ঢাকা, মঙ্গলবার ১৯, নভেম্বর ২০২৪ ১৫:২০:০১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টের কারণে সবকিছু বদলে যাবে না ডেঙ্গুরোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে, রক্ষা পাবেন যেভাবে শুষ্ক মৌসুমেও পানিবন্দি ৩ উপজেলায় লাখো পরিবার আলুর কেজি ৪২০ টাকা! বাংলাদেশ পর্যটন কর্পোরেশনে নতুন চেয়ারম্যান সায়েমা শাহীন ৩৭ সাংবাদিকের প্রেসক্লাবের সদস্য পদ স্থগিত

প্রস্রাবের ইনফেকশন হলে করণীয়

স্বাস্থ্য ডেস্ক     | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৪ পিএম, ১৯ নভেম্বর ২০২৪ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নারীদের পরিচিত রোগব্যাধির মধ্যে ইউটিআই বা প্রস্রাবে জীবাণু সংক্রমণ অন্যতম। অনেকের আবার ইউটিআই হলে তা বারবার হওয়ার একটা প্রবণতা দেখা যায়। বছরে তিনবার বা এর বেশি প্রস্রাবে জীবাণু সংক্রমণ হলে একে বলা হয় রিকারেন্ট ইউটিআই এবং তা হতে পারে একই জীবাণু অথবা নতুন কোনো জীবাণুর মাধ্যমে।

যাদের বারবার ইউটিআই হয়, তাদের মূত্রতন্ত্রের গঠনগত কোনো সমস্যা আছে কিনা, তা দেখে নেওয়া প্রয়োজন। এ ছাড়া মূত্রতন্ত্রের কোথাও পাথর আছে কিনা, সেটা জানাও জরুরি। মেনোপজ বা স্থায়ী ঋতু বন্ধ হলে অ্যাস্ট্রোজেন হরমোনের যোনিপথ ও মূত্রতন্ত্রের স্বাভাবিক সুরক্ষা কমে যায়। পানি খাওয়ার পরিমাণও হ্রাস পায়। তা ছাড়া ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকার কারণেও মেনোপজ-পরবর্তী মেয়েদের বারবার ইউটিআই হওয়ার আশঙ্কা বেড়ে যায়। দীর্ঘমেয়াদি কোনো অসুখের জন্য স্টেরয়েড জাতীয় ওষুধ খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়ে প্রস্রাবে জীবাণু সংক্রমণ বেড়ে যেতে পারে।

প্রস্রাবে জীবাণু সংক্রমণ হলে ঘন ঘন প্রস্রাবের বেগ, তাড়না, মূত্রনালিতে জ্বালা, তলপেটে অস্বস্তি থেকে শুরু করে প্রচণ্ড ব্যথা ইত্যাদি উপসর্গ দেখা দিতে পারে। এ ছাড়া প্রস্রাব ঘোলা হতে পারে অথবা প্রস্রাবে রক্তও যেতে পারে। চিকিৎসা সঠিক সময়ে না হলে মূত্রতন্ত্রের ওপরের অংশে সংক্রমণ ছড়িয়ে যেতে পারে। তখন রোগীর কাঁপানো জ্বর এবং কোমরে ব্যথার উপসর্গ দেখা দিয়ে থাকে।

ইউটিআই বা প্রস্রাবে জীবাণু সংক্রমণের উপসর্গ দেখা দিলে অবশ্যই সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক সেবন করতে হবে।

বারবার প্রস্রাবে জীবাণু সংক্রমণ রোধে করণীয়–
* প্রস্রাবের বেগ চেপে না রেখে প্রস্রাব করে ফেলতে হবে;
* প্রস্রাব করার পর টয়লেট পেপার দিয়ে চেপে মুছতে হবে, কখনও ঘষবেন না এবং পায়খানার রাস্তা থেকে প্রস্রাবের রাস্তার দিকে কখনও মুছবেন না;
* পরিমিত পানি পান করতে হবে;
* কোষ্ঠকাঠিন্য এড়িয়ে চলতে হবে। যাদের এ সমস্যা রয়েছে, তারা প্রচুর পানি পানের পাশাপাশি আঁশযুক্ত খাবার, যেমন– শাকসবজি, সালাদ, ফল, ইসবগুলের ভুসি ইত্যাদি বেশি করে খাবেন।
* যৌনমিলনের আগে পানি পান করুন এবং আগে ও পরে প্রস্রাব করে পরিষ্কার হয়ে নেবেন।
* যাদের মেনোপজ হয়ে গেছে, তাদের বারবার ইউটিআই বা প্রস্রাবে জীবাণু সংক্রমণ হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যোনিপথে ও মূত্রনালির মুখে অ্যাস্ট্রোজেন ক্রিম ব্যবহার করতে হতে পারে।
* রিকারেন্ট ইউটিআইর ক্ষেত্রে স্বল্পমাত্রায় দীর্ঘদিন অ্যান্টিবায়োটিক সেবন করতে হতে পারে।