ঢাকা, মঙ্গলবার ২৬, নভেম্বর ২০২৪ ৭:৩৩:১৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, তাপমাত্রা নামল ১৩ ডিগ্রিতে ব্রাজিলে বাস খাদে পড়ে ২৩ জনের প্রাণহানী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে গেজেট প্রকাশ পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব জব্দ ১০ সাংবাদিকের ব্যাংক হিসাব জব্দ মিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৭ ইসরায়েলি হামলায় গাজায় ৩৮, লেবাননে ৩৩ প্রাণহানী

বগুড়ায় ট্রাকচাপায় মা-মেয়েসহ নিহত ৫

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:০৪ পিএম, ১৫ জুন ২০২৩ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ পাঁচজন নিহত হয়েছেন। এতে চালকসহ আহত হয়েছেন পাঁচজন।

বৃহস্পতিবার (১৫ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর হাজিপুর মডেল মসজিদের সামনে ট্রাকচাপায় সিএনজিতে থাকা মহিলা ও শিশুসহ তিন যাত্রী নিহত এবং চারজন আহত হন।

নিহতরা হলেন হামছায়াপুর এলাকার তানজিলার মেয়ে নুরে জান্নাত লুবা (৪), গোলাম কবির (৪০) এবং অন্য এক মহিলার নাম জানা যায়নি। আহতরা হলেন তানজিলা আক্তার (২৪), মোজাম্মেল হক (৫০), আসাদ (৪০) অপর একজনের নাম জানা যায়নি।

পুলিশ জানায়, শেরপুর থেকে একটি সিএনজি বগুড়ার দিকে যাচ্ছিল। এ সময় হাজিপুর মডেল মসজিদের সামনে পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক সিএনজিটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে শিশুসহ এক মহিলা মারা যান। শেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আহত পাঁচজনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গোলাম কবির নামে আরেকজন মারা যান।

শেরপুর ফায়ার সার্ভিস কর্মকর্তা সিদ্দিকুর রহমান বলেন, মরদেহ হাইওয়ে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আব্দুল ওয়াদুদ বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

এদিকে বিকেল সাড়ে ৫টার দিকে শাজাহানপুর উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের রানীরহাটের জোড়া বটতলা এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় মা-মেয়ে নিহত হয়েছেন।

নিহতরা হলেন- শাজাহানপুর উপজেলার আশেকপুর পশ্চিমপাড়া এলাকার শিপন আলীর স্ত্রী দোলেনা বেগম (২২) এবং তার মেয়ে আয়েশা খাতুন (৫)। এতে প্রাইভেটকার চালক গুরুতর আহত হয়েছেন।

শাজাহানপুর থানার উপপরিদর্শক মোহাম্মদ আলী জানান, নাটোর-বগুড়া মহাসড়কের পাশেই দোলেনা বেগমদের বাসা। বিকেল সাড়ে ৫টার দিকে রাস্তা পার হচ্ছিলেন দোলেনা বেগম ও তার মেয়ে আয়েশা খাতুন। এ সময় নাটোর থেকে আসা বগুড়াগামী একটি প্রাইভেটকার ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।