঢাকা, সোমবার ২৫, নভেম্বর ২০২৪ ১৫:৩২:০৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, তাপমাত্রা নামল ১৩ ডিগ্রিতে ব্রাজিলে বাস খাদে পড়ে ২৩ জনের প্রাণহানী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে গেজেট প্রকাশ পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব জব্দ ১০ সাংবাদিকের ব্যাংক হিসাব জব্দ মিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৭ ইসরায়েলি হামলায় গাজায় ৩৮, লেবাননে ৩৩ প্রাণহানী

নারী উদ্যোক্তা : মূলধন মূল সমস্যা

দীপক রহমান, স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত : ০৫:৪৭ এএম, ১২ নভেম্বর ২০১৩ মঙ্গলবার

বাংলাদেশ ব্যাংক দেশের ব্যাংকগুলোকে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে বিতরণকৃত ঋণের মধ্যে ১০ শতাংশ নারী উদ্যোক্তাদের মাঝে বিতরণ করার নির্দেশন দিলেও বাস্তবে তার প্রয়োগ এখনও দেখা যাচ্ছে না৷ বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী চলতি বছরে এসএমই খাতে বিতরণকৃত ঋণের মাত্র তিন শতাংশ নারীদের দেয়া হয়েছে৷ ব্যাংকগুলোর দাবি মহিলা উদ্যোক্তারা ঋণের জন্য আসেন না৷ অন্য দিকে মহিলা উদ্যোক্তারা দাবি করেছেন নানা যুক্তিতে ব্যাংক তাদের ঋণ প্রদানে অনীহা প্রকাশ করেছে৷ এদিকে বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বে যেখানে উন্নত বাজার অর্থনীতিতে মোট ব্যবসা-বাণিজ্যের ২৫ শতাংশেরও বেশি উদ্যোক্তা নারী, সে তুলনায় বাংলাদেশে নারী উদ্যোক্তা এখনও ১০ শতাংশের কম৷ জাতিসংঘের সামপ্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে ৮৮ শতাংশ নারীই মনে করেন তার উদ্যোক্তা হয়ে উঠার পিছনে মূলবাধা মূলধন৷ তাদেও মতে নারীর অগ্রগতির সঙ্গে দেশের অর্থনৈতিক উন্নয়ন ঘনিষ্ঠভাবে সম্পর্কিত৷ এই বাস্তবতার আলোকে বাংলাদেশ নারী উদ্যোক্তাদের প্রতি সহায়তার হাত প্রসারিত করা জরুরী৷ নারী উদ্যোক্তাদের দীর্ঘ দিনের দাবী ঋণের সুদের হার কমানো, ঋণের গ্রেস পিরিয়ড বাড়ানো, গ্যারান্টার শর্ত শিথিল করা এবং ট্রেড লাইসেন্স এবং টিআইএন নম্বরপ্রাপ্তি সহজ করা৷ নারী উদোক্তারা অভিযোগ করে বলেন, স্বামীর গ্যারান্টি ছাড়া একাধিক ব্যাংক এসএমই ঋণ দিচ্ছে না৷ যা একেবারেই গ্রহণযোগ্য নয়৷ এক্ষেত্রে যে সব মহিলা উদ্যোক্তার স্বামী নেই তাদের ঋণ গ্রহণেরও সুযোগ থাকল না৷ এদিকে অভিযোগ আছে কিছু ব্যাংক প্রতিষ্ঠান ঋণ প্রদানের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের নির্দেশ অমান্য করছে৷ মহিলাদের গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে না৷ তাই বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বিভিন্ন উন্নয়নের পদক্ষেপ গ্রহণ করা হলেও বাস্তবে তার পূর্ণ প্রয়োগ হচ্ছে না৷ বিশেষজ্ঞরা বলছেন, নারী উদ্যোক্তা বৃদ্ধির লক্ষ্যে গ্রামীণ নারীদের মধ্যেও ঋণের প্রবাহ বাড়াতে হবে৷ এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংক ও সরকারকেই উদ্যোগ নিতে হবে৷ বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রাম বিভাগের মহাপরিচালক সুকোমল সিংহ চৌধুরি বলেন, শিল্পায়নে অর্থায়ন বৃদ্ধি করতে পারলে এসএমই`র উন্নয়ন হবে৷ বর্তমানে নারী উদ্যোক্তারা নানা সুবিধা থেকে বঞ্চিত হলেও ভবিষ্যতে এ কাজে তাদের যাত্রা পথকে সহজ করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও সরকারের পক্ষ থেকে গড়ে তোলা হচ্ছে নানা নিয়ম নীতি৷ অন্যান্য ব্যাংকসমূহে এসব নীতি প্রথার সুষ্ঠু প্রয়োগই দেশের ভাগ্য উন্নয়নে নারী উদ্যোক্তাদের এগিয়ে আসতে সাহায্য করবে৷ এসএমই খাতের এই মুহূর্তে প্রধান সমস্যা এই ঋণ সম্পর্কে তৃণমূল পর্যায়ের নারীদের অজ্ঞতা বলে মনে করেন এর সাথে সংশ্লিষ্টরা৷ তৃণমূল নারী উদ্যোক্তাদের দক্ষতা বাড়ানো ও প্রয়োজনীয় শিক্ষার সুযোগ বাড়ানো জরুরী বলে মনে করেন তারা৷ নারী উদ্যোক্তা শামসুন্নাহার বলেন, সুযোগ পেলে বাংলাদেশের নারীরা অনেক কিছুই করতে পারে৷ কিন্তু তাদেও সে সুযোগই দেয়া হচ্ছে না৷ যদি তারা এসএমই ঋণ সম্পর্কে জানতো তবে আরো এগিয়ে আসতে পারত৷ এসএমই সুবিধা সম্পর্কে গ্রামীণ জনপদের নারীদের জানাতে সবাইকে একসাথে কাজ করতে হবে৷ ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোকেও তাদের কাজের ব্যাপারে আরো সত্‍ হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা৷ এছাড়া, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে তারা এসএমই বিষয়ক সেমিনার, ওয়ার্কশপ ও মেলার প্রতি গুরুত্বারোপ করেন তারা৷ বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান নারী উদ্যোক্তাদের ঋণের সুদের হার কমানোর আশ্বাস দিয়ে বলেন, নারী উদ্যোক্তাদের মধ্যে কোনো ঋণ খেলাপী নেই৷ এসএমই প্রসারে এডিবির নতুন তহবিল এসেছে৷ এ তহবিলে নারী উদ্যোক্তাদের জন্য ১০ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ বরাদ্দ রাখার চিন্তা ভাবনা চলছে৷ এসএমই ঋণ গ্রহণে নারী উদ্যোক্তাদের আগ্রহী করে তুলতে সমপ্রতি গ্রুপভিত্তিক ঋণ সুবিধাও চালু করা হয়েছে৷ মূলধনের অভাব, ব্যাংক ঋণে সুদের উচ্চহার এবং বিপণন ব্যবস্থায় দুর্বলতা ক্ষুদ্র ও মাঝারি শিল্পে প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে মূল প্রতিবন্ধকতা বলে মনে করেন বিশেষজ্ঞরা৷ এ অবস্থার উত্তরণে সরকারের পাশাপাশি ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানান তারা৷ ১২ নভেম্বর`২০১৩