ঢাকা, শুক্রবার ২৯, নভেম্বর ২০২৪ ২১:৩২:২৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৫৪ তেল-আলু-পেঁয়াজে স্বস্তি নেই, মাছের বাজার চড়া ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ফেনজাল’ অস্ট্রেলিয়ায় কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা ৩ বিভাগে হতে পারে বৃষ্টি, ৪ সমুদ্রবন্দরে সতর্কতা সংকেত পর্যটক সংকট, সেন্ট মার্টিনে যাচ্ছে না জাহাজ তীব্র শীতে কাঁপছে উত্তরের জনপদ

পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৩০

আন্তর্জাতিক ডেস্ক  | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:০৭ এএম, ৭ আগস্ট ২০২৩ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পাকিস্তানের করাচিতে ট্রেন দুর্ঘটনায় প্রায় ১০টি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় অন্তত ৩০ যাত্রী নিহত এবং শতাধিক আহত হয়েছেন।

রোববার (৬ আগস্ট) দুপুরে করাচির থেকে প্রায় ২৭৫ কিলোমিটার দূরে অবস্থিত সাহারা রেলওয়ে স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সংবাদ মাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এ খবর জানা যায়।

স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী হাজারা এক্সপ্রেস করাচি থেকে রাওয়ালপিন্ডির দিকে যাচ্ছিল। করাচি স্টেশন থেকে বের হওয়ার পর এই ঘটনা ঘটে। ট্রেনের গতিবেগ তখন খুব বেশি ছিল না। খুব বেশি হলে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা। কিন্তু তাতেই ট্রেনের কামরাগুলি উল্টে যায়। এখনো কামরার নিচে বেশ কিছু যাত্রী আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকাজ এখনো চলছে।

পাকিস্তানের রেলমন্ত্রী খাজা সাদ রফিক জানিয়েছেন, কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এর পিছনে নাশকতার আশঙ্কা থাকতে পারে। আমরা তদন্ত করে দেখছি। তবে স্থানীয় সংবাদমাধ্যমের বক্তব্য, রক্ষণাবেক্ষণের অভাবে দেশের রেল ট্র্যাকগুলি ভয়াবহ অবস্থার মধ্যে আছে। তারই জেরে এ দুর্ঘটনা ঘটেছে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, গভীর রাত পর্যন্ত উদ্ধারকাজ চলেছে। আশঙ্কাজনক অবস্থায় বহু মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দীর্ঘক্ষণ তারা ট্রেনের নিচে চাপা পড়ে ছিলেন। ফলে মৃতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা আছে।

পাকিস্তানের সেনাবাহিনী প্রধান (সিওএএস) জেনারেল আসিম মুনিরের জারি করা বিশেষ নির্দেশের পর পাকিস্তান সেনাবাহিনীও দুর্ঘটনাস্থলের কার্যক্রমে যোগ দিয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ঘটনার পর জানিয়েছেন, আহত এবং নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা। কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।

স্বাধীনতার পর থেকে প্রয়োজনমতো সংস্কার হয়নি পাকিস্তানের রেল পরিবেষেবার। ফলে বেশ কিছু জায়গাতেই রেলপথ বিপজ্জনক হয়ে আছে বলে গণমাধ্যমের দাবি।

উল্লেখ্য, ট্রেনটির ইকোনমি ক্লাসে ৯৫০ যাত্রীর ধারণক্ষমতা রয়েছে। পাশাপাশি শীতাতপ নিয়ন্ত্রিত স্ট্যান্ডার্ড কোচে ১৭টি বগি রয়েছে।