ঢাকা, মঙ্গলবার ০১, এপ্রিল ২০২৫ ৭:৩২:২৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে বর্ণাঢ্য ঈদ আনন্দ মিছিল যত বাধাই আসুক ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়বই: প্রধান উপদেষ্টা বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাতে মুসল্লিদের ঢল কানায় কানায় পূর্ণ শোলাকিয়া ঈদগাহ জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত জাতীয় ঈদগাহে নামাজ পড়েছেন প্রধান উপদেষ্টা রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ

‘পেনাল্টি গোল খুব কৃতিত্বের নয়’, মেসিকে খোঁচা তসলিমার

তসলিমা নাসরিন | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৩২ পিএম, ১৪ ডিসেম্বর ২০২২ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

ফের আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসিকে নিয়ে পোস্ট বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের। এর আগে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার তৃতীয় ম্যাচে মেসি পেনাল্টি মিস করার পর তসলিমা দাবি করেন , ওই পেনাল্টি তিনিও মিস করতেন না। যা নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয় সমালোচনা। এবার তিনি নতুন এলএম১০কে খোঁচা দিলেন।

মঙ্গলবার দিবাগত রাতে লুসাইল স্টেডিয়ামে বিশ্বকাপের প্রধম সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিয়েছে লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা। আর সেই ম্যাচে খেলতে নেমে ৩৪ মিনিটে পেনাল্টি থেকে দলকে লিড এনে দেন লিওনেল মেসি। যা নিয়ে তসলিমার মন্তব্য, ‘পেনাল্টি গোল খুব কৃতিত্বের নয়।’

তসলিমা তার ফেসবুকে পোস্ট করেছিলেন, মেসি আজ ভালো খেলেছেন। তৃতীয় গোলটা মেক করে দেয়া তো দেখার মতো। মেসির মুখে হাসিও ফুটেছে আজ ভালো। কোলেও চড়েছেন অনেকের। এসব দৃশ্য তো চমৎকার। মেসির খেলার প্রশংসা করার পাশাপাশি তার কোলে চড়ার প্রসঙ্গ তোলার মধ্যে অনেকেই প্রচ্ছন্ন কটাক্ষ খুঁজে পেয়েছেন। এরপর তার পোস্টে একজন কমেন্ট করে মনে করিয়ে দেন মেসির পেনাল্টি কিকের কথা। উত্তরে তসলিমা লেখেন, পেনাল্টি গোল খুব কৃতিত্বের নয়। পারাটা স্বাভাবিক, না পারাটা অস্বাভাবিক। ওই গোলটা ধরছি না।

কাতার বিশ্বকাপ একেবারে শেষ পর্যায়ে পৌঁছেছে। গত মাসখানেক সোশ্যাল মিডিয়া থেকে পাড়ার চায়ের দোকান সর্বত্র আলোচনা তুঙ্গে। এর মধ্যে রেফারিদের সিদ্ধান্ত থেকে প্রযুক্তির বাড়াবাড়ি, নানা বিষয়ে বিতর্ক হয়েছে। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে আর্জেন্টিনার পেনাল্টি নিয়েও বিতর্ক হয়েছে।

অনেকেই মনে করছেন, এই পেনাল্টি নিয়ে বিতর্কের অবকাশ নেই। রেফারি যা নিয়ম মেনেই করেছেন। তসলিমা অবশ্য প্রশ্ন তুলে দিয়েছেন পেনাল্টি গোলের কৃতিত্ব নিয়েই। যা মনে করিয়ে দিচ্ছে পেলের মন্তব্যকে। বিশ্ব ফুটবলের সম্রাট বলেছিলেন, পেনাল্টি হল গোল করার কাপুরুষোচিত উপায়। এই বিতর্ক আজকের নয়। সেই বিতর্ককেও উসকে দিলেন তসলিমা।