নিখোঁজের ২৫ বছর পর মাকে ফিরে পেলেন সন্তানেরা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২০ পিএম, ১৬ নভেম্বর ২০২৪ শনিবার
সংগৃহীত ছবি
প্রায় ২৫ বছর আগে ঢাকার সদরঘাট থেকে নিখোঁজ হন জাহানারা বেগম। এরপর থেকে বহু জায়গায় খুঁজেও তার কোনো সন্ধান পাননি স্বজনরা। দীর্ঘ এত বছর পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে তাকে খুঁজে পান তার সন্তানরা।
শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া বাজার এলাকা থেকে তাকে নিয়ে যান তার স্বজনরা।
জানা যায়, জাহানারা বেগমের বর্তমান বয়স ৬০ বছর। ঠিকভাবে কথাও বলতে পারেন না। গত ১৫-২০ দিন যাবত তিনি পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া বাজার কমিটির সভাপতি আশরাফুল আলম রিপনের দোকানের সামনে ঘোরাফেরা করতেন। এরপর আশরাফুল আলম রিপন তার বাড়িতে জাহানারা বেগমকে নিয়ে তার পরিচয় জানার চেষ্টা করেন। কিন্তু বুঝা যাচ্ছিল তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। তাই অসংলগ্ন কথাবার্তা বলছিলেন। শুধু ‘বরগুনা ও ঘটবাড়িয়া’ শব্দ দুটি বোঝা যাচ্ছিল। তাই সেসব লিখে ফেসবুকে পোস্ট দেওয়া হয়। এরপরই বরগুনা থেকে তার স্বজনেরা যোগাযোগ করেন।
জাঙ্গালিয়া বাজার কমিটির সভাপতি আশরাফুল আলম রিপন বলেন, ১৫-২০ দিন ধরে জাহানারা বেগম আমার দোকানের সামনেই ঘোরাফেরা ও বসে থাকতেন। গত পাঁচ-ছয় দিন ধরে তিনি আমার বাড়িতেই খাওয়া-দাওয়া করেছেন। আমি তার সাথে কথা বলে পরিচয় জানার চেষ্টা করেছি। কিন্তু ‘বরগুনা ও ঘটবাড়িয়া’ শব্দ দুটিই বুঝতে পেরেছিলাম। তারপর ঢাকায় আমার ছেলে শাহরিয়ার হৃদয়কে বিষয়টি জানাই। তখন হৃদয় বরগুনায় তার পরিচিত একজনকে জাহানারা বেগমের কথা জানান এবং তার কয়েকটি ছবি পাঠায়। এরপর সেই ব্যক্তি ফেসবুকে জাহানারার ছবিসহ পোস্ট দেন। এরপরই বরগুনা থেকে তার স্বজনরা আমার সাথে যোগাযোগ করেন। শুক্রবার দুপুরে তার পরিবারের কাছে জাহানারাকে তুলে দেওয়া হয়। এত বছর পর জাহানারা বেগম তার পরিবার খুঁজে পাওয়ায় আমরাও আনন্দিত।
জাহানারা বেগমের স্বজনরা জানান, বরগুনা সদরের ঘটবাড়িয়া গ্রামের আবদুল লতিফ ফরায়েজীর স্ত্রী জাহানারা বেগম (৬০)। ১৯৯৯ সালে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে নিখোঁজ হয়েছিলেন তিনি। প্রায় ২৫ বছর আগে জাহানারা বেগম তার তিন বছরের ছোট ছেলে ছায়দুলকে নিয়ে বরগুনা থেকে ঢাকায় আত্মীয়ের বাসায় রওনা হন। ভোরে সদরঘাটে লঞ্চ থেকে নেমে তিনি ছেলেকে রেখে টয়লেটে যান। সেখান থেকেই মা ও ছেলে নিখোঁজ হন। এরপর তাদের বহু জায়গায় খোঁজাখুঁজি করে আর পাওয়া যায়নি। ১০ বছর আগে ছায়দুলের সন্ধান পেলেও জাহানারা বেগম নিখোঁজই ছিলেন। জাহানারা ও লতিফ ফরায়েজীর পরিবারে পাঁচ সন্তান।
দীর্ঘদিন পর মাকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন জাহানারা বেগমের ছোট মেয়ে হাসি বেগম। তিনি আবেগ জড়ানো কণ্ঠে বলেন, মা যখন নিখোঁজ হয়, তখন আমার বয়স পাঁচ বছরের মতো। মাকে খুঁজে পেয়ে যেন পৃথিবী হাতে পেয়েছি। আমাদের ছোট রেখেই হারিয়ে যান মা। এখন আমরা সংসার করছি। ধরেই নিয়েছিলাম মায়ের মুখ আর কখনো দেখতে পারব না। এত বছর পর খুঁজে পাওয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
- মহাকাশচারীদের নিয়ে উপন্যাস ‘অরবিটাল’ লিখে বুকার জিতলেন হার্ভে
- সাতক্ষীরায় জনপ্রিয় হচ্ছে পানিফল চাষ, বাড়ছে কর্মসংস্থান
- নিখোঁজের ২৫ বছর পর মাকে ফিরে পেলেন সন্তানেরা
- হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হচ্ছেন ২৭ বছর বয়সী ক্যারোলিন
- জাতীয় সংসদে কোনো সংরক্ষিত নারী আসন থাকবে না
- শুরু হলো নবান্ন উৎসব
- রাষ্ট্র সংস্কারই এই সরকারের প্রধান চ্যালেঞ্জ: প্রধান উপদেষ্টা
- দিনাজপুরে তাপমাত্রা ১৬ দশমিক ৮, বাড়ছে শীতের প্রকোপ
- তাপমাত্রা ও কুয়াশা নিয়ে আবহাওয়ার নতুন বার্তা
- খালেদা জিয়ার সঙ্গে তারেক রহমানের উপদেষ্টার সাক্ষাৎ
- ঘন কুয়াশায় উড়োজাহাজ ওঠানামায় বিঘ্ন
- আন্তর্জাতিক ভূরাজনৈতিক সম্মেলনে ভাষণ দেবেন ড. ইউনূস
- আজ ঢাকায় আসছেন ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- আজ পহেলা অগ্রহায়ণ, কৃষকের ঘরে ঘরে নবান্নের ঘ্রাণ
- ভারতে হাসপাতালে ভয়াবহ আগুন, ১০ শিশুর মৃত্যু
- জেনে নিন বিমানবন্দর নেই যে সব দেশে
- ২৬ তারিখ কী ঘটবে, কেন এত আলোচনা!
- অফিসে ‘গোপন কক্ষ’ নিয়ে মুখ খুললেন মালা খান
- বর্ষার রাণী কেয়া ফুল: কত যে বাহার
- ঘুরে আসুন পানামসহ না.গঞ্জের পাঁচটি পর্যটন স্পট
- ড.ইউনুসকে তসলিমা নাসরিনের খোলা চিঠি
- বৃষ্টি নিয়ে ফের দুঃসংবাদ
- বিশ্ব হার্ট দিবস আজ
- ফের অভিষেকের সঙ্গে বিচ্ছেদ গুঞ্জন
- আজ পহেলা অগ্রহায়ণ, হেমন্তকাল শুরু
- হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু
- হারিয়ে যাচ্ছে কদম ফুল
- নারী বিশ্বকাপের জন্য দল ঘোষণা বাংলাদেশের
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন আজ
- হেমন্তে ছাতিম ফুল সুগন্ধ ছড়িয়ে যায়