ঢাকা, মঙ্গলবার ২৬, নভেম্বর ২০২৪ ৮:২৩:৫৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, তাপমাত্রা নামল ১৩ ডিগ্রিতে ব্রাজিলে বাস খাদে পড়ে ২৩ জনের প্রাণহানী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে গেজেট প্রকাশ পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব জব্দ ১০ সাংবাদিকের ব্যাংক হিসাব জব্দ মিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৭ ইসরায়েলি হামলায় গাজায় ৩৮, লেবাননে ৩৩ প্রাণহানী

প্রথমবার বিশ্বের সেরা দশ ব্র্যান্ডের তালিকায় হুয়াওয়ে

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫৬ এএম, ১ ফেব্রুয়ারি ২০২০ শনিবার

প্রথমবারের মতো বিশ্বের সেরা দশ ব্র্যান্ডের তালিকায় জায়গা করে নিয়েছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে।

প্রথমবারের মতো বিশ্বের সেরা দশ ব্র্যান্ডের তালিকায় জায়গা করে নিয়েছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে।

প্রথমবারের মতো বিশ্বের সেরা দশ ব্র্যান্ডের তালিকায় জায়গা করে নিয়েছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে।

সম্প্রতি প্রকাশিত যুক্তরাজ্যভিত্তিক ব্র্যান্ড ভ্যালুয়েশন ও স্ট্র্যাটেজি কনস্যালটেন্সি প্রতিষ্ঠান ব্র্যান্ড ফাইনান্সের ‘মোস্ট ভ্যালুয়েবল ব্র্যান্ডস ২০২০’ নামের এ তালিকায় দশম স্থানে উঠে এসেছে প্রতিষ্ঠানটি।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, ভবিষ্যতে ফাইভজির তীব্র প্রতিযোগিতায় টেলিকম ইন্ড্রাস্টিতে পশ্চিমাদের মতো হুয়াওয়ে এক্ষেত্রে তাদের বাজার সম্প্রসারণ করছে। বিতর্কের পরেও চীনা প্রতিষ্ঠানটি অপ্রতিরোধ্যভাবে এগিয়ে রয়েছে। প্রতিষ্ঠানটির ব্র্যান্ড ভ্যালু ধরা হয়েছে ৬৫.১ বিলিয়ন মার্কিন ডলার। যার ফলে ভ্যালুয়েবল দশ ব্র্যান্ডের তালিকায় প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠানটি।

বিশ্বের ৫০০ প্রতিষ্ঠান নিয়ে করা এ তালিকায় ২০৫টি মার্কিন ব্র্যান্ড নিয়ে দেশ হিসেবে সবার উপরে রয়েছে যুক্তরাষ্ট্র। এরপরেই রয়েছে চীনের অবস্থান। দেশটির ৭০টি ব্র্যান্ড এ তালিকায় রয়েছে।