‘বঙ্গমাতা, দিয়েছো প্রেরণা, জেগেছি আমরা’ প্রামাণ্য গ্রন্থ প্রকাশ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০১:২১ এএম, ১০ অক্টোবর ২০১৭ মঙ্গলবার
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার মাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্মরণে জাতীয় মহিলা সংস্থা প্রকাশ করেছে ‘বঙ্গমাতা, দিয়েছো প্রেরণা, জেগেছি আমরা’ শীর্ষক একটি প্রামাণ্য গ্রন্থ।
গ্রন্থটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতির জনক বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানাসহ দেশের বিভিন্ন ক্ষেত্রের পনেরজন লেখকের বঙ্গমাতা ফজিলাতুন্নেছার জীবন, কর্ম, অবদান সম্পর্কে তথ্যবহুল লেখা রয়েছে। রয়েছে জাতির জনক বঙ্গবন্ধুর পরিবার, তাঁর রাজনৈতিক জীবন ও কর্মে ফজিলাতুন্নেছা মুজিবের অবদান নিয়ে নানা ঘটনার বিবরণ। এতে প্রেসিডেন্ট আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মেহের আফরোজ চুমকির বাণী প্রকাশ করা হয়েছে।
গ্রন্থে প্রেসিডেন্ট আবদুল হামিদ তার বাণীতে বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধুর সহধর্মিনী হিসেবে ফজিলাতুন্নেছা মুজিব আমৃত্যু স্বামীর পাশে থেকে দেশ ও জাতি গঠনে অসামান্য অবদান রেখেছেন। বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে তিনি দলকে মূল্যবান পরামর্শ দিতেন ও সহযোগিতা করতেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন পাকিস্তানে কারাবন্দি স্বামীর জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে গভীর অনিশ্চয়তা ও শঙ্কার মাঝেও তিনি অসীম ধৈর্য, সাহস ও বিচক্ষণতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করেছেন। দেশ ও জাতির জন্য অপরিসীম ত্যাগ, সহমর্মিতা, সহযোগিতা ও বিচক্ষণতা তাকে বঙ্গমাতায় অভিষিক্ত করেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ‘শেখ ফজিলাতুন্নেছা আমার মা’ শীর্ষক লেখাটিতে বঙ্গবন্ধুর পাশে থেকে বঙ্গমাতা বিভিন্ন আন্দোলন সংগ্রামে কিভাবে সহযোগিতা করেছেন, পঞ্চাশ, ষাট দশকে বিভিন্ন আন্দোলনের সময় বঙ্গবন্ধুকে বিভিন্ন সময় গ্রেফতার, স্বাধীনতা ঘোষণার সময়, মুক্তিযুদ্ধের সময়ে বঙ্গমাতার সহযোগিতা এবং কর্মময় জীবন তুলে ধরেন। তিনি বলেন, আমার মায়ের যে অবদান রয়েছে দেশের স্বাধীনতার জন্য এবং দেশকে যে গভীরভাবে ভালবাসতেন এ দেশের মানুষ আব্বার সঙ্গে একই স্বপ্নই দেখতেন যে, এ দেশের মানুষ সুন্দর জীবন পাবে, ভালোভাবে বাঁচবে।
শেখ রেহানা তার ‘একজন আদর্শ মায়ের প্রতিকৃতি’ লেখাটিতে বলেন, আমার মা ছিলেন আমাদের পরিবারের প্রাণ, একজন আদর্শময়ী অভিভাবক। আমার বাবা দেশ, রাজনীতি ও প্রিয় জনগণকে নিয়েই ব্যস্ত থাকতেন এবং তাদের অধিকার আদায়ের সংগ্রাম করতেন। এ জন্য তাকে জেলে যেতে হয়েছে। একটার পর একটা মামলা দিয়ে মানসিক নির্যাতন করেছে। দু:সহ কারাজীবনের যাতনা সহ্য করতে হয়েছে। কখনও কখনও অসুস্থ হয়ে পড়েছেন। কিন্তু আমার মার ছিল প্রচ্ছন্ন দৃষ্টি। পেছনে থেকে সাহস ও শক্তি যুগিয়েছেন। তার স্বপ্ন লক্ষ্য পূরণে তিনিও তার চিন্তা-ভাবনার সঙ্গী হয়েছেন।
