ঢাকা, শনিবার ৩০, নভেম্বর ২০২৪ ১১:২৮:২৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
টস হেরে ফিল্ডিংয়ে টাইগ্রেসরা পাগলা মসজিদের দানবাক্সে মিলল ২৯ বস্তা টাকা তাপমাত্রা নামল ১০ ডিগ্রিতে, শীতে কাঁপছে পঞ্চগড় ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৫৪ তেল-আলু-পেঁয়াজে স্বস্তি নেই, মাছের বাজার চড়া

প্রথমবারের মতো মহাকাশ ভ্রমণে গেলেন সৌদির নারী নভোচারী

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৫ পিএম, ২২ মে ২০২৩ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ব্যক্তিগত মিশনে প্রথমবারের মতো মহাকাশ ভ্রমণে গেলেন সৌদি আরবের ২ নভোচারী। তাদের একজন সৌদির প্রথম নারী নভোচারী রায়ানাহ বার্নাবি এবং অপরজন আলি আল-কারনি।

তাদের সাথে রয়েছেন যুক্তরাষ্ট্রের আরও দুই নভোচারী । এরা হলেন পেগি হুইটসন ও জন শফনার।

যুক্তরাষ্ট্রের বেসরকারি মহাকাশ সংস্থা অ্যাক্সিওম স্পেস আয়োজিত এই মিশনের নাম দেয়া হয়েছে এএক্স-টু।

স্থানীয় সময় রোববার (২ মে) বিকাল ৫টা ৩৭ মিনিটে ফ্লোরিডার কেপ ক্যানাভেরালের কেনেডি স্পেস সেন্টার থেকে মিশনটির যাত্রা শুরু হয়। তাদের বহনকারী স্পেস এক্সের ফ্যালকন নাইন রকেটটি ১৬ ঘণ্টা পর সোমবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছাবে। সেখানে প্রায় ৮ দিন কাটাবেন তারা।

এএক্স-টু মিশনের এই নভোচারী দলটি মহাকাশে অবস্থানরত ৭ নভোচারীর সাথে যুক্ত হবেন। স্পেস এক্সের এই মিশনে নাসার সাবেক নভোচারী পেগি হুইটসন বাদে বাকি ৩ জনই অর্থপ্রদানকারী গ্রাহক হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গেছেন। সূত্র: আল-জাজিরা