ঢাকা, সোমবার ২৫, নভেম্বর ২০২৪ ৭:২৭:৫৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব জব্দ ১০ সাংবাদিকের ব্যাংক হিসাব জব্দ মিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৭ ইসরায়েলি হামলায় গাজায় ৩৮, লেবাননে ৩৩ প্রাণহানী প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই প্রিয়াঙ্কার বাজিমাত বাংলাদেশ সফরে আসতে পারেন ব্রিটিশ রাজা চার্লস

নারীর সুরক্ষায় মোবাইল অ্যাপ ‘সংকেত’

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:১৫ পিএম, ১০ মার্চ ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

‘নিরাপত্তা আমার অধিকার’ এই ট্যাগ লাইনে বাংলাদেশের অন্যতম সফটওয়্যার এবং মোবাইল অ্যাপ নির্মাণকারী প্রতিষ্ঠান সফটলজি লিমিটেড নারী দিবসে নিয়ে এলো সুরক্ষাকারী মোবাইল অ্যাপ ‘সংকেত’।

চলার পথে, বিপদ কিংবা বিপদের সম্ভাবনা দেখলেই ‘সংকেত’ অ্যাপ ব্যবহারকারী নিজের মোবাইল ফোনে একটি বাটন চাপ দিয়ে নির্দিষ্ট তিন জন অভিভাবকের মোবাইলে এবং তিন জন অভিভাবককে ই-মেইলের মাধ্যমে বিপদের বার্তা ও লোকেশন পাঠাতে পারবে।


ফলে বিপদ থেকে রক্ষা পেতে সহায়তা করবে ‘সংকেত’ অ্যাপটি।
গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই বিষয়ে জানিয়েছে সফটলজি লিমিটেড। এর আগে আন্তর্জাতিক নারী দিবসে নারীর সুরক্ষাকারী মোবাইল অ্যাপ ‘সংকেত’ সফটালজি লিমিটেড এবং অনন্ত গ্রুপের যৌথ উদ্যোগে নারী এবং বয়স্কদের মধ্যে সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হয়েছে ।

সফটলজি লিমিটেডের উপদেষ্টা এয়ার ভাইস মার্শাল মো. হুমায়ুন কবির (অব.) জানান, নারী দিবস এবং মহান স্বাধীনতার মাস উপলক্ষে আগামী ২৬ মার্চ ২০২২ পর্যন্ত ‘সংকেত’ মোবাইল অ্যাপ বিনামূল্যে বিতরণ করা হবে।

এছাড়া অনন্ত গ্রুপের পক্ষ থেকে জানানো হয়, নারী দিবসে নারীর সুরক্ষায় নিজেদের যুক্ত করতে পেরে অনন্ত গ্রুপ আনন্দিত।