ঢাকা, বুধবার ২৩, এপ্রিল ২০২৫ ১১:১৫:২৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আগুনে পুড়ে গেছে সাগর-রুনি হত্যা মামলার নথি অল্পের জন্য রক্ষা পেলেন ৩০০ বিমানযাত্রী যুক্তরাষ্ট্রে `সার্টিফিকেট অব রেকগনিশন` পেলেন রয়া চৌধুরী গাজায় ইসরায়েলি হামলায় আরও ৩৯ ফিলিস্তিনি নিহত কাতারে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা, লাল গালিচা সংবর্ধনা আল্লাহ না চাইলে বিশ্বকাপের টিকিট পেতাম না: জ্যোতি

বগুড়ায় একই গাছে আলু ও টমেটোর সফল চাষ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৫ পিএম, ৯ এপ্রিল ২০২৫ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

একই গাছে একসঙ্গে আলু ও টমেটো উৎপাদন করে চমক সৃষ্টি করেছেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার কৃষক রুবেল মিয়া। নিচে আলু আর উপরে টমেটো এই অভিনব চাষাবাদ এলাকাজুড়ে কৌতূহল তৈরি করেছে।

দেখা গেছে, গাছের ডগায় লাল টুকটুকে টমেটো ঝুলছে, আর মাটির নিচে একই গাছে ধরে আছে আলু। এই বিশেষ পদ্ধতিতে উৎপাদিত সবজির নাম ‘টমআলু’। শিবগঞ্জের মোকামতলা চৌকিরঘাট এলাকায় ‘কৃষি বন্ধু এগ্রো সার্ভিসেস’ নার্সারির সহায়তায় পরীক্ষামূলকভাবে তিন শতক জমিতে এই চাষ শুরু করেন রুবেল মিয়া।

তিনি জানান, শখের বসে তিনি এই বিশেষ চাষে হাত দেন। খরচ কম হলেও ফলন বেশ ভালো হয়েছে।

এ বিষয়ে উপসহকারী কৃষি কর্মকর্তা সাইফুর রহমান পাপ্পু জানান, প্রথমে আলু গাছের উপরের অংশ কেটে সেখানে টমেটোর চারা গ্রাফটিং করা হয়। ফলে একই গাছ থেকে আলু ও টমেটো দুটোই পাওয়া যাচ্ছে। আলু সংগ্রহের পর মাটিতে পুনরায় গাছ ঢেকে পানি দিলেই চার মাসের মধ্যেই টমেটোর পূর্ণ ফসল পাওয়া সম্ভব। এই পদ্ধতিতে এক গাছে এক কেজি আলু ও চার থেকে পাঁচ কেজি পর্যন্ত টমেটো উৎপাদন সম্ভব হচ্ছে, যা কৃষকের জন্য খরচ সাশ্রয়ী ও লাভজনক।

টমআলুর জমি দেখতে আসা স্থানীয়রা জানান, তারা জীবনে প্রথমবারের মতো এক গাছে দুই ধরনের সবজি ফলতে দেখলেন এবং এ অভিনব চাষ পদ্ধতি সম্পর্কে জানার জন্য এসেছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল হান্নান বলেন, শিবগঞ্জ কৃষিতে সমৃদ্ধশালী এলাকা। এখানকার উর্বর মাটি ও অনুকূল আবহাওয়ায় সব ধরনের ফসলের উৎপাদন সম্ভব। রুবেল মিয়ার এই সফল পরীক্ষামূলক উদ্যোগে কৃষি অফিস সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।