ঢাকা, সোমবার ১৩, জানুয়ারি ২০২৫ ৯:৪৮:৪৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চিকিৎসকদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে খালেদা জিয়া, অবস্থার উন্নতি টিউলিপকে বরখাস্তের দাবি বিরোধীদলীয় নেতার ফের যেদিন থেকে বাড়বে শীত তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে লস অ্যাঞ্জেলেসের দাবানল কিছুটা নিয়ন্ত্রণে ১৯ সন্তানের মা হয়েও পিএইচডি করলেন সৌদি নারী

ফের যেদিন থেকে বাড়বে শীত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২৮ এএম, ১২ জানুয়ারি ২০২৫ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দেশের পাঁচ জেলায় বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ প্রশমিত হতে পারে। সেই সঙ্গে দেশের তাপমাত্রা বাড়তে পারে। তবে চলতি মাসের ১৫ তারিখ বা এরপর থেকে তাপমাত্রা আবার কমে শীত বাড়তে পারে।

শনিবার (১১ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ মো. ওমর ফারুক।


তিনি বলেন, রোববার থেকে তাপমাত্রা আরও বাড়তে পারে। তবে আগামী ১৫ জানুয়ারির পর থেকে তাপমাত্রা আবার কমতে শুরু করতে পারে।


এদিকে আবহাওয়ার ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রোববার (১২ জানুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। পঁঞ্চগড়, কুড়িগ্রাম, যশোর, মৌলভীবাজার ও গোপালগঞ্জ জেলা সমূহের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।


সোমবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।


মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।


বর্ধিত পাঁচ দিনে তাপমাত্রা হ্রাস পেতে পারে।