লেখককদের তালিকায় আরও রয়েছেন, জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, ড. নীলিমা ইব্রাহিম, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, নাছিমা বেগম এনডিসি, কথাশিল্পী সেলিনা হোসেন, ড. আআমস আরেফিন সিদ্দিক, ড. শামসুজ্জামান খান, অধ্যাপক মমতাজ বেগম এ্যাডভোকেট, অধ্যাপক আবদুল মান্নান চৌধুরী, অধ্যাপক ড. নাসরীন আহমাদ, ড. হারুন অর রশিদ, ড. নিম চন্দ্র ভৌমিক, ড. ফেরদৌসী বেগম।
সাজেদা চৌধুরী ‘শেখ ফজিলাতুন্নেছা’ শীর্ষক লেখায় বলেন, তিনি সর্বদা স্বামীকে সাহস, মনোবল, প্রেরণা যুগিয়েছেন, শক্তি দিয়েছেন। তাই তো বাংলার মানুষ পেয়েছে আজ স্বাধীন বাংলাদেশ। আমি দৃঢভাবে বিশ্বাস করি, শেখ মুজিবের জন্ম না হলে আমরা আজও পরাধীন থাকতাম। কিন্তু তার দাম্পত্য জীবনে বেগম ফজিলাতুন্নেছা মুজিবের মতো এমন ধীরস্থির, সর্বংসহা, বুদ্ধিমতী, দূরদর্শী ও স্বামীঅন্তপ্রাণ নারীর আবির্ভাব না হলে শেখ মুজিব বঙ্গশার্দুল, বঙ্গবন্ধু, জাতির পিতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালিসহ সকল ক্ষেত্রেই ঘাটতি থাকতো। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন ‘জাতীয় মহিলা সংস্থা’র সার্বিক তত্ত¡াবধানে শিশু একাডেমি প্রন্থটি প্রকাশের ক্ষেত্রে সহায়তা করে।
- কুমিল্লায় ট্রেনের ধাক্কায় নারীসহ ৫ অটোরিকশা যাত্রী নিহত
- রোজ চিকেন খেলে শরীরে কী প্রভাব পড়ে
- উত্তর জনপদে জেঁকে বসছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩
- বঙ্গবন্ধু রেল সেতুতে চললো পরীক্ষামূলক ট্রেন
- মোল্লা কলেজ প্রাঙ্গনে অতিরিক্ত পুলিশ মোতায়েন
- ভারত থেকে আলু ও পেঁয়াজ আমদানি বন্ধ, বেড়েছে দাম
- তিনবার যমুনা নদীতে বিলীন স্কুল, দুর্গন্ধের মধ্যে ক্লাস
- ফের শাকিবের সিনেমায় ওপার বাংলার নুসরাত
- গ্রীসে অভিবাসীদের নৌকাডুবি: ৬ শিশুর মরদেহ উদ্ধার
- স্বর্ণের নতুন দাম আজ থেকে কার্যকর
- ১৫ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে নীলফামারী
- বঙ্গোপসাগরে নিম্নচাপ, বন্দরগুলোতে সতর্ক সংকেত
- খালেদা জিয়াকে উমরাহ পালনের আমন্ত্রণ জানাল সৌদি আরব
- সকালেও ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর`
- লঘুচাপটি নিম্নচাপে পরিণত, যেমন থাকবে আবহাওয়া
- জেনে নিন বিমানবন্দর নেই যে সব দেশে
- ঘুরে আসুন পানামসহ না.গঞ্জের পাঁচটি পর্যটন স্পট
- আজ পহেলা অগ্রহায়ণ, হেমন্তকাল শুরু
- বিশ্ব হার্ট দিবস আজ
- হেমন্তে ছাতিম ফুল সুগন্ধ ছড়িয়ে যায়
- শান্তিতে নোবেল পেল জাপানের মানবাধিকার সংস্থা নিহন হিদানকিও
- রাজু ভাস্কর্যের নারী প্রতিকৃতিতে হিজাব, যা জানা গেলে
- ‘রিমান্ড’-এ মম
- পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে ঘুরে দাঁড়াল ভারতের মেয়েরা
- সৈয়দ শামসুল হকের ৮ম মৃত্যুবার্ষিকী আজ
- নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১১২
- পঞ্চগড় থেকে দেখে আসুন কাঞ্চনজঙ্ঘা
- জীবনে প্রেম এসেছে ৬ বার: স্বস্তিকা
- গৃহশ্রমিক মেয়েদের দিন কষ্টে কাটে
- এইচএসসির ফল দেখবেন যেভাবে