ঢাকা, বুধবার ০১, জানুয়ারি ২০২৫ ১২:৫০:০৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চলতি মাসেই দফায় দফায় শৈত্যপ্রবাহ মানুষ মাত্রই উদ্যোক্তা, তারা শ্রমিক না: প্রধান উপদেষ্টা নতুন বছর উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বাণিজ্য মেলার পর্দা উঠছে আজ আজ থেকে সারা দেশে ৩ দিন গ্যাস সরবরাহ কম থাকবে জ্বলন্ত ফানুস পড়ে মিরপুর ও ধানমন্ডিতে আগুন রাজধানীতে আতশবাজি-পটকায় নতুন বছর উদযাপন

পাকিস্তানে ৩ বাংলাদেশি নারী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪১ পিএম, ২৯ ডিসেম্বর ২০২৪ রবিবার

পাকিস্তানে ৩ বাংলাদেশি নারী গ্রেপ্তার।  ছবি: সংগৃহীত

পাকিস্তানে ৩ বাংলাদেশি নারী গ্রেপ্তার। ছবি: সংগৃহীত

পাকিস্তানি কাগজপত্র ও পরিচয়পত্র জালিয়াতির অভিযোগে করাচি থেকে সে দেশে বসবাসরত তিন বাংলাদেশি নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা বেশ কয়েক বছর ধরে পাকিস্তানেই বসবাস করছিলো।

গতকাল শনিবার করাচির গুলশান-ই-ইকবাল এলাকা থেকে ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) এই তিন নারীকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হওয়া তিন বাংলাদেশি নারী হলেন- আয়েশা নাজ, হিনা নাজ ও আফসান নাজ। খবর: জিয়ো নিউজ উর্দুর।  

পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, ২০২২ সাল থেকে জালিয়াতি মামলায় এই সন্দেহভাজনদের খোঁজা হচ্ছিল। অভিযুক্তরা বিদেশি হলেও তারা পাকিস্তানের জাতীয় পরিচয়পত্র পেয়েছিল। 

কর্মকর্তারা আরো বলেন, গ্রেপ্তার নারীরা জালিয়াতির মাধ্যমে পরিচয়পত্র সংগ্রহ করেছে। অভিযুক্তরা একজন এজেন্টের সাহায্যে জাল দলিলের ভিত্তিতে জন্ম ও মৃত্যুর সনদ সংগ্রহ করেছিলেন, যা ইউনিয়ন কাউন্সিল, রেজভিয়া সোসাইটি, লিয়াকতাবাদ টাউন কর্তৃপক্ষ দ্বারা সরবরাহ করা হয়েছিল। তারপর, তারা এই জাল দলিলের সাহায্যে পাকিস্তানি জাতীয় পরিচয়পত্র পেয়েছিল।

অভিযুক্তদের সহযোগিতায় যারা জড়িত তাদের বিরুদ্ধেও তদন্ত করা হচ্ছে।