ঢাকা, বুধবার ২০, নভেম্বর ২০২৪ ১৭:৪৬:২৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কবি সুফিয়া কামালের মৃত্যুবার্ষিকী আজ খালেদাসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল নিউইয়র্কে বাংলাদেশের কনস্যুলার ফি ক্রেডিট কার্ডে দেয়া যাবে লেবাননে সংঘাতে ২শ’রও বেশি শিশু নিহত: ইউনিসেফ জাহাঙ্গীরনগরে অটোরিকশার ধাক্কায় শিক্ষার্থী নিহতের ঘটনায় `ব্লকেড` পদত্যাগ করেছেন হাইকোর্টের তিন বিচারপতি

নিউইয়র্কে বাংলাদেশের কনস্যুলার ফি ক্রেডিট কার্ডে দেয়া যাবে

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪১ পিএম, ২০ নভেম্বর ২০২৪ বুধবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নিউইয়র্কে বাংলাদেশের কনস্যুলেট জেনারেল মঙ্গলবার থেকে সে দেশে ক্রেডিট কার্ডের মাধ্যমে সব ধরনের কনস্যুলার ফি জমা দেয়ার ব্যবস্থা করেছে। কনস্যুলেট জেনারেলের সেবাকে আরো স্বচ্ছ, জবাবদিহি ও জনবান্ধব করার অংশ হিসেবে এ সেবা চালু হলো। নিউইয়র্কের কনসাল জেনারেলের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বুধবার  একথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্রেডিট কার্ডের মাধ্যমে সব ধরনের সরকার নির্ধারিত ফি জমা দেয়ার ক্ষেত্রে প্রতিটি লেনদেনের জন্য ৩ শতাংশ ব্যাংক সারচার্জ প্রযোজ্য হবে। তবে একইসাথে মানি অর্ডারের মাধ্যমে ফি পরিশোধের প্রচলিত ব্যবস্থাও বহাল থাকবে।

সেবা  গ্রহীতাদের ক্রেডিট কার্ডের মাধ্যমে সরকারি ফি পরিশোধের এ সুবিধা গ্রহণের জন্য কনসাল জেনারেলের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

এদিকে বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে। গেল সেপ্টেম্বরে ক্রেডিট কার্ড ব্যবহার করে বাংলাদেশিরা যুক্তরাষ্ট্রে খরচ করেছেন ৭৭ কোটি টাকা। এর ফলে বিদেশে ক্রেডিট কার্ড ব্যবহারে শীর্ষস্থান থেকে দ্বিতীয় স্থানে নেমে গেল ভারত।