ঢাকা, সোমবার ২৫, নভেম্বর ২০২৪ ১২:৫৯:৪৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, তাপমাত্রা নামল ১৩ ডিগ্রিতে ব্রাজিলে বাস খাদে পড়ে ২৩ জনের প্রাণহানী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে গেজেট প্রকাশ পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব জব্দ ১০ সাংবাদিকের ব্যাংক হিসাব জব্দ মিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৭ ইসরায়েলি হামলায় গাজায় ৩৮, লেবাননে ৩৩ প্রাণহানী

প্রধানমন্ত্রীর সবচেয়ে বড় অর্জন মানুষের ভালোবাসা: স্পিকার

বাসস | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:০৬ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২৩ শনিবার

শিরীন শারমিন চৌধুরী

শিরীন শারমিন চৌধুরী

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ব্যাপক উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। তার সবচেয়ে বড় অর্জন বাংলার মানুষের ভালোবাসা।   
তিনি আরো বলেন, এই উন্নয়ন কর্মসূচির সফলতার জন্যই সারাবিশ্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। 
শিরীন শারমিন চৌধুরী আজ শনিবার নিজ নির্বাচনী এলাকা রংপুর-৬ এর পীরগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র জন্মদিন উপলক্ষে আয়োজিত বিশেষ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

পীরগঞ্জ আওয়ামী ওলামালীগের সভাপতি হাফেজ রফিকুল ইসলাম ফরাজী’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পীরগঞ্জ পৌরসভার মেয়র এ এস এম তাজিমুল ইসলাম শামীম এবং রংপুর জেলার জেলাপ্রশাসক মো. মোবাশ্বের হাসান বক্তব্য প্রদান করেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেন, ধর্মীয় প্রতিষ্ঠান থেকে মানুষের কল্যাণেই কাজ করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পীরগঞ্জের ৯৫০ টি মসজিদ, ২০০০ মাদ্রাসা ও এতিম খানায় সরকারী অনুদান প্রদান করা হয়েছে এবং ভবিষ্যতে অনুদান প্রদানের ক্ষেত্রে এসব ধর্মীয় প্রতিষ্ঠান প্রাধান্য পাবে। 

তিনি বলেন, পীরগঞ্জের অবশ্য প্রয়োজনীয় কাজগুলোর লিখিত তালিকা দেয়া হলে, সেগুলো বাস্তবায়নে জরুরী ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।

স্পিকার বলেন, ইসলাম শান্তির ধর্ম, এতে সকলের জন্য সুন্দর জীবন যাপনের বিধান রয়েছে। ধর্মীয় প্রতিষ্ঠানগুলো দিকনির্দেশনামূলক বক্তব্যের মাধ্যমে সমাজে শুভ পরিবর্তনের সূচনা করতে পারে। 

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেন, কোন বিদেশী ফান্ড থেকে নয় বরং সরকারের রাজস্ব খাত থেকেই অসহায়-গরীব-দুঃখী ও প্রতিবন্ধীদের মাঝে বিভিন্ন ভাতা ও অর্থ সাহায্য প্রদান করা হচ্ছে। 
তিনি বলেন, দেশের নয় লক্ষ ভূমিহীনকে একটি করে ঘর করে দেয়া হচ্ছে এবং তা পীরগঞ্জেও দেয়া হয়েছে, যা সরকারের সফলতার উদাহরণ। 
জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা ২০২৩ উপলক্ষে স্পীকার বলেন, ৩৩০ জন মা-বোনকে সেলাই প্রশিক্ষণ প্রদান এবং ৩০জনকে আইটি প্রশিক্ষণ প্রদান একটি অসাধারণ উদ্যোগ।
তিনি বলেন, মা-বোনেরা কারিগরী প্রশিক্ষণের মাধ্যমে আর্থিক সক্ষমতা অর্জন করতে পারে সে বিষয়ের উপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। 
পরে আইসিটি অধিদপ্তরের আওতায় বেকার যুবক ও যুব মহিলাদের কর্মসংস্থানের নিমিত্ত ৪০ দিনব্যাপী ফ্রিল্যান্সিং (ডিজিটাল মার্কেটিং) প্রশিক্ষণের প্রশিক্ষণার্থীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করেন